শিল্পোন্নত দেশগুলিতে সরকারি-বেসরকারি কর্মী-শ্রমিকদের অবসর ভাতার একটা কাঠামো চালু রয়েছে৷ কিন্তু উন্নয়নশীল দেশগুলির পরিস্থিতি এর বিপরীত৷ অথচ শুধু আফ্রিকা মহাদেশে ২০৫০ সালে বৃদ্ধদের সংখ্যা দাঁড়াবে ২০ কোটি৷
বিজ্ঞাপন
বর্তমানে আফ্রিকা মহাদেশে অবসর ভাতা বা সামগ্রিকভাবে সামাজিক সুরক্ষার কাঠামো বেশ দুর্বল৷ কিন্তু সেখানে জনসংখ্যার মধ্যে বয়স্ক মানুষের অনুপাত বেড়েই চলেছে৷ ফলে কোনো না কোনো সময়ে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হবে৷ আন্তর্জাতিক জনসংখ্যাতত্ব প্রতিষ্ঠান আইএনইডি-র বিশেষজ্ঞরা এই প্রশ্ন খতিয়ে দেখছেন৷
সংখ্যায় হাতে গোনা হলেও আফ্রিকার সামান্য কিছু মানুষ অবসর ভাতা পেয়ে থাকেন৷ তাদের অধিকাংশই কিছু সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করেছেন৷ তবে এ সব ক্ষেত্রে সব কর্মী এমন সুযোগ পান না৷ অবসর-ভাতার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্যও কম নয়৷ যেমন টিউনিশিয়ায় ৬০ বছরের বেশি বয়সিদের মধ্যে প্রায় ৩০ শতাংশ অবসর ভাতা পান৷ অথচ একই বয়সের মাত্র তিন শতাংশ নারী সেই সুযোগ পান৷
আফ্রিকায় সামাজিক সুরক্ষার কাঠামো তৈরি করার চেষ্টা যে একেবারেই হয় নি, তা নয়৷ গত শতাব্দীর ষাটের দশক থেকে রাষ্ট্রীয় পর্যায়ে অবসর ভাতা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও-র মতো প্রতিষ্ঠান তাতে সহায়তাও করছে৷ ইউরোপে যেমন কর্মদাতা এবং শ্রমিক-কর্মী – উভয় পক্ষই মাসে-মাসে অবসর ভাতা তহবিলে অর্থ দেয়, আফ্রিকায়ও সে রকম কাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে৷ কিন্তু সমস্যা হলো, আফ্রিকার শ্রম বাজার মোটেই তেমন সংগঠিত নয়৷ শ্রমিক বা কর্মীদের স্বার্থ দেখাশোনার জন্য শক্তিশালী কোনো কর্তৃপক্ষও নেই৷ যে সব দেশে পরিস্থিতি বাকিদের তুলনায় ভালো, তার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, লেসোথো, নামিবিয়া ও মরিশাস৷ তবে সেখানেও অবসর ভাতার অঙ্ক খুবই কম৷
বিশ্বব্যাপী আয়ু বাড়ার পরিণতি
গোটা বিশ্বে ৬৫ বছরের বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়েই চলেছে৷ জাতিসংঘের সূত্র অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে তাঁদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, যা জনসংখ্যার প্রায় ১৫.৬ শতাংশ৷ এর কারণ ও পরিণতি কী হতে চলেছে?
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
আরও বেশি বয়স্ক মানুষ
গোটা বিশ্বে মানুষের আয়ু বাড়ছে৷ ২০১০ সালে ৬৫ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা ছিল মাত্র ৭.৭ শতাংশ৷ জাতিসংঘের পূর্বাভাষ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে তা দ্বিগুণ হয়ে দাঁড়াবে (১৫.৬ শতাংশ)৷ একদিকে পড়তি জন্মহার, অন্যদিকে আয়ু বেড়ে চলায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে৷ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে ভবিষ্যতে বয়স্কদের সংখ্যা বাড়বে৷
ছবি: picture-alliance/dpa
অবসরের পর প্রেম
১০০ বছর আগে কোনো মানুষ ৭৫ বছর পূর্ণ করলে, সেটা হতো এক বিরল ঘটনা৷ তাঁদের অতি বৃদ্ধ মনে করা হতো৷ আর আজ অবসর নেয়ার পরেও অনেকে তরতাজা সুস্থ যুবকের মতো থাকেন, চুটিয়ে জীবন উপভোগ করেন৷ জার্মানিতে শতবর্ষ পূর্ণ করা মানুষের সংখ্যা গত ৩ দশকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে৷
ছবি: Fotolia/Gina Sanders
তরতাজা শরীর
বয়স হলেও শারীরিকভাবে সচল থাকা আজ আর নতুন কোনো ঘটনা নয়৷ চিকিৎসার উন্নতি ও সমৃদ্ধিই এর মূল কারণ৷ উন্নয়নশীল দেশেও এমন প্রবণতা দেখা যাচ্ছে৷ ভবিষ্যতে বয়স্ক মানুষদের একটা বড় অংশই এ সব দেশে থাকবেন৷
ছবি: Patrizia Tilly/Fotolia
নারীরা সন্তান চাইছেন না
আগামী বছরগুলিতেও এমন প্রবণতা বজায় থাকবে৷ তরুণ দম্পতিরা কম সন্তান চাইছেন৷ এর অন্যতম কারণ হলো, নারীরা তাঁদের অর্থনৈতিক স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ কাজের পাশাপাশি সন্তান সামলানো তাঁদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে৷
ছবি: Fotolia/Fotowerk
মেয়েরা স্কুলে যেতে চায়
নারীরা যে আগের তুলনায় কম সংখ্যক সন্তান চাইছেন, তার আরও একটা কারণ রয়েছে৷ তাঁরা আসলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান৷ বিশেষ করে গরিব দেশগুলিতে মায়েরা তাঁদের কন্যাসন্তানদের ভাই-বোনদের দেখাশোনার কাজে ব্যস্ত না রেখে স্কুলে পাঠাতে চান৷
ছবি: DW/H. Hashemi
অবসর ভাতা কাঠামোর দুর্বলতা
উন্নয়নশীল দেশগুলিতে অবসর ভাতা বা সামাজিক সুরক্ষা প্রায় নেই বললেই চলে৷ কিন্তু বেড়ে চলা জনসংখ্যার কারণে এ সব দেশে কিছুকাল পর বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে৷ অবসরপ্রাপ্তদের জীবন সহজ করে তুলতে তাই উপযুক্ত কাঠামো গড়ে তুলতে হবে৷
ছবি: Issouf Sanogo/AFP/GettyImages
শুধু দেখাশোনাই যথেষ্ট নয়
জার্মানির মতো সমৃদ্ধ দেশেও বয়স্কদের দেখাশোনার পর্যাপ্ত ব্যবস্থা নেই৷ ‘ওল্ড এজ হোম’ বা বৃদ্ধাবাস থাকলেও তার খরচ কম নয়৷ অবসর ভাতা কমে চলায় অনেক বৃদ্ধ মানুষ দারিদ্র্যের কবলে পড়ছেন৷
ছবি: Fotolia/Kzenon
বৃদ্ধ বয়সে দারিদ্র্যের বিপদ
দরিদ্র অঞ্চলে বিশেষ করে বয়স্ক নারীরা অনেক সময়ে বাধ্য হয়ে ভিক্ষা করতে বাধ্য হন৷ অনেক মানুষ সারা জীবন শুধু মাঠেই কাজ করেছেন, বেশি বয়সের জন্য সঞ্চয়ের সুযোগ পান নি৷ হাড়ভাঙা খাটুনি আর তাঁদের সহ্য হয় না৷ বয়স্কদের সংখ্যা বেড়ে চলায় এমন সমস্যা প্রকট হয়ে উঠছে৷
ছবি: picture-alliance/Lehtikuva/Hehkuva
বৃদ্ধদের বিপ্লব
সারা বিশ্বে বয়স্ক মানুষ ন্যায্য অবসর ভাতার দাবিতে প্রতিবাদ দেখাচ্ছেন৷ যেমন নিকারাগুয়ায় তাঁরা মাসে কমপক্ষে ৯০ মার্কিন ডলার পেনশনের দাবি জানাচ্ছেন৷
ছবি: REUTERS
বেশি বয়স পর্যন্ত কাজ
জাতিসংঘ তার সদস্য দেশগুলির উদ্দেশ্যে বয়স্ক মানুষের জন্য উপযুক্ত কাজ সৃষ্টি করার ডাক দিচ্ছে৷ চাকরি জীবন থেকে অবসর নেবার প্রচলিত ধারণায় পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মনে করে জাতিসংঘ৷ অনেক বয়স্ক মানুষ আজই ছোটখাটো ব্যবসা করছেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
10 ছবি1 | 10
এই অবস্থায় বঞ্চিত মানুষের সামনে দুটি পথ খোলা থাকে৷ হয় যতদিন সম্ভব কাজ করে যাওয়া, অথবা পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়া৷ দিনকাল কঠিন হয়ে পড়েছে৷ পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে৷ ফলে তাদের পক্ষেও আর আগের মতো পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না৷ বয়স্কদের হাত পাততে হচ্ছে তরুণ প্রজন্মের কাছে৷
আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের প্রিয় মডেল হলো ‘শর্তহীন আয়'৷ গরিব মানুষের সুরক্ষায় ল্যাটিন অ্যামেরিকার অনেক দেশে এই মডেল বেশ সফল হয়েছে৷ উগান্ডায় পরীক্ষামূলকভাবে তা প্রয়োগ করা হচ্ছে৷ ব্রিটেনের সহায়তায় এক ‘ক্যাশ ট্রান্সফার' কর্মসূচি চালানো হচ্ছে৷ মাসে মাত্র ১০ ডলার বেশি নয়৷ তবে সরকারের পক্ষে এর বেশি অর্থ দেওয়া সম্ভব নয়৷ ব্রাজিল বা ইকুয়েডর-এর মতো দেশের কোষাগারে যে অর্থ রয়েছে, আফ্রিকার বেশিরভাগ দেশের সামর্থ্য সে তুলনায় অনেক কম৷ তারা অনেকেই বিদেশি সহায়তার উপর নির্ভরশীল৷