1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গন্ডারের শিং

৭ মে ২০১২

লক্ষ্য হচ্ছে গন্ডারের শিং বা খড়্গ৷ এই শিং এখন সোনার চেয়ে দামি৷ ব্যবহার হয় সনাতনী ওষুধ প্রস্তুত করার কাজে৷ কিন্তু তাই বলে বন উজাড় করে মারা হবে গন্ডার? আফ্রিকায় গন্ডার বাঁচাতে চলছে লড়াই৷

ছবি: CC/Sabi Sabi Private Game Reserve

গন্ডার বাঁচানোর চেষ্টা চলছে গত কয়েক দশক ধরে৷ এক্ষেত্রে সাফল্যও আছে, কিন্তু চোরা শিকারিদের উৎপাতও থেমে নেই৷ এশিয়ার বুনিয়াদি ওষুধ প্রস্তুত করতে বাড়ছে গন্ডারের শিং-এর চাহিদা৷ তাই শিকারিরা সুযোগ পেলেই হত্যা করছে গন্ডার৷

সারা বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকায় গন্ডারের বসতি সবচেয়ে বেশি৷ এই প্রাণী রক্ষায় সেদেশে চেষ্টারও কমতি নেই৷ কিন্তু কিছুতেই যেন থামানো যাচ্ছে না চোরা শিকারিদের৷ বরং শিকারির হানায় গন্ডার নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ ২০০৭ সালে ১৩টি গন্ডার চোরা শিকারিদের কবলে পড়েছিল৷ গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪৮ এবং চলতি বছর ইতিমধ্যে দুই শতাধিক গন্ডার প্রাণ হারিয়েছে৷ কেনিয়া, জিম্বাবোয়েসহ অন্যান্য দেশে চোরাশিকারের সংখ্যা বাড়ছে বটে কিন্তু সেটা এত দ্রুত নয়৷

চলতি বছর ইতিমধ্যে দুই শতাধিক গন্ডার প্রাণ হারিয়েছেছবি: lion and rhino park

অবশ্য গন্ডার সংরক্ষণেও আফ্রিকার সাফল্য কম নয়৷ আফ্রিকায় বর্তমানে সাদা গন্ডারের সংখ্যা ২০,৭০০ অন্যদিকে কালো গন্ডারের সংখ্যা ৪,৮০০৷ কিন্তু চোরা শিকারিরা আফ্রিকার এই সাফল্যকে ক্রমশ ম্লান করে দেওয়ার চেষ্টায় মত্ত৷ এশিয়ার বুনিয়াদি ওষুধ শিল্পে গন্ডারের শিং-এর চাহিদা ব্যাপক৷ কালোবাজারে এই শিং-এর মূল্য সোনার চেয়ে বেশি৷ এক কেজি শিং সেখানে বিক্রি হয় ৫০ হাজার ইউরোতে৷

চীন একসময় ছিল এই শিং-এর মূল ক্রেতা দেশ৷ কিন্তু গন্ডারের শিং বিক্রির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানতে শুরু করেছে সেদেশ৷ ট্রাফিক নামক একটি মনিটরিং সংস্থার মুখপাত্র লু আনান-এর মতে, ‘‘চীনে এখন ওষুধ তৈরিতে শিং-এর ব্যবহার দূর্লভ৷ ১৯৯৩ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর থেকে সেদেশে এই শিং ব্যবহার কমে গেছে''৷

প্রশ্ন আসতে পারে, গন্ডারের শিং তাহলে এখন কোথায় বিক্রি হয়? উত্তর হচ্ছে ভিয়েতনাম৷ সেদেশে শিং-এর গুঁড়ো ব্যবহার করা হয় জ্বরের ওষুধ হিসেবে৷ শুধু তাই নয় যৌবন ধরে রাখতে এবং ক্যান্সার নিরাময়েও নাকি এই গুঁড়ো কার্যকর৷ বলাবাহুল্য গন্ডারের শিং-এর এই ব্যবহার বিজ্ঞানসম্মত নয়৷ এই শিং-এ রয়েছে বিপুল পরিমাণ কেরাটিন, যা মানুষের হাতের নখেও পাওয়া যায়৷ কিন্তু যুগ যুগ ধরে প্রচলিত এসব ওষুধের চাহিদা এখনো কমছে না৷ তাই বাড়ছে গন্ডারের শিংয়ের চাহিদা৷ চলছে চোরা শিকারিদের উৎপাত৷ এভাবে চলতে থাকলে একসময় পৃথিবীর বুক থেকে যে গন্ডার হারিয়ে যেতে পারে, এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম/এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ