1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব জনসংখ্যা দিবস

১১ জুলাই ২০১৩

বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে৷ বিশ্বের জনসংখ্যা বেড়ে চললেও তার বণ্টন কিন্তু সমান নয়৷ যেমন ইউরোপে জনসংখ্যা, বিশেষ করে তরুণদের সংখ্যা কমে চলায় অনেক সমস্যা দেখা যাচ্ছে৷

ছবি: Getty Images

জার্মানির হানোফার শহরের ফুটবল ক্লাবের স্টেডিয়ামের সামনে প্রায় তিন মিটার লম্বা বিশাল একটি ঘড়ি রয়েছে৷ এই ঘড়ি সময় দেখায় না, তাতে বিশ্ব জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হিসাব পাওয়া যায়৷ তাতে দেখা যাচ্ছে, বিশেষজ্ঞদের আগের হিসাব ঠিক নয়৷ প্রতি সেকেন্ডে গড়ে ২.৬ জন শিশু ভূমিষ্ঠ হচ্ছে৷ যা ঘণ্টায় ১৫৮ বা বছরে প্রায় ৮ কোটি ২৯ লক্ষ৷ অর্থাৎ, প্রতি বছর গোটা বিশ্বে যে হারে জনসংখ্যা বাড়ছে তা জার্মানির জনসংখ্যারও বেশি৷

পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় ৭১০ কোটি৷ সর্বশেষ পূর্বাভাষ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৬০ কোটি৷ যা ২০১১ সালের পূর্বাভাষের তুলনায় ২৫ কোটি বেশি৷ অর্থাৎ আজকের হিসাব আগামীকালও মিলছে না৷ ১৯৮৯ সালে জাতিসংঘ যখন প্রথম বার বিশ্ব জনসংখ্যা দিবস আয়োজন করেছিল, তখন বিশ্বের জনসংখ্যা ছিল ৫০০ কোটির মতো৷

পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় ৭১০ কোটিছবি: AP

জাতিসংঘের পূর্বাভাষে শুধু গোটা বিশ্বের জনসংখ্যার গতি-প্রকৃতি উঠে আসে না, শিল্পোন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে পার্থক্যও ধরা পড়ে৷ যেমন জনসংখ্যা বৃদ্ধির হার আফ্রিকা মহাদেশেই সবচেয়ে বেশি৷ আজ সেখানে প্রায় ১১০ কোটি মানুষের বসবাস৷ চলতি শতাব্দীর শেষে, অর্থাৎ ২১০০ সালে সেই সংখ্যা নাকি বেড়ে দাঁড়াবে ৪২০ কোটি৷

অন্যদিকে ইউরোপের জনসংখ্যা কমে চলেছে৷ প্রায় সব শিল্পোন্নত দেশই এই সমস্যার সম্মুখীন হচ্ছে৷ তবে কিছুটা আশার আলোও দেখা যাচ্ছে৷ যেমন ডেনমার্ক, ফ্রান্স ও সুইডেন এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়ে সুফল পাচ্ছে৷ বিশেষ করে নারীরা যাতে সন্তান ধারণ করেও নিজেদের পেশায় অসুবিধার মুখে না পড়েন, সমাজ তা নিশ্চিত করতে পারলে জনসংখ্যার পড়তি হার মোকাবিলা করা সম্ভব৷

গোটা বিশ্বে জনসংখ্যা বাড়ার কারণগুলিও উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে৷ উন্নয়নশীল দেশের নারীদের একটা বড় অংশ জন্ম নিয়ন্ত্রণের সুযোগ থেকে বঞ্চিত৷ ফলে পরিকল্পনা না থাকলেও শিশুর জন্ম হচ্ছে৷ একটি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় আট কোটি নারী নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গর্ভবতী হয়ে পড়ে৷ অন্যদিকে চিকিৎসার উন্নতি ও তার সুযোগ বেড়ে চলায় আয়ু বাড়ছে৷ ফলে মৃত্যুর হার কমছে৷ আজ বিশ্বের গড় আয়ু প্রায় ৭০, শিল্পোন্নত বিশ্বে প্রায় ৮২৷

এই প্রবণতার নানা দিক রয়েছে৷ খাদ্য উৎপাদনের হার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে না পারায় অনাহারের শিকার হচ্ছে অনেক মানুষ৷ শহরমুখী অভিবাসনের ফলে বাসস্থানের অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ