1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার জন্য ‘মাস্টার প্ল্যান' দরকার

ইভেটা অনড্রুসকোভা/জেডএইচ২ মে ২০১৫

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে শরণার্থীদের প্রাণ যাওয়া কীভাবে প্রতিহত করা যায়? জার্মান সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য চার্লস এম. হুবার মনে করেন, এর জন্য পাচারকারীদের রোখা ও অবৈধ চাকরির ব্যবস্থা বন্ধ করতে হবে৷

Gambia Flüchtlinge
ছবি: STR/AFP/Getty Images

ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান আফ্রিকা বিষয়ে সরকারি সিডিইউ/সিএসইউ দলের পার্লামেন্টারি গ্রুপের মুখপাত্র হুবার৷ ২০১৩ সাল থেকে তিনি জার্মান সংসদের সদস্য৷ ৫৮ বছর বয়সি হুবারের বাবা আফ্রিকার দেশ সেনেগালের একজন কূটনীতিক আর মা জার্মানির বাভারিয়া রাজ্যের বাসিন্দা৷

ডিডাব্লিউ: আফ্রিকা থেকে শরণার্থীদের ইউরোপে আসা ঠেকাতে কি বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন?

চার্লস এম. হুবার: প্রশ্ন এটা নয় যে, কীভাবে বৈধ অভিবাসনের ব্যবস্থা করা যায়, বরং অবৈধ মানব পাচারকারীদের কীভাবে দমন করা যায় সেটা ভাবতে হবে৷ কারও প্রতি সমব্যথী হয়ে শুধু বললে হবে না যে, ‘‘ঠিক আছে, আমাদের গরিবদের সহায়তা করতে হবে৷'' বরং ‘‘আমাদের প্রথমে তাদের সঞ্চয় বাঁচাতে হবে৷'' আমরা তিন থেকে পাঁচ হাজার ইউরো ফি-এর কথা বলছি৷ আফ্রিকার একজন মধ্যম আয়ের মানুষের কাছে তিন হাজার ইউরো মানে এক থেকে তিন হাজার দিন কাজ করা৷ যাঁরা সাগর পাড়ি দেয়ার জন্য তিন থেকে পাঁচ হাজার ইউরো খরচ করতে পারেন, তাঁরা, যাঁরা পরের দিনের খাবারেরই ব্যবস্থা করতে পারেন না, তাঁদের মতো নন৷

আরেকটি বিষয় হলো, আমরা আফ্রিকা থেকে যত বেশি অভিবাসী গ্রহণ করবো, ততই তারা আমাদের এখানে লোক পাঠাতে থাকবে৷ এর মাধ্যমে পাচারকারীরা আরও বেশি অর্থ আয় করতে পারবে৷

জার্মান সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য চার্লস এম. হুবার

পাচারকারীদের কীভাবে প্রতিহত করা সম্ভব?

এটা এভাবে হতে পারে৷ বর্তমানে আমরা শুধু আমাদের উপকূলীয় এলাকায় বিপদে পড়া শরণার্থীদের সহায়তা করতে নজরদারির ব্যবস্থা করেছি৷ কিন্তু আফ্রিকা থেকে যাত্রা শুরুর পরই তো অনেক সময় শরণার্থীরা মারা যাচ্ছেন৷ তাই নজরদারিটা যদি আফ্রিকার দেশগুলোর সীমানার তিন মাইলের মধ্যে করা যেতে পারে তাহলে ভালো হয়৷

শরণার্থী সংকটের বর্তমান যে অবস্থা তার জন্য শুধু ইউরোপ দায়ী নয়৷ আফ্রিকার দেশগুলোরও তো কিছু করার আছে৷ তারা কী করতে পারে?

আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য একটি ‘মাস্টার প্ল্যান' দরকার৷ এ লক্ষ্যে আমাদেরও আফ্রিকার সরকারগুলোর সঙ্গে বসে একটি পরিকল্পনা তৈরি করতে হবে৷

‘মাস্টার প্ল্যান' তৈরিতে জার্মানি কীভাবে সহায়তা করতে পারে?

জার্মানি তথা ইউরোপের বেসরকারি খাত যেন আফ্রিকায় বিনিয়োগ করতে আগ্রহী হয় সে চেষ্টা করতে হবে৷ ওদিকে আফ্রিকা সরকারগুলোকে তাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল করার দিকে মনোযোগ দিতে হবে যেন বিদেশি বিনিয়োগকারীরা সেখানে যেতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ