1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকায় এআই প্রয়োগ করে চাষের সুবিধা

১৯ জুলাই ২০২৪

এআই প্রযুক্তি ও ড্রোনের কথা শুনলে উন্নত বিশ্বে ব্যয়বহুল কোনো উদ্যোগের কথা মনে হয়৷ কিন্তু আফ্রিকায় চাষিদের সহায়তা করতে এবং জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেও সেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷

ড্রোন উড়াচ্ছেন ঘানার একজন উদ্যোক্তা
ঘানার রাজধানী আক্রায় প্রযুক্তি বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষানিরীক্ষা করে কৃষিক্ষেত্রের উপর জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলার পথ খুঁজছেনছবি: Isaac Kaledzi/DW

এক ড্রোন ভুট্টা চাষের জন্য ক্ষেত প্রস্তুত করছে৷ এরিয়াল স্প্রেয়িং করতে মাত্র এক ঘণ্টা সময় লাগে৷ সেই অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়া একই কাজের জন্য চার জন মানুষ ও অনেক ঘণ্টার প্রয়োজন হতো৷

চাষি হিসেবে দেলা বেদিয়া এই প্রথম এআইভিত্তিক ড্রোন ব্যবহার করলেন৷ ফসলের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা করছেন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘লাঙন চালানোর পর আমরা ন্যাপস্যাক ব্যবহার করে স্প্রে করি৷ কিন্তু আমরা লক্ষ্য করলাম যে, স্প্রে দেওয়ার কাজের শেষে অনেক জায়গায় স্প্রে বা রাসায়নিক পড়েইনি৷ প্রযুক্তি আমাদের চোখ খুলে দিয়েছে৷''

মার্সেলুস মার্টি ‘প্রিসিশন সলিউশনস' সংস্থায় কাজ করেন৷ সেই কোম্পানির এআই-ভিত্তিক ড্রোন ঘানায় এখনো বিরল৷ এমন হাই-টেক সমাধানসূত্র সবে চালু হতে শুরু করেছে৷ অথচ সেগুলি চাষিদের সময় ও অর্থের সাশ্রয় করতে পারে৷ মার্সেলুস বলেন, ‘‘চাষিরা প্রথমেই ভেবে বসেন, যে আকাশে ওড়ে বলে সেটা নিশ্চয় দামী৷ যেখানে জলবায়ুর সমস্যা রয়েছে, সেখানে চাষিরা এই প্রযুক্তি গ্রহণ করছেন৷ তবে চাষিদের বোঝাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে৷ হাতেনাতে সব করে দেখিয়ে তাদের এই প্রণালীর সঙ্গে মানিয়ে নেওয়ার পথ দেখানো হচ্ছে৷''

দেশের পূর্বাঞ্চলে আফরাম প্লেন্স জেলা গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান অঞ্চল৷ ভুট্টাই প্রধান শস্য এবং দেশের অন্যতম প্রধান খাদ্য৷ ঘানায় বছরে ৩০ লাখ টনেরও বেশি ভূট্টা উৎপাদন করা হয়৷

ঘানায় চাষে এআই

04:28

This browser does not support the video element.

কিন্তু একাধিক হুমকির কারণে দীর্ঘমেয়াদী ভিত্তিতে দেশের খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন৷ খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ওসেই ওয়ুসু-আগিয়েমান বলেন, ‘‘হুমকি সত্যি বাস্তব কারণ ঘানা ও সংলগ্ন অঞ্চলের দিকে নজর দিলে বুঝবেন, যে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এসে পড়েছে৷ প্রথমত জনসংখ্যা বৃদ্ধি, তার উপর জলবায়ু পরিবর্তন জলবায়ুর পরিবর্তনশীলতার উপর প্রভাব ফেলছে৷''

ঘানার রাজধানী আক্রায় প্রযুক্তি বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষানিরীক্ষা করে কৃষিক্ষেত্রের উপর জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলার পথ খুঁজছেন৷

জার্মানির জিআইজেড উন্নয়ন সংস্থার সহায়তায় ডার্লিংটন আকোগো এক কর্মসূচি সৃষ্টি করেছেন, যার আওতায় ড্রোনের সাহায্যে কাজু প্ল্যান্টেশনের উপর নজর রাখা হচ্ছে৷ তিনি মনে করেন, ‘‘এমনকি মাঝারি মাপের ফার্ম থাকলেও নিজের হাতে সব কাজের চেষ্টা করা বৃথা৷ সামনে গাছ দেখতে পেলেও উপরে কী যে হচ্ছে, তা দেখা যায় না৷ ফলে উপর থেকে কোনো রোগ ছড়িয়ে পড়লে সেটা সব কিছুর উপর হামলা চালাবে৷ আপনি কিছুই টের পাবেন না৷ কিন্তু আমরা এক ড্রোন ব্যবহার করছি৷ আমরা পেছনের নির্দিষ্ট গাছ দেখিয়ে বলতে পারি, যে সেটি আক্রান্ত হয়েছে৷''

ড্রোন গাছের ছবি তোলে৷ কাডি-এআই নামের সফ্টওয়্যার সেই ছবি বিশ্লেষণ করে৷ কোথায় কোন গাছে রোগ ধরেছে, সেই প্রোগ্রাম সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে৷ রোগ ছড়িয়ে পড়ার আগেই চাষি দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেন৷ ডার্লিংটন আকোগো বলেন, ‘‘এআই সিস্টেম রোগ ও কীটপতঙ্গের মাত্রা অনুযায়ী গাছ অথবা জমিগুলিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে৷ কারণ ফার্মে রোগের প্রত্যেক লক্ষণের পেছনে ধাওয়া করা আপনার পক্ষে সম্ভব নয়৷ আগেভাগে রোগ ও কীটপতঙ্গ শনাক্ত করাই মূল বিষয়৷ আগেই ধরে ফেলে সেই ধাক্কা সীমিত রাখতে পারলে ফসল বাঁচানো সম্ভব৷''

প্রযুক্তি অন্যান্য সুবিধাও দিতে পারে৷ অ্যালফ্রেড কুয়াইনর ‘প্রিসিশন সলিউশন্স' সংস্থার অন্যতম সহ প্রতিষ্ঠাতা৷ সংস্থার প্রযুক্তি এআই ব্যবহার করে গাছের বৃদ্ধি মনিটর করে৷ চাষিরা নিজেরাই সেই তথ্যের নাগাল পায়৷ বিশাল পারিশ্রমিক দিয়ে তাদের আর বিশেষজ্ঞ আনার প্রয়োজন হচ্ছে না৷

আইজ্যাক কালেদজি, ইয়ুর্গেন শ্নাইডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ