1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকায় কাজ করে চলেছে ‘হোমিওপ্যাথি উইদআউট বর্ডার্স’

১৫ জুন ২০১১

ডক্টরস উইদআউট বর্ডার্স’এর পাশাপাশি, আফ্রিকার সিয়েরা লিওনের মানুষরা খুঁজে পেয়েছে আরেকটি সংস্থা ‘হোমিওপ্যাথি উইদআউট বর্ডার্স’৷ প্রাকৃতিক উপায়ে মানুষদের সেবা দেওয়া হচ্ছে৷ গ্রামে গ্রামে চলছে হোমিওপ্যাথির চিকিৎসা৷

চলছে ওষুধ দেওয়াছবি: picture-alliance/dpa

ওরেহ মাকানক্রি তাঁর বাড়িতে বসে রোগীদের সঙ্গে কথা বলছে৷ ঘন্টার পর ঘন্টা ৪০ ডিগ্রি সেলসিয়াসে বসে রোগীদের সঙ্গে এই কথা বলা৷ ওরেহ মাকানক্রিনের চিকিৎসা পদ্ধতি দেখছে দুই জন জার্মান৷ এরাও প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ে বিশ্বাসী, এরা হোমিওপ্যাথি চিকিৎসক৷ ক্রিস্টিনা লট্স এবং রেনাটে ব্লুম৷ তারা দেখছেন এবং কথা বলছেন রোগীদের সঙ্গে৷

রেনাটে ব্লুম বললেন, ‘‘এদের রোগ কবে থেকে শুরু হয়েছে বেশ পরিষ্কারভাবে তা বলছে, বোঝা যাচ্ছে৷ তারা খুব স্পষ্ট মনে রেখেছে প্রতিটি রোগের লক্ষণগুলো৷ আমরা দেখে খুবই অবাক হয়েছি যে, হোমিওপ্যাথি কীভাবে এদের রোগ নিরাময় করছে৷ এখানকার মানুষরা প্রকৃতির খুব কাছে বসবাস করে দেখেই প্রকৃতির ওপর অগাধ বিশ্বাস এদের৷ আর এ কারণেই অসুস্থ হলে সবার আগে প্রকৃতির কাছে এরা ফিরে যায়৷''

হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হানেমানছবি: picture-alliance/ZB/H. Wiedl

হোমিওপ্যাথির ওপর অগাধ বিশ্বাস

সিয়েরা লিওনের অসংখ্য গ্রামে পানি বা বিদ্যুৎ সংযোগ নেই৷ বলা বাহুল্য, রোগব্যাধি আছে এবং তা সহজেই দ্রুত ছড়িয়ে পড়ছে৷ বিশেষ করে ম্যালেরিয়ার মত রোগ৷ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন গ্রামের এক বৃদ্ধ উসমান ডাও৷ তাকে নিয়ে যাওয়া হয়েছে হোমিওপ্যাথির ডাক্তারের কাছে৷ তাকে বলা হয়েছে, এই সাদা রঙের মিষ্টি বড়িগুলো খেলে অসুখ ভাল হয়ে যাবে৷ শরীরে জোর ফিরে আসবে৷

উসমান ডাও'এর কথায়, ‘‘আমি যখন সাদা রঙের মিষ্টি বড়িগুলো খাওয়া শুরু করলাম এর কয়েক দিন পর থেকেই আমার শরীর অনেকটা ভাল হয়ে গেল৷ আমার জ্বর নেমে গেল৷ আমি মাঠে আবারো কাজ শুরু করলাম৷ আর কোন সমস্যা হয়নি৷ আমি এখনো সুস্থ৷''

ক্রিস্টিনা লট্স নজর রাখছিলেন হোমিওপ্যাথির ওষুধ খাওয়ার কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা৷ দেখা গেছে কোন রোগীই কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছে না৷ কোন ধরণের অভিযোগও শোনা যাচ্ছে না৷ এর মধ্যে সিয়েরা লিওনের স্বাস্থ্যমন্ত্রী হোমিওপ্যাথির গুণ দেখে মুগ্ধ৷ হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের হোমিওপ্যাথি চিকিৎসার ওপর প্রশিক্ষণও দেয়া হচ্ছে৷

দ্রুত কাজ করে হোমিওপ্যাথি

ক্রিস্টিনা লট্স জানান, ‘‘হোমিওপ্যাথি ম্যাজিকের মত কাজ করছে৷ কেউ যখন দেখে কীভাবে এই ওষুধ রোগ সারাচ্ছে, এই ওষুধের ক্ষমতা কতটুকু –তখন এই ওষুধের ওপর যে কারো পুর্ণ আস্থা আসতে বাধ্য৷ আমি এর আগে অনেক ওষুধ নিয়ে কাজ করেছি কিন্তু এই হোমিপ্যাথি পাওয়ার সব ছেড়ে দিয়েছি৷ হোমিওপ্যাথির সঠিক ব্যবহারবিধি জানলে এটা সত্যিই সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি৷''

তবে যারা চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছে হোমিওপ্যাথির ওপর তাদের আস্থা নেই৷ কেননা আধুনিক বিজ্ঞান হোমিওপ্যাথির কার্যকারিতা এবং ক্ষমতার কোন ব্যাখ্যা পায়নি৷ ডক্টর্স উইদআউট বর্ডার্স -এর যে সব কর্মী সিয়েরা লিওনে কাজ করছে তারাও হোমিওপ্যাথির এসব গুণ দেখে প্রভাবিত নয়৷ প্রভাবিত নয় প্যারিসের পাস্তর ইন্সটিটিউট, এমনকি বিশ্বস্বাস্থ্য সংস্থাও৷ ক্রিস্টিনা লট্স হোমিওপ্যাথির সমালোচকদের বেশ ভালকরেই চেনেন৷ প্রায়ই তিনি শোনেন হোমিওপ্যাথির গ্লোবুল্সগলো ‘ফাঁকি' ছাড়া আর কিছুই নয়৷ অথচ এগুলো এক ধরণের ট্যাবলেট আর এই ট্যাবলেটগুলোই কাজ করে৷

হোমিওপ্যাথির সীমাবদ্ধতা

লট্স আরো বললেন, ‘‘হোমিওপ্যাথি নিয়ে যার যা খুশি তা সে বলতে পারে৷ কে কি বলল তা নিয়ে আমি একেবারেই মাথা ঘামাচ্ছি না৷ আফ্রিকার সাধারণ মানুষরা চিকিৎসার জন্য হোমিওপ্যাথি ওষুধ সেবন করছে কারণ তারা জানে এবং দেখেছে যে এই ওষুধ তাদের রোগ সারাচ্ছে৷ আজ সকালে একজন মহিলা বেশ কিছু সমস্যা নিয়ে হাজির হয়েছিল আমার কাছে৷ আমি তাঁকে ওষুধ দিয়েছি৷ দিনের শেষে সে একবার এসে বলে গেছে পেটে ব্যাথা যেটা ছিল তা একেবারেই নেই৷ এর চেয়ে দ্রুত আর কোন ওষুধ কি কাজ করছে? আমার মতে নেই৷ হোমিওপ্যাথির গুণ আমাকে মুগ্ধ করেছে৷''

তবে হোমিওপ্যাথ চিকিৎসারও সীমাবদ্ধতা রয়েছে, জানান লট্স৷ যেমন কেউ যদি কোন ধরণের দুর্ঘটনার শিকার হয় অথবা যদি কারো ডায়াবেটিস বা এইডস ধরা পড়ে সেখানে হোমিওপ্যাথি সাহায্য করতে পারবে না৷ জার্মানিতে হোমিওপ্যাথির জন্ম এবং তা ছড়িয়ে পড়েছে আফ্রিকা অবধি৷ উসমান ডাও পুরোপুরি বিশ্বাস করেন হোমিওপ্যাথি তার ম্যালেরিয়া রোগ সারিয়েছে৷ তিনি জানান, ‘‘হোমিওপ্যাথি কার্যকর, চিকিৎসকরা ভালমত কাজ করে গেছে৷ আমাকে সারিয়ে তুলেছে৷ আমি আশা করছি তারা তাদের ওষুধপত্র নিয়ে আরেকবার আসবে এবং আর ফিরে যাবে না৷ আমাদের চিকিৎসা করবে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ