1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকায় দুর্ভিক্ষ, জার্মানির উৎকণ্ঠা

১৩ মার্চ ২০১৭

আফ্রিকায় ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ইউরো ত্রাণের আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷ জাতিসংঘ বলছে, সোমালিয়া এবং দক্ষিণ সুদানসহ আফ্রিকার চারটি দেশের ২ কোটি মানুষ অনাহারে রয়েছে৷

Hungersnot in Jemen
ছবি: picture alliance/dpa/Unicef/NOTIMEX

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে অবিলম্বে তারা এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেন৷ রবিবার তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ত্রাণ দিতে দেরি করে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ অনাহারে থাকবে৷

এরইমধ্যে জার্মানির এই নেতা জাতিসংঘকে অঙ্গীকার করেছেন, আফ্রিকাতে জার্মানির যে পরিমাণ ত্রাণ দেয়ার কথা ছিলো, তা দ্বিগুণ করবে তারা৷ এছাড়া গাব্রিয়েল অন্যান্য দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যাতে তারা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেন৷ এছাড়া দাতা সংস্থাগুলোর সঙ্গে এ ব্যাপারে আরও বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি৷

অবিলম্বে জরুরি ত্রাণ:

গত সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধি ও' ব্রায়ান জানান, কেনিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং ইয়েমেনে এখনই ব্যবস্থা নেয়া না হলে অনাহারে বহু মানুষের মৃত্যু হবে৷ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে তিনি সবার প্রতি আহ্বান জানান৷ বলেন, ‘‘নষ্ট করার মতো সময় নেই৷ শিশুরা মারা যাচ্ছে, এমন ছবি দেখার অপেক্ষা করার কোনো মানে হয় না৷ এই চারটি দেশের একটা জিনিসে মিল আছে, আর তা হলো সংঘাত৷ তাই মহা বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে৷''

গত সপ্তাহে সোমালিয়া সফরের সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সেদেশের বিপর্যয় এড়াতে ৮২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার আহ্বান জানান৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, সোমালিয়া মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে এবং তারা ত্রাণের উপর বেঁচে আছে৷ গত দু'মাসে কলেরায় আক্রান্ত ৮ হাজার রোগীর চিকিৎসা চলছে৷ এর প্রধান কারণ বিশুদ্ধ পানির অভাব৷

অন্যদিকে জাতিসংঘ বলছে, দক্ষিণ সুদানে ১০ লাখ মানুষ অনাহারে রয়েছে৷ ৫৫ লাখ মানুষ ত্রাণের উপর নির্ভর করে বেঁচে আছে৷ এদিকে, ত্রাণ সংস্থাগুলো সরকারের সমালোচনা করে বলছে, ত্রাণ কর্মীদের ‘ওয়ার্কিং ভিসার' ফি বাড়িয়ে দিয়েছে দক্ষিণ সুদান সরকার৷ আগে যা ছিল ৩০০ মার্কিন ডলার, তা এখন বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ সংকটময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে দক্ষিণ সুদান সরকার৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ