1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু আত্মঘাতী বোমা হামলাকারী

১৭ এপ্রিল ২০১৬

নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদে শিশু আত্মঘাতী বোমা হামলাকারী ১১ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ৷ জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থার মতে, ইসলামি জঙ্গি সংগঠনগুলো ভুল বুঝিয়ে আত্মহনন ও ধ্বংসের পথে টেনে নিচ্ছে শিশুদের৷

আলেপ্পো বিমান অভিযান 15.12.2013
ছবি: Reuters

ইউনিসেফ-এর প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার ঐ তিন দেশে ২০১৪ সালে যেখানে মাত্র চারজন শিশু আত্মঘাতী বোমা হামলাকারী ছিল, ২০১৫ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪৪৷ ইউনিসেফ-এর পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলের পরিচালক মানুয়েল ফন্টেইন এক সংবাদ সম্মেলনে জানান, শিশুদের ভুল বুঝিয়ে অথবা জোর করে আত্মঘাতী বোমা হামলাকারী বানানো হচ্ছে৷

ইউনিসেফ-এর প্রতিবেদন বলছে, ২০১৫ সালে যে ৪৪ জন শিশু আত্মঘাতী বোমা হামলায় অংশ নিয়েছে তাদের মধ্যে ২১ জন নাইজেরিয়ার, ২১ জন ক্যামেরুনের এবং বাকি ২ জন চাদের৷ মোট ৪০টি হামলায় অংশ নিয়েছে এই ৪৪ জন শিশু৷ আত্মঘাতী বোমা হামলায় অংশ নেয়া শিশুদের শতকরা ৭৫ ভাগ মেয়ে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

এমনিতে নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদে সন্ত্রাসী হামলা ব্যাপক হারে বেড়েছে৷ ২০১৪ সালে এই তিন দেশে মোট ৩২টি হামলা হয়েছিল, সেখানে ২০১৫ সালে হয়েছে ১৫১টি৷

নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদে বোকো হারাম খুব শক্তিশালী৷ ইসলামি জঙ্গি সংগঠনটি সে অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে৷ ইউনিসেফ অবশ্য এ জন্য সরকারগুলোর জঙ্গিবাদবিরোধী তৎপরতার অভাবকেও দায়ী করেছে৷

দু'বছর আগে নাইজেরিয়ার এক স্কুল থেকে ২০০ অমুসলিম কিশোরীকে অপহরণ করে বোকো হারাম৷ তাদের উদ্ধারে এখনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ার জন্য নাইজেরিয়া সরকারের কঠোর সমালোচনা করেছে ইউনিসেফ৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ