1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার জন্য পেনশন!

সেবাস্টিয়ান মার্টিনেয়াউ / আরবি৩ জুলাই ২০১৩

জনসংখ্যাবিদ ভালেরি গোলাজ উগান্ডায় বসবাস করেন৷ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক স্টাডির সমীক্ষা ‘আইএনইডি’-তে অন্যান্যদের সঙ্গে কাজ করেন তিনি৷ তাঁদের কথায়: ‘‘আফ্রিকায় বেশিরভাগের জন্য অবসর ভাতার ব্যবস্থা নেই৷’’

ছবি: Gerald Henzinger

এই সমীক্ষায় গবেষকরা খতিয়ে দেখার চেষ্টা করেছেন, আফ্রিকার দেশগুলি বার্ধক্যজনিত চ্যালেঞ্জগুলিকে কীভাবে মোকাবেলা করছে৷ তাঁরা জানান যে, মহাদেশটির উত্তরের দেশগুলিতে বড় ধরনের একটা অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছে৷ কিন্তু সেসব দেশেও অল্পসংখ্যক মানুষ পেনশন ভোগ করেন, বলেন আইএনইডির গবেষক ভালেরি গোলাজ ৷ সাহারার দক্ষিণের দেশগুলিতে পেনশন ব্যবস্থার তেমন কোনো কাঠামোই গড়ে ওঠেনি৷ ‘‘কিছু সরকারি ও বেসরকারি বিভাগে পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ তাও আবার অল্প সংখ্যক মানুষের জন্য৷''

এছাড়া পুরুষ ও নারীর মধ্যেও রয়েছে বড় পার্থক্য৷ সমীক্ষায় দেখা গেছে, তিউনেশিয়ায় ষাটোর্ধ্ব পুরুষদের ৩০ শতাংশ পেনশন পান৷ অন্যদিকে, এই বয়সি নারীদের মধ্যে মাত্র ৩ শতাংশ অবসরভাতা ভোগ করে থাকেন৷

সরকারি পেনশনের ব্যবস্থা

১৯৬০-এর দশক থেকে আফ্রিকার অধিকাংশ দেশই সরকারি পেনশন চালু করার চেষ্টা করে যাচ্ছে৷ এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমসংস্থার মতো প্রতিষ্ঠানগুলি সহায়তা দিচ্ছে৷

কিন্তু আফ্রিকার অনেক দেশেই কার্যকরী ও সংগঠিত কোনো কর্তৃপক্ষ নেই৷ ফলে বিশেষ করে পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার দেশগুলিতে ১০ শতাংশেরও কম প্রবীণ ব্যক্তি অবসরভাতা পান৷ মরিশাস, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার অবস্থা তুলনামূলকভাবে অনেকটা ভালো৷

অবসরভাতা ছাড়া বর্ষীয়ানদের কষ্টেসৃষ্টে জীবন কাটাতে হয় সেখানে৷ শারীরিক ও মানসিক দিয়ে একেবারে ভেঙে পড়া না পর্যন্ত কাজ করতে হয় তাঁদের, নয়ত পরিবারের সাহায্য সহযোগিতার ওপর নির্ভর করতে হয়৷ কিন্তু পরিবারের লোকজনও এখন সহজে পাশে এসে দাঁড়াতে পারছে না৷ কেননা ভৌগোলিক দিক দিয়ে অনেক সময় দূরে বসবাস করতে হয় তাদের৷ কিংবা তরুণ প্রজন্মের অনেকেরই নিজেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়৷ এছাড়া আফ্রিকায় বৃদ্ধ মানুষের সংখ্যাও বেড়ে চলেছে৷

প্রবীণদের সংখ্যা বৃদ্ধি

জাতিসংঘের ধারণা অনুযায়ী, আগামী ৪০ বছরে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা চার গুণ বৃদ্ধি পাবে৷ এই সব মানুষকে সাহায্য করার জন্য আফ্রিকার দেশগুলিতে একটি মডেল নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে৷ আর তা হলো, ‘নিঃশর্তে ন্যূনতম আয়'-এর ব্যবস্থা করা৷ এই মডেলটি ল্যাটিন অ্যামেরিকার দেশগুলিতে বেশ সফল হয়েছে৷ এতে অক্ষম সব মানুষের জন্য সরকারি ভাতা বা আয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে৷

এই মডেলটি নিয়ে এখন উগান্ডায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ পেনশনের দিক দিয়ে আফ্রিকার সবচেয়ে কাহিল দেশ এটি৷ ৬৫ উর্ধ্ব ব্যক্তি ও আহতদের জন্য যে পেনশনের ব্যবস্থা রয়েছে তাও খুব সামান্য, মাসে ১০ ডলারের মতো৷ কিন্তু পেনশনভোগীর সংখ্যা বা অর্থের পরিমাণ বাড়ানোর মতো সামর্থ্য দেশটির নেই৷

বেসরকারি পেনশন

এখন দেখা যাক বেসরকারি পেনশনের ক্ষেত্রে অবস্থাটা কীরকম? বড় বড় জীবনবিমা কোম্পানিগুলি আফ্রিকার বাজারের দিকে এখনও নজর দেয়নি৷ বলেন, আন্তর্জাতিক শ্রমসংস্থা,আইএলওর সামাজিক বিমাবিষয়ক সমন্বয়কারী থারসিস কানাগু৷ তার বদলে এক ধরনের ‘অতিরিক্ত পেনশনের' ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে৷ যাকে কর্মপ্রতিষ্ঠানের পেনশনও বলা যেতে পারে৷ ‘‘তবে মালিকপক্ষ এই পেনশনের ব্যাপারে উদ্যোগ নেয়নি৷ বরং এগিয়ে আসছে ট্রেড ইউনিয়নগুলি৷ তারা মালিকপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে দরকষাকষি করছে৷'' জানান থারসিস কানাগু৷

জাতিসংঘের ধারণা অনুযায়ী, আগামী ৪০ বছরে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা চার গুণ বৃদ্ধি পাবেছবি: picture-alliance/dpa

স্বাস্থ্য রক্ষ্যায় প্রয়োজন অর্থ

আইএলও মনে করে, প্রবীণভাতা ও সামাজিকবিমার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ এই দুটি বিষয়কে আলাদা করে দেখা যায় না৷ কারো নির্দিষ্ট আয় থাকলে সে মৌলিক চাহিদাগুলি বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে অর্থ ব্যয় করবে৷ অন্যদিকে স্বাস্থ্য ভালো রাখতে হলে অর্থেরও প্রয়োজন৷ প্রবীণরা সেবাখাতে খরচ করতে গিয়ে যাতে দারিদ্র্যের কবলে না পড়েন সে জন্য আইএলও স্বাস্থ্যখাতে ব্যয়ভার কমানোর নানা রকম উপায় বের করার চেষ্টা করছে৷ এটা করা যেতে পারে জাতীয় বিমা সিস্টেম কিংবা কমিউনিটি অ্যাসোসিয়েশন বিমার মাধ্যমে৷ শেষেরটির বেলায় বেশ বড় সাফল্য দেখা গিয়েছে৷ বিশেষ করে সেনেগাল, বেনিন কিংবা রুয়ান্ডায়৷

এই পদ্ধতিতে বিমা-সংঘের মাত্র ১০ থেকে ২০ শতাংশ সদস্যকে প্রতি বছর সেবাখাতে অর্থ ব্যয় করতে হয়৷ তবে পর্যাপ্ত ও বিশেষ করে প্রবীণদের উপযোগী আধুনিক সেবা সার্ভিস এখনও গড়ে ওঠেনি আফ্রিকায়৷ বিশেষজ্ঞ চিকিত্সকদের দেখা মেলে শুধু বড় বড় শহরগুলিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ