1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকা কাপে অনেক আশা-নিরাশার দোলা

৩ ফেব্রুয়ারি ২০১২

ইকোয়েটোরিয়াল গিনি ভাবছে, কি বিপদ! শনিবার কোয়ার্টার ফাইনালে একেবারে বাঘের মুখে: আইভরি কোস্টের সঙ্গে খেলা৷ অন্যদিকে জাম্বিয়া ১৬ বছর পরে আবার সেমিফাইনালে যাবার স্বপ্ন দেখছে৷

আফ্রিকা কাপে টিউনিশিয়া বনাম গাবন’এর ম্যাচছবি: dapd

খেলা হবে ইকোয়েটোরিয়াল গিনির মালাবো'র স্টেডিয়ামে৷ একদিকে আইভরি কোস্ট, যাদের দলে ইংলিশ প্রিমিয়ার লিগের রথী-মহারথীরা থিক থিক করছে: কোলো ভাইয়েরা, ম্যানচেস্টার সিটির ইয়াইয়া টুরে, চেলসি'র ডিডিয়ার ড্রোগবা এবং সালোমন কালু, আর্সেনালের গের্ভিনিও৷ অন্যদিকে ইকোয়েটোরিয়াল গিনির একটিও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় নেই৷

আইভরি কোস্ট সুদান, বুর্কিনা ফাসো এবং অ্যাঙ্গোলা'কে হারিয়েছে কোনোরকম বেগ না পেয়ে৷ ইকোয়েটোরিয়াল গিনি লিবিয়া এবং সেনেগালকে চমকে দিয়ে শেষমেষ হারে গ্রুপ-বিজয়ী জাম্বিয়ার কাছে৷ আইভরি কোস্ট অ্যাঙ্গোলার বিরুদ্ধে তাদের ‘বি' টিমের ন'জন প্লেয়ারকে নামিয়েছিল৷ কিন্তু সেমিফাইনালের এতো কাছে এসে কোচ ফ্রঁসোয়া জাহুয়ি'র মশা মারতে কামান দাগতেও কোনো দ্বিধা নেই৷

আফ্রিকা মহাদেশে বিপুল সাড়া তোলে এই আফ্রিকা কাপছবি: dapd

ওদিকে শনিবার সুদানকে হারাতে পারলে জাম্বিয়া ১৬ বছর পরে আবার আফ্রিকান কাপের সেমিফাইনালে যাবে৷ এবং ‘চিপোলোপোলো' বা ‘কপার বুলেট'-দের কোচ এর্ভ্ রেনার বলে দিয়েছেন, অন্তত সেমিফাইনালে ওঠা চাই৷ ১৯৯৬ সাল যাবৎ জাম্বিয়া পাঁচবার ফার্স্ট রাউন্ডেই বিদায় নিয়েছে৷ আর বছর দুয়েক আগে ঐ কোচ রেনার'এর কল্যাণে তারা অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছায়৷

এবার তারা ফেবারিট সেনেগাল'কে হারিয়েছে ২-১ গোলে৷ তারপর কাদামাঠে খেলে লিবিয়ার সঙ্গে অন্তত ড্র করতে পেরেছে৷ ইকোয়েটোরিয়াল গিনিকে তারা হারায় ১-০ গোলে৷ কিন্তু পরের সপ্তাহান্তে গাবোঁ'য় আফ্রিকান কাপ জেতার জন্য তারা আকুল অন্য একটা কারণে৷ ১৯৯৩ সালে তাদের গোটা জাতীয় দলটি যে বিমানে ছিল, সেই বিমানটি লিব্রেভিল'এ তেল নেওয়ার কিছু পরেই অতলান্তিকে ভেঙে পড়ে৷

ঠিক সেখানেই আফ্রিকান কাপ জেতা? দেশের জন্য যারা চরম আত্মত্যাগ করেছে জীবন দিয়ে, তাদের প্রতি এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে, বলেছেন কোচ রেনার৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ