1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিদির বিরুদ্ধে কোন অসন্তোষ নেই : ওয়াকার ইউনুস

২ জুন ২০১১

পাকিস্তানের ক্রিকেট কোচ ওয়াকার ইউনুস বলেছেন, শহিদ আফ্রিদির বিরুদ্ধে কোন ধরণের অসন্তোষ তিনি মনে পুষে রাখেননি৷ তিনি বলেন, সাবেক ক্যাপটেন আফ্রিদির অবসর নেওয়ার সিদ্ধান্তে তিনি মর্মাহত৷

Pakistan, Cricket, Shahid Afridi
শহিদ আফ্রিদিছবি: picture alliance/dpa

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, আয়ারল্যন্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে আফ্রিদিকে দলনেতার পদ থেকে বাদ দেবার পর, আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ে আফ্রিদির একটি মন্তব্যে পিসিবি ক্ষুন্ন হয় এবং এটিকে হস্তক্ষেপ বলে মনে করেছে৷ সেই সময়ে আফ্রিদির সমালোচনায় তারা মুখর হয়ে ওঠে৷ আর এরপরেই ওয়াকারের সঙ্গে সৃষ্টি হয় বিতর্ক৷

আয়ারল্যান্ড থেকে জাতীয় দলের সঙ্গে লাহোর বিমনবন্দরে নেমে ওয়াকার সাংবাদিকদের বলেন, ‘‘তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জেনে আমি দুঃখিত৷ আমি জানি না কেন তিনি এই ধরণের একটি সিদ্ধান্ত নিলেন৷ তবে তাঁর সঙ্গে আমার কোন ব্যক্তিগত রেষারেষি নেই৷''

অবসরের সিদ্ধান্ত বদলানোর জন্য আফ্রিদিকে অনুরোধ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকছবি: AP

ওয়কার ইউনুস বলেন, ‘‘আমি এর সবকিছুই গণমাধ্যম থেকে জেনেছি৷'' আয়ারল্যান্ড সফর নিয়ে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান৷ তিনি বলেন, তবে যা হয়েছে, তা পাকিস্তান ক্রিকেটের জন্যে ভালো হয়নি৷ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়া স্বত্ত্বেও, যেখানে অগ্রগতি হচ্ছিল৷''

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বৃহস্পতিবার বলেছেন, অবসরের সিদ্ধান্ত বদলানোর জন্য তিনি শহিদ আফ্রিদিকে অনুরোধ করবেন৷ মালিক টুইটারে লেখেন, ‘‘এই ইস্যুটি সমাধানে আমার যা কিছু করণীয়, তার সবই আমি করবো৷ কারণ আমি আফ্রিদির ভক্ত৷''

এর আগে আফ্রিদি বলেছিলেন, তিনি ফিরে আসতে পারেন শুধুমাত্র তখনই যদি পিসিবি'র কাঠামোতে পরিবর্তন আনা হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ