1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু

২৮ আগস্ট ২০১৫

অস্ট্রিয়ায় পাওয়া গেছে ৭০ জনের গলিত দেহ৷ লিবিয়ায় ডুবে যাওয়া নৌকায় কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা৷ ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুই শেষ নয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷

Österreich Tote Flüchtlinge in LKW entdeckt Parndorf Neusiedl am See
ছবি: Reuters/H-P Bader

ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও অবশেষে স্বীকার করেছে যে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে সংকট চলছে তা মোকাবিলায় এখনো পর্যন্ত তারা ব্যর্থ৷ পাশাপাশি অন্যের ঘাড়ে দোষ চাপানোর কৌশল থেকে বেরিয়ে এসে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের কথাও উঠেছে৷ নতুন কিছু পরিকল্পনা প্রণয়নের অঙ্গীকারও করেছেন ইইউ নেতারা৷ তবে সপ্তাহ শেষ হওয়ার আগেই এসেছে ভাগ্যান্বেষণে ইউরোপে এসে আরো কিছু মানুষের করুণ মৃত্যু বরণ করার খবর৷ এবার অস্ট্রিয়ায়৷ হাঙ্গেরির সীমান্তের কাছের একটি ছোট্ট শহরের রাস্তায় ফেলে যাওয়া ট্রাক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, বাতাস ভারি হচ্ছিল দুর্গন্ধে৷ বৃহস্পতিবার হিমায়নের সুবিধা সম্পন্ন ট্রাকটি খুলে ৭০টি গলিত লাশ উদ্ধার করা হয়৷ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে শুক্রবার৷

A doctor helps refugees in Sicily

12:07

This browser does not support the video element.

ট্রাকটি হাঙ্গেরি থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনার দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে৷ কবে থেকে সেটা হাইওয়ের পাশে পড়ে ছিল এ সম্পর্কে গোয়েন্দারা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি৷ বু্রগেনলান্ড প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ফরেনসিক বিভাগের কর্মীরা বৃহস্পতিবার সারা রাত প্লাস্টিকের ব্যাগে করে পচে গলে যাওয়া লাশগুলো সরিয়ে নেয়ার কাজ করেছেন৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর এমন করুণ মৃত্যুর খবর জেনে বলেছেন, ‘‘আমাদের জন্য এটা আরেকটা সতর্কবার্তা৷ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে চলমান সঙ্কট যে দ্রুত সুরাহা করা দরকার – এটা সবাইকে বুঝতে হবে৷'' বৃহস্পতিবার বলকান নেতাদের সঙ্গে এক বৈঠক উপলক্ষ্যে অস্ট্রিয়া সফরের সময় তিনি এ কথা বলেন৷

আরেক খবরে জানা যায়, লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে যাওয়ায় দু' শ-রও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ডুবে যাওয়া নৌকা দুটিতে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকই বেশি ছিল, আর ছিল পাকিস্তান, সিরিয়া, মরক্কো এবং বাংলাদেশের নাগরিক৷ সব মিলিয়ে প্রায় সাড়ে চারশ মানুষ নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে লিবিয়ার জুয়ারা শহরের কাছেই নৌকা দুটি ডুবে যায়৷

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা দুটি থেকে এ পর্যন্ত ২০১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও অনেকেই এখনো আটকা পড়ে আছেন৷ উদ্ধারকৃতদের মধ্যে ১৪৭ জনকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে লিবীয় পুলিশ৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ