1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও আলোচনায় বোয়েটেং

৬ জানুয়ারি ২০১৩

কেভিন প্রিন্স বোয়েটেং’এর কথা মনে আছে আপনাদের? যার ফাউলের কারণে জার্মানির সাবেক অধিনায়ক মিশায়েল বালাক ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল খেলতে পারেন নি৷ তারপর তো আর বালাকের ফেরাই হয়নি জাতীয় দলে৷

Kevin-Prince BOATENG zeigt den Heimfans den Vogel ITALIEN, AMICHEVOL. Fussball, Testspiel: Pro Patria vs AC Mailand. Das testspiel zwischen Pro Patria und dem AC Mailand endete mit einem Eklat. Es kam zu unruehmlichen Szenen, als die dunkelhaeutigen Milan-Profis wie Kevin-Prince Boateng von Teilen der Heim-Anhaenger verunglimpft wurden. In der 26. Minute hatte der gebuertige Berliner genug: Er nahm den Ball auf und drosch ihn in Richtung der "Fans", die ihn beschimpft hatten. Danach zog Boateng sein Trikot aus und verliess den Platz. Milan-Kapitaen Massimo Ambrosini winkte auch den Rest des Teams vom Spielfeld - Spielabbruch!
ছবি: picture-alliance/CITYPRESS 24

সেই বোয়েটেং আবারও আলোচনায় এসেছেন৷ এবার তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ায় এর প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে এসেছেন৷

ঘটনাটা বৃহস্পতিবারের৷ বোয়েটেং এর বর্তমান দল ইটালির এসি মিলানের হয়ে তিনি একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিলেন প্রো পার্সিয়া নামের একটি ক্লাবের বিপক্ষে৷ খেলাটা হচ্ছিল প্রো পার্সিয়ার মাঠে৷ সেখানে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই পার্সিয়ার সমর্থকরা বোয়েটেংকে লক্ষ্য করে ‘বানর' বিষয়ক বর্ণবাদী মন্তব্য করা শুরু করে৷ বিষয়টি নিয়ে বোয়েটেং রেফারির কাছে তিনবার প্রতিবাদ জানান৷ কিন্তু তারপরও মন্তব্য থেমে থাকেনি৷ তাই ২৬ মিনিটের মাথায় বোয়েটেং জার্সি খুলে ফেলে খেলা বন্ধ করে দেন৷ তাঁর সঙ্গে যোগ দেন মিলানের অন্যান্য খেলোয়াড়রাও৷

বোয়েটেংয়ের ফাউলের কারণে জার্মানির সাবেক অধিনায়ক মিশায়েল বালাক ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল খেলতে পারেন নি (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

এসি মিলানের প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনি আর ইটালির জাতীয় দলের কোচ সিজার প্রাণদেল্লি মিলান দলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ বার্লুসকোনি এও বলেছেন ভবিষ্যতেও যদি খেলোয়াড়রা বর্ণবাদী মন্তব্যের শিকার হন তাহলে তখনো মিলানের খেলোয়াড়রা এভাবে তার প্রতিবাদ জানাবে৷

পরে এক সাক্ষাৎকারে বোয়েটেং জানিয়েছেন, ভবিষ্যতে যদি আবারও এ ধরনের ঘটনা ঘটে তাহলেও তিনি একইভাবে খেলা থেকে বেরিয়ে আসবেন৷ সেটা যত গুরুত্বপূর্ণ ম্যাচই হোক৷ হতে পারে সেটা চ্যাম্পিয়নস লিগ বা সিরি এ'র কোনো ম্যাচও৷

২৫ বছর বয়সি বোয়েটেং বলেন, ২০১৩ সালে এসেও বর্ণবাদের শিকার হওয়াটা অবিশ্বাস্য একটা ব্যাপার৷

উল্লেখ্য, কেভিন প্রিন্স বোয়েটেং এর জন্ম জার্মানিতে৷ তাঁর বাবা ১৯৮১ সালে ঘানা থেকে জার্মানিতে পড়তে এসে এক জার্মান নাগরিককে বিয়ে করেছিলেন৷

জার্মানির বয়স ভিত্তিক বিভিন্ন জাতীয় দলে খেলেছেন বোয়েটেং৷ তবে ২০১০ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত জার্মান জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়ায় তিনি ঘানার জাতীয় দলে যোগ দেন এবং বিশ্বকাপ খেলেন৷ ঐ বিশ্বকাপে ঘানার বিপক্ষে জার্মানির খেলায় জার্মানির পক্ষে খেলতে নেমেছিলেন কেভিন বোয়েটেং এর ভাই জেরোম বোয়েটেং৷

তবে মিশায়েল বালাককে ফাউল করার ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সেসময় সম্পর্কের অবনতি হয়েছিল৷

জেডএইচ / এআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ