1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও কোচ হচ্ছেন দিয়েগো মারাদোনা

১০ জানুয়ারি ২০১১

ফুটবল মাঠে আবারও কোচ হিসেবে আসছেন দিয়েগো মারাদোনা৷ তবে এবার নাকি তাঁকে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে৷

ফাইল ছবিছবি: picture alliance/dpa

ফুটবল মাঠে আর্জেন্টিনা ও ইংল্যান্ড বহু পুরনো শত্রু৷ সেই ইংলিশদের ফুটবল মাঠে দেখা যাবে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর মারাদোনাকে? অন্তত আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো সে কথাই শোনাচ্ছে৷ এমনকি মারাদোনা নিজেও জানিয়েছেন এই ধরণের একটি সম্ভাবনা রয়েছে৷

আর্জেন্টিনার দুটি দৈনিক লা নাসিওন এবং ক্ল্যারিনকে মারাদোনা জানিয়েছেন, আগামী মাসেই তিনি লন্ডনে যাচ্ছেন৷ সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাঁর জন্য একটি প্রস্তাব আছে৷ সেখানে সেটি নিয়েই কথাবার্তা হবে৷ মারাদোনা নাকি জানিয়েছেন, প্রস্তাবের সবকিছু যদি তাঁর মনমত হয়, তাহলে তিনি সেটি গ্রহণ করতে রাজি৷ তবে কোন ক্লাবের পক্ষ থেকে তিনি সাড়া পেয়েছেন সেটি এখনও জানা যায়নি৷ তবে মারাদোনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দৈনিক পত্রিকা ক্ল্যারিন জানিয়েছে সম্ভাব্য ক্লাবটি ফুলহ্যাম৷

বিশ্বকাপে জার্মানি-আর্জেন্টিনা ম্যাচের দৃশ্যছবি: AP

উল্লেখ্য, গত বিশ্বকাপে বেশ দুঃখজনকভাবেই জাতীয় দলের কোচের চাকরিটা হারান মারাদোনা৷ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই খেলছিল আর্জেন্টিনা৷ কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর মারাদোনার কপাল পোড়ে৷ দলের কোচের পদটি হারান তিনি৷ তার পর থেকে এখন পর্যন্ত প্রায় বেকার ৫০ বছর বয়সী এই তারকা৷

জাতীয় দলের কোচ হিসেবে না থাকলেও এই কাজে আবারও ফিরতে চান '৮৬ বিশ্বকাপ বিজয়ী তারকা৷ মারাদোনা বলেন, চাকরি পাওয়ার জন্য আমি মরীয়া হয়ে যাইনি৷ তবে আমি জানি, ভবিষ্যতে আমি কোন না কোন দলের কোচ হবো৷ আর্জেন্টিনার গণমাধ্যমগুলো অবশ্য অনেকদিন ধরেই বলে আসছিলো, ইংলিশ ক্লাব হতে যাচ্ছে মারাদোনার পরবর্তী ঠিকানা৷ এক্ষেত্রে অ্যাস্টন ভিলার নামও শোনা যাচ্ছিল৷ তবে এখনও পর্যন্ত কোনটিই নিশ্চিত হয়নি৷ দেখা যাক, আগামীতে কোথায় মারাদোনাকে কোচ হিসেবে পাওয়া যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ