1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও পুড়ল মিরপুরের চলন্তিকা বস্তি

২৪ জানুয়ারি ২০২০

পাঁচ মাসের ব্যবধানে ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তি আবারও আগুনে পুড়েছে৷

Bangladesch Shulkobahar Feuer im Slum Chattogram Feuerwehr
ছবি: bdnews24.com

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে৷ অগ্নিনির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম।

বলেন, ‘‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে৷''

মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় আরও এক দফা অগ্নিকাণ্ড হয়। সেবার বস্তির প্রায় আড়াই হাজার ঘরের একটি বড় অংশ পুড়ে গিয়েছিল৷

একই দিনে বন্দর নগরী চট্টগ্রামের শুলকবহর এলাকায় একটি বস্তিতে আগুন লাগে৷ এছাড়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকার পরপর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারেও আগুন লেগে যায়৷

শুলকবহরে বস্তিতে আগুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বাবু কলোনি নামের ওই বস্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে৷

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছবি: bdnews24.com

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী । কলোনির গলিগুলো খুব সংকীর্ণ হওয়ায় গাড়ি পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে৷

ডেকোরেশন গলির বাবু কলোনিতে প্রায় আড়াইশ কাঁচা ঘর রয়েছে৷ মূলত নিম্ন আয়ের মানুষ সেখানে ভাড়া থাকেন।  দেড় ঘণ্টার আগুনে কলোনির বেশিরভাগ ঘর পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা৷

পারাবতের ‘পাওয়ার কারে' আগুন

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোক পরপরই হঠাৎ করে সেটির পাওয়ার কারে আগুন দেখা যায়৷

ছবি: bdnews24.com

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি৷ প্রায় দুই ঘণ্টা পর পাওয়ার কার ছাড়াই ট্রেনটি সিলেটের পথে রওয়ানা হয়৷

এসএনএল/কেএম (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ