1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইটানিক

৮ এপ্রিল ২০১২

ডুবে যাওয়ার একশ বছর পর আবারও ভেসে উঠতে যাচ্ছে টাইটানিক৷ তবে সত্যিকার ভাবে নয়, সিনেমা-টিভির পর্দায় আর বইয়ের পাতায়৷ জেমস ক্যামেরনের সেই টাইটানিক এবার থ্রিডিতে৷

ছবি: AP/Paramount Pictures

ঠিক একশ বছর আগে ১৯১২ সালের ১৫ এপ্রিল বরফ শীতল উত্তর অ্যাটলান্টিকে সলিল সমাধি ঘটেছিলো টাইটানিকের৷ ডুবে গিয়েছিলো দেড় হাজারের বেশি যাত্রী৷ ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের এপিক ছবি টাইটানিক যেন পুনর্জন্ম দেয় এই ঘটনার৷ তার ১৫ বছর পর আবারও সেই টাইটানিক ছবি ফিরে আসছে সিনেমা হলগুলোতে, তবে এবার থ্রিডি হয়ে৷ আগামী ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার এক শতাব্দী উপলক্ষে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে থ্রিডি টাইটানিক৷ নতুন প্রযুক্তিতে ভর করে সেই পুরনো কাহিনি৷

ছবি: Musikautomaten-Museum Bruchsal

তবে জেমস ক্যামেরনের নতুন ছবি ছাড়াও গোটা বিশ্বে এই দিনটি বিশেষ ভাবে স্মরণীয় করে রাখা হবে৷ টাইটানিক নিয়ে ছবির পাশাপাশি নতুন টিভি নাটক মুক্তি পাচ্ছে অন্তত ৮৬টি দেশে৷ আর প্রকাশিত হচ্ছে অনেক বই৷ লন্ডনের পথে ঘাটে এখন কেবল টাইটানিক নিয়ে আলোচনা৷ এছাড়া রোববার সাউদাম্বটন থেকে যাত্রা করছে টাইটানিক মেমোরিয়াল ক্রুজ শিপ৷ টাইটানিকের রুটেই যাত্রা করবে এই জাহাজটি৷

উল্লেখ্য, জেমস ক্যামেরনের টাইটানিক ছবিটি ১৯৯৭ সালে মুক্তির পর তোলপাড় তোলে সিনেমা জগতে৷ সর্বমোট ১১টি অস্কার জেতে রেকর্ড করে ছবিটি৷ এখনও মুভি প্রেমিকদের প্রিয় ছবির তালিকায় অনেক ওপরেই থাকে লিওনার্ডো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেটের অভিনীত এই ছবিটি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, এপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ