বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ৷ ২০২০ সালেও বাংলাদেশ এই তালিকায় শীর্ষে ছিল৷
বিজ্ঞাপন
আর ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর ছিল ভারতের নতুন দিল্লি৷ এর পরেই আছে ঢাকা৷
‘২০২১ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১১৭টি দেশের ছয় হাজার ৪৭৫টি শহরের তথ্য প্রকাশ করা হয়েছে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এক ঘনমিটার বাতাসে বছরে পিএম২.৫-এর (বায়ুবাহিত ছোট ও বিপজ্জনক পার্টিকল) উপস্থিতির গড় পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়৷ কিন্তু আইকিউএয়ারের রিপোর্ট বলছে, বাংলাদেশের বাতাসে পিএম২.৫-এর উপস্থিতির গড় ছিল ৭৬.৯৷ এরপরেই আছে আফ্রিকার দেশ চাড (৭৫.৯)৷ পাকিস্তান (৬৬.৮) ও ভারত (৫৮.১) আছে তিন ও পাঁচ নম্বরে৷ এই তালিকায় জার্মানির অবস্থান ৮৯ নম্বরে (১০.৬)৷
আইকিউএয়ার জানিয়েছে, ২০২১ সালে কোনো দেশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করে দেয়া মানের (পাঁচ মাইক্রোগ্রামের কম পিএম২.৫) বাতাস ছিল না৷ তবে তিনটি শহর বা অঞ্চলে সেই মানের বাতাস পাওয়া গেছে৷ সেগুলো হলো ফ্রান্সের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়া (৩.৮), ইউএস ভার্জিন আইল্যান্ডস (৪.৫) এবং পুয়ের্টো রিকো (৪.৮)৷
রাজধানীরতালিকা
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর হয়েছে ভারতের নতুন দিল্লি (৮৫)৷ আগের বছরের তালিকাতেও দিল্লি শীর্ষে ছিল৷ সবশেষ তালিকার দুই নম্বরে আছে ঢাকা (৭৮.১)৷ ছয় নম্বরে আছে নেপালের কাঠমাণ্ডু (৫০.৯), ১১ নম্বরে পাকিস্তানের ইসলামাবাদ (৪১.১) এবং ১৬ নম্বরে আছে চীনের বেইজিং (৩৪.৪)৷
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে ভারতের রাজস্থানের ভিওয়াড়ি (১০৬.২) ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (১০২)৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, আইকিউএয়ার)
২০১৯ সালের এপ্রিলের ছবিঘরটি দেখুন...
বায়ুদূষণে মৃত্যুতে বাংলাদেশ পঞ্চম
বাংলাদেশের শতভাগ মানুষই মাত্রাতিরিক্ত দূষিত বায়ুতে বসবাস করছে৷ এজন্য ২০১৭ সালে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ‘দি স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট ২০১৯’ এ এমন তথ্য উঠে এসেছে৷
ছবি: bdnews24.com
বায়ুদূষণে ঝুঁকি
বিশ্বজুড়ে মানুষের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি তৈরির অন্যতম কারণ বায়ুদূষণ৷ দূষিত বায়ু গ্রহণের কারণে হৃদযন্ত্রের অসুখ, শ্বাসকষ্টজনিত জটিল সমস্যা, ফুসফুস সংক্রমণ ও ক্যানসারের মতো রোগে ভুগছে মানুষ৷
ছবি: picture-alliance/blickwinkel/S. Ziese
মৃত্যুর কারণ
বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু ঝুঁকি তৈরি হয় বায়ুদূষণ তার মধ্যে পঞ্চম৷ ২০১৭ সালে ৪৯ লাখ মানুষ দূষিত বায়ুর কারণে মারা গেছে৷ মোট ১৪.৭ কোটি বছর সুস্বাস্থ্যে কাটানোর সুযোগ হারিয়েছে৷
ছবি: Greenpeace/V. Zalevskiy
দূষণের শিকার বেশিরভাগ মানুষ
একটি দেশের বায়ু স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী তা পরিমাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডাব্লিউএইচও’র মানদণ্ড রয়েছে৷ সে অনুযায়ী ৯০ ভাগ মানুষই এমন অঞ্চলগুলোতে বাস করে যেখানকার বায়ু সুস্বাস্থ্যের উপযোগী নয়৷ ডাব্লিউএইচও-র সবচেয়ে নীচের লক্ষ্যমাত্রাটিও পূরণ করতে পারছে না এমন এলাকায় বাস করে অর্ধেকের বেশি মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup
মাত্রাতিরিক্ত দূষণ দক্ষিণ এশিয়ায়
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু দক্ষিণ এশিয়ায়৷ ডাব্লিউএইচও’র মাত্রা অনুযায়ী ২০১৭ সালে সবচেয়ে দূষিত বায়ু ছিল নেপালে৷ এরপর রয়েছে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান৷ এই অঞ্চলে সবচেয়ে স্বাস্থ্যকর বায়ু আছে ভুটানে৷ ডাব্লিউএইচওর নীচের মাত্রাটির কাছাকাছি তাদের অবস্থান৷ অঞ্চল ভিত্তিতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দক্ষিণ এশিয়ার পরে আছে সাব সাহারা আফ্রিকা৷
ছবি: picture-alliance/dpa/M.Swarup
বাংলাদেশের শতভাগ মানুষ
ডাব্লিউএইচওর মানদণ্ড অনুযায়ী বিশ্বের যেসব দেশের শতভাগ মানুষ মাত্রাতিরিক্ত বায়ুদূষণের মধ্যে বাস করছে তার একটি বাংলাদেশ৷ একই পরিস্থিতি পাকিস্তান, ভারত, চীন, নাইজেরিয়া ও মেক্সিকোতেও৷
ছবি: Pavel Rahman/AP/dapd
বায়ুদূষণে বাংলাদেশে মৃত্যু
দূষিত বায়ুর কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া শীর্ষ ৫টি দেশের একটি বাংলাদেশ৷ ২০১৭ সালে ১ লাখ ২৩ হাজার মানুষ বায়ুদূষণে মারা গেছে৷ প্রথম চারটি দেশের মধ্যে আছে চীন, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া৷
ছবি: bdnews24.com
দূষণ রোধে গড় আয়ু বাড়বে
বায়ুদূষণের কারণে স্বাস্থ্যহানি আর মৃত্যু ঝুঁকি বাড়ছে৷ প্রতিবেদন বলছে এখন বিশ্বে যেসব শিশু জন্ম নিচ্ছে, গড়ে তারা কাঙ্খিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০ মাস কম আয়ু পাচ্ছে৷ দক্ষিণ এশিয়ায় যা ৩০ মাস৷ দূষণ নিয়ন্ত্রণ করা গেলে তাই গড় আয়ুও বাড়বে৷
ছবি: picture-alliance/AP Photo/C. Ning
গড় আয়ু বেশি বাড়বে বাংলাদেশ
স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করার সবচেয়ে বেশি সুফল পাবে বাংলাদেশ৷ জন্ম নেয়া শিশুদের গড় আয়ু তখন ১.৩ বছর বেড়ে যাবে৷ এমন সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে থাকবে ভারত, নাইজেরিয়া ও পাকিস্তান৷ তাদের গড় আয়ু ১ বছর বেড়ে যাবে৷