1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিক্ষুকমুক্ত ঢাকা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ জুলাই ২০১৪

ঢাকাকে ভিক্ষুকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ প্রথম পর্যায়ে ঢাকার সাতটি এলাকায় এই অভিযান চলবে৷ এরপর পুরো রাজধানীকে ভিক্ষুকমুক্ত করা হবে৷

Bangladesch Dhaka Bettler
ছবি: Farjana K. Godhuly/AFP/Getty Images

মঙ্গলবার অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী৷ তিনি অভিযান শুরুর ঠিক দিনক্ষণ না জানালেও ঈদের পরে সেটা শুরু হতে পারে বলে জানা গেছে৷

মন্ত্রী জানিয়েছেন অভিযানের আগে মাইকিং করে ভিক্ষুকদের সরে যাওয়ার সুযোগ দেয়া হবে৷ প্রথম পর্যায়ে ঢাকার বিমানবন্দর, হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা ও রেডিসন হোটেল এলাকা, বেইলি রোড এবং রাজধানীর কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলো ভিক্ষুকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার৷ তিনি জানান, ঢাকার গুরুত্বপূর্ণ সাতটি এলাকা ভিক্ষুকমুক্ত করতে গত বছরের ২২ জানুয়ারি সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি৷ এবার বাস্তবায়ন করা হবে৷ মন্ত্রী বলেন, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে এর আগে উদ্যোগ নিয়েও অনেকে ব্যর্থ হয়েছেন৷ এখন আমরা আর ব্যর্থ হতে চাই না৷

অভিযানের আগে মাইকিং করে ভিক্ষুকদের সরে যাওয়ার সুযোগ দেয়া হবে (ফাইল ফটো)ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এর আগে ভিক্ষুকদের ধরে নিয়ে ভবঘুরে কেন্দ্রে আটক অথবা ঢাকার বাইরে রেখে আসা হয়েছে৷ এবার কি করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘আমরা প্রস্তুতি নিয়ে কাজটি এমনভাবে করব যেন আর ভিক্ষা না হয়৷'' বাংলাদেশ থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণে ‘অনেক কিছুই' করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘আপনারা তা দেখার জন্য একটু অপেক্ষা করুন৷'' তিনি বলেন, ভিক্ষুক চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে পুরো দেশকেই ‘পরিবর্তন' করা হবে৷

মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী সবার নাগরিক অধিকার দেয়ার কথা বলেছেন৷ এরপরেও কেন তারা ভিক্ষা করবে? আমরা তো সরকারে আছি, আমরা ঘোড়ার ঘাস কাটি নাকি?''

সমাজকল্যাণ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, সারা দেশে প্রায় সাড়ে সাত লাখ ভিক্ষুক আছে৷ এর মধ্যে ঢাকা শহরেই ভিক্ষুকের সংখ্যা ৫০ হাজার৷ আর ঈদ ও কোরবানিসহ নানা উৎসবে ৫০ হাজার মৌসুমী ভিক্ষুক যোগ হয় ঢাকায়৷ তাদের হিসাবে ঈদ, কোরবানি এবং শবে বরাতে ঢাকায় কমপক্ষে এক লাখ ভিক্ষুক সক্রিয় থাকে৷ তবে বাস্তবে এই সংখ্যা আরো বেশি হবে বলে মনে করা হয়৷

২০১০ সালের ৩০ জানুয়ারি ‘শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা' নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উচ্চ আদালতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে রিট হয়৷ আদালত ২০১১ সালের ২ জানুয়ারি শিশু ভিক্ষাবৃত্তিসহ সর্বপ্রকার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করে৷ ঐ বছরের ৯ জানুয়ারি রুল নিষ্পত্তি করে হাইকোর্ট রাজধানীসহ দেশের সব স্থানে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে নির্দেশ দেয়৷ একই সঙ্গে রাজধানীতে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিবকে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়৷ এরপর ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে৷ আর সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়৷ তবে তা শেষ পর্যন্ত কাজে আসেনি৷

সমাজকল্যাণ অধিদপ্তর জানায়, ‘‘কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরের সব ভিক্ষুককে জরিপের আওতায় আনা হয়৷ ১০টি এনজিওর মাধ্যমে ঢাকা শহরকে ১০টি জোনে ভাগ করে ১০ হাজার ভিক্ষুকের ওপর জরিপ পরিচালনা করে তাদের ডাটাবেজ তৈরি করা হয়৷'' এর উদ্দেশ্য হলো ভিক্ষুকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ঢাকা শহরের দুই হাজার ভিক্ষুকের পুনর্বাসন এবং পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তি নিরসন৷

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি পরিচালনার জন্য ভিক্ষুকের সংখ্যা বিবেচনায় প্রাথমিকভাবে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও জামালপুর জেলাকে নির্বাচন করে প্রতি জেলা থেকে পাঁচশ জন করে মোট দুই হাজার জনকে পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ তবে পুনর্বাসনের বাস্তব কাজ শুরু হয়নি৷ এগুলো কাগজে কলমেই আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ