দেশের সব স্কুল, কলেজ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার৷ সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বিশ্ববিদ্যালয়গুলোকেও বন্ধের নির্দেশ দিয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না৷ এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআরে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে৷
সরকারি, বেসরকারি অফিস এবং শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে৷
বাজার, শপিং মল, মসজিদ, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সাধারণ লোকসমাগমের স্থানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে৷
এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে৷
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে৷ এ অবস্থায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷’’
এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ওমিক্রন আতঙ্ক নিয়েই বাজল স্কুলের ঘণ্টা
মহামারি আবহে স্কুল-কলেজ বন্ধ ছিল দীর্ঘ সময়৷ ধীরে ধীরে পরিস্থিতির বদল ঘটছে৷ ছোটরাও এবার স্কুলমুখী৷ ছবিঘরে দেখে নিন বিভিন্ন দেশে কীভাবে করোনার মধ্যে চলছে স্কুল৷
ছবি: Kaylee Greenlee Beal/REUTERS
ঘরবন্দি শৈশব
করোনা আবহে ঘরবন্দি ছিল স্কুল পড়ুয়া খুদেরা৷ বন্ধুদের মুখ, শিক্ষকদের বকুনি, টিফিন ভাগ করে খাওয়া সবটাই ছিল বন্ধ৷ মহামারি আবহে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পৃথিবী৷ ধীরে ধীরে স্কুল খুলছে সারা বিশ্বে৷ স্কুল চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷
ছবি: Kaylee Greenlee Beal/REUTERS
ফের ক্লাসঘরে
টেক্সাসের ক্লাসরুমে খুদে পড়ুয়াদের ছবি ধরা পড়েছে৷ মুখে কিন্তু মাস্ক ছিল প্রত্যেকের৷
ছবি: Kaylee Greenlee Beal/REUTERS
বাজল স্কুলের ঘণ্টা
টেক্সাস-সহ আমেরিকার অন্য শহরেও পড়ুয়ারা স্কুলে যাচ্ছে৷ মেনে চলা হচ্ছে কোভিড বিধি৷
ছবি: Kaylee Greenlee Beal/REUTERS
ইউরোপে ক্লাস শুরু
ইটালির রোমেও পড়ুয়ারা ক্লাসে যেতে শুরু করেছে৷ শুধু খুদেরা নয়, উঁচু ক্লাসের পড়ুয়ারাও স্কুলে যাচ্ছে নিয়মিত৷ আইটিআই লাট্টালজিও সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা কম্পিউটার ব্যবহার করছে৷
ছবি: REMO CASILLI/REUTERS
শরণার্থী শিবিরে স্কুল
উগান্ডার কেগেগওয়া জেলায় শরণার্থী শিবিরের প্রাথমিক স্কুলও খুলে গিয়েছে৷ করোনা লকডাউনে যেখানে সারা বিশ্বজুড়ে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা বেড়েছে, সেখানে কায়াকার এই সোয়েসোয়ে প্রাথমিক স্কুল একটি দৃষ্টান্ত৷
ছবি: ESTHER RUTH MBABAZI/REUTERS
মহামারির মাঝে
মহামারির মাঝে আবারও বন্ধুদের সঙ্গে দেখা৷ ভার্চুয়াল ক্লাসের বদলে এবার অফলাইন ক্লাস৷ সরাসরি পড়া বুঝে নেওয়ার সুযোগ৷ পড়ুযারাও অপেক্ষা করছিল এমন একটা সময়ের জন্য৷ ছোটদের জন্য আপত্কালীন টিকাও চালু হয়েছে অনেক দেশেই৷ করোনা নিয়ে ভয়ও খানিক কমেছে৷
ছবি: Francois Lo Presti/AFP/Getty Images
চালু পাঠশালা
করোনা আবহে অনলাইন ক্লাস করেছে অধিকাংশ পড়ুয়া৷ ওমিক্রন আতঙ্কের মাঝে কোনও কোনও জায়গায় স্কুল বন্ধ হলেও পড়াশোনা চালু রাখাতেই সমর্থন ওয়াকিবহাল মহলের৷