1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার হরতাল

২২ এপ্রিল ২০১২

তেমন কোন উত্তাপ ছাড়াই রবিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে৷ এদিকে ইলিয়াস আলীর সন্ধান না মেলায় আগামীকাল সোমবারও হরতাল ডেকেছে বিএনপি৷

ছবি: DW/S.K.Dey

নিরুত্তাপ রাজপথ

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা দিনব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে তেমন কোন উত্তাপ ছড়ায়নি৷ বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা তেমন কিছু ঘটেনি৷ রাজপথে পিকেটারের চেয়ে পুলিশ র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বেশি ছিলেন৷ হরতাল সমর্থকদের পিকেটিং ছিল না বললেই চলে৷ তারপরও বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ হয়েছে বেশ কয়েক জায়গায়৷ যদিও বিএনপি নেতারা এই হরতালকে স্বতস্ফূর্ত বলে দাবী করেছেন৷ কেউ কেউ অবশ্য বলেছেন আগের দিনের সহিংসতার জের ধরে একজন বাস চালকের মৃত্যু ঘটনায় মামলার কারণেই রাস্তায় পিকেটার কম৷

হরতাল চলাকালে রাস্তায় যানবাহন চলাচল ছিল কম৷ নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ রায়ট কার, জল কামান, টিয়ারসেলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তত ছিল৷ দুপুরে সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের লাঠিচার্জ করছে৷ তাদের শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে৷ হরতাল সফল বলেও দাবী করেন মির্জা ফখরুল৷

ছবি: DW/S.K.Dey

সাংসদদের মিছিলে বাধা

সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাস্তায় বিরোধী দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি৷ কেবল সংসদ ভবন এলাকায় বিএনপি নেতা এম কে আনোয়ারের নেতৃত্বে মিছিল করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা৷ সেখানে পুলিশ মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করে৷ এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবীতে তারা এই হরতাল পালন করেছেন৷ কিন্তু সংসদ সদস্যদের শান্তিপূর্ণ মিছিলেও বাধা দিয়েছে পুলিশ৷

সরকারি বাহিনীর মিছিল

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ওই সমাবেশে বলেন, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে৷ রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল বলেও দাবী করেন তিনি৷

আবারও হরতাল

এদিকে টানা দ্বিতীয় দিনের মত হরতাল ডেকেছে বিএনপি৷ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন৷ বিএনপি নেতা ইলিয়াস আলীকে এখনও খুঁজে না পাওয়ায় তারা এই কর্মসূচি দিলো৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ