1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো শাহেদে আগ্রহী প্রিয়াঙ্কা!

৭ জুন ২০১১

ডন ছবির ডন মানে শাহরুখকে মারতে গিয়ে বরং তাঁর প্রেমে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তবে সে ছবি দারুণ হিট৷ এরপর এক ছবিতে সাত স্বামীকে খুন করে নিজের জনপ্রিয়তাটা আরো পোক্ত করেন এই বলিউড তন্বী৷

Priyanka Chopra. Indian Bollywood actress Priyanka Chopra looks on during a promotional event of her forthcoming Hindi movie "Kaminey" in Bangalore, India, Wednesday, Aug. 12, 2009. The movie is scheduled to be released on Aug. 14. (AP Photo/Aijaz Rahi)
প্রিয়াঙ্কা চোপড়াছবি: AP

এই ভারত সুন্দরীর সঙ্গে নানা পুরুষের নাম জড়িয়েছে একাধিক বার৷ অমুকের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা, তমুককে বিয়ে করতে চলেছেন -- এমন নানা গুঞ্জনে বাতাস ভারি সমসময়৷ এবার আবার নতুন খবর, পুরনো প্রেমিক মানে বলিউড হিরো শাহেদ কাপুরের দিকে নাকি আবারো নজর পড়েছে এই নায়িকার৷

প্রিয়াঙ্কা-শাহেদ জুটি চুক্তিবদ্ধ হয়েছেন কুনাল কোহলির এক নতুন ছবিতে৷ সে ছবির নাম ঠিক হয়নি, তবে শুট্যিং চলছে পুরোদস্তুর৷ শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং এর পাশাপাশি প্রিয়াঙ্কার সঙ্গে এদিক সেদিক ঘোরাঘুরিও শুরু করেছেন শাহেদ৷ সম্প্রতি একটি নিউজ টিভি চ্যানেলের পরিবেশ বিষয়ক বিশেষ অনুষ্ঠানেও হাজির হন শাহেদ৷ সেখানে তাঁর এই পদচারণার পেছনের কারণ ঐ প্রিয়াঙ্কাই৷ কেননা প্রিয়াঙ্কাও পরিবেশ বিষয়ক সেই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত৷

যাহোক, প্রিয়াঙ্কা আর শাহেদ দু'জনের সম্পর্ক আবারো নিবিড় হচ্ছে এমন দাবি তাদেরই সহ অভিনেত্রীদের৷ তবে, টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে৷

এদিকে, প্রিয়াঙ্কার টুইটার ঘেঁটে দেখা গেল, এনডিটিভির পরিবেশ বিষয়ক অনুষ্ঠান নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি৷ ইতিমধ্যে নাকি এই অনুষ্ঠানের কল্যাণে জমা হয়েছে ১১.৬ কোটি রুপি৷ এই অর্থ দিয়ে ৪৮০টি গ্রামের দেড় লাখ মানুষের কাছে সৌর বাতি পৌঁছানো সম্ভব হবে৷ উদ্যোগটা কিন্তু নেহাত মন্দ নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ