আবারো আগুন পুরান ঢাকার দোকানে
১১ অক্টোবর ২০২১ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ আহমেদ জানিয়েছেন, সকাল ৯টা ২০ মিনিটে আরমানিটোলার দোকানটিতে আগুন লাগার পরে তাদের কর্মীরা গিয়ে আধধন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে ওই দোকানে কীভাবে আগুন লেগেছেবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষে দেওয়া সম্ভব হয়নি৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০২১ সালে ভবন ধস ও অগ্নিকাণ্ডের যত ঘটনা
২০২১ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভবন ধসের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ছবিঘর৷
মগবাজার বিস্ফোরণ
২৭শে জুন ঢাকার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে৷ ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহত ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ভবনের কোথাও গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
মায়ামি ভবন ধস
২৫শে জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে ১১ জন নিহত হয়েছে৷ এখনও নিখোঁজ অন্তত ১৫০ জন৷ ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে৷ তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি৷
চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৮
২৫শে জুন চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মারা গেলেন ১৮ জন৷ নিহতদের সকলেই ছিলেন শিক্ষার্থী৷
দক্ষিণ কোরিয়ায় ভবন ধস, নিহত ৯
৯ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত নয় জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও আটজন৷ ভবনটি ভাঙার কাজ চলছিলো৷ হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস৷ নিহতদের সবাই ওই বাসের যাত্রী৷ (ফাইল ছবি)
ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
৭ই জুন ভারতের মহারাষ্ট্রের পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টের স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা যান৷
গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
পহেলা মে ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়৷ গুজরাটের ভরুচ এলাকার ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলো৷
ইরাকে হাসপাতালে আগুন, মৃত ৮২ করোনা রোগী
২৬শে এপ্রিল অক্সিজেন কনটেনার ফেটে বাগদাদের হাসপাতালে আইসিইউ-তে আগুন লেগে মারা যায় অন্তত ৮২ জন করোনা রোগী৷ বাগদাদের হাসপাতাল ইবন আল-খাতিব-এ এই ভয়াবহ ঘটনায় ১১০ জন আহত হন৷
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু
২৩শে এপ্রিল মহারাষ্ট্রের বিরারে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানা গেছে৷আগুন প্রথমে লাগে আইসিইউ-তে৷
মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কারে লিক, ২২ করোনা রোগী মৃত
২১শে এপ্রিল মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালে ট্যাঙ্কার লিক হলে আধাঘন্টা অক্সিজেন বন্ধ থাকায় মৃত্যু হয় ২২ জন করোনা রোগীর৷ ১০ জন ভেন্টিলেটারে ছিলেন৷ তারা সকলেই মারা যান। অনেক রোগীকে সেসময় অক্সিজেন দেয়া হচ্ছিলো৷ তাদের মধ্যে ১২ জন মারা যান৷
বহুতল ভবন ধসে মিশরে নিহত ১৮
২৭শে মার্চ মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত হয়েছে ১৮ জন৷ আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন৷ রাত ৩টার দিকে ১০ তলা ভবনটি ধসে পড়ে৷ এছাড়া ২৭ জুন আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছে৷
রোহিঙ্গা ক্যাম্পে আগুন
২২শে মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং নয় হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷ ২রা এপ্রিল উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত কয়েকজন৷
কলকাতায় রেলভবনে আগুনে মৃত ৯
৯ মার্চ কলকাতায় রেলের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে৷ স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যুর হয়েছে৷ এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে৷
ঢামেকের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু
১৭ই মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় রোগী সরানোর সময় তিন জন মারা গেছেন৷ এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান হাসপাতাল পরিচালক৷
সেরাম ইনস্টিটিউটে আগুন, নিহত ৫
পুনায় একশ একর জমির উপর সেরামের কারখানা৷ ২২শে জানুয়ারি ভ্যাকসিন প্রস্তুতকারক এই ইনস্টিটিউটের নির্মীয়মান ভবনে আগুন লেগে মারা যায় পাঁচ জন৷