1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরস্কার পেল ‘রাকিব খান'

দেবারতি গুহ২৮ সেপ্টেম্বর ২০১৩

ছোট্ট রাকিবের বাস বাংলাদেশের চাঁদপুরে৷ সংসারের তাগিদেই আয়ের একটা উপায় বার করতে হয়েছিল তাকে৷ কী ছিল সেই কাজ? কী ছিল তার স্বপ্ন? এ প্রশ্নের উত্তরই রুপালি পর্দায় তুলে ধরেছেন শাহীন দিল-রিয়াজ৷ জয় করেছেন একের পর এক পুরস্কার৷

Shaheen Dill-Riaz ist Filmemacher, Kameramann, Regisseur, Produzent und Autor. Er wurde 1969 in Dhaka, Bangladesch geboren. ***DW/Arafatul Islam schrieb: This is the official website of Filmmaker Shaheen Dill-Riaz. We took his interview and he sugested us to collect photos from his official websites Press section.***
রাকিব খান ছবির একটি দৃশ্যছবি: Shaheen Dill-Riaz

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ডক্সস!'-এর ‘গ্রোসে ক্লাপে' পুরস্কারের পর, এবার জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের ‘আইনে-ভেল্ট-ফিল্মপ্রাইজ' জয় করে নিল ‘রাকিব খান'৷ সম্প্রতি কোলোন শহরে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে পরিচালক শাহীন দিল-রিয়াজের হাতে দেড় হাজার ইউরো মূল্যের তৃতীয় পুরস্কারটি তুলে দিলেন মন্ত্রী ড. আঙ্গেলিকা শোয়াল-ড্যুরেন৷ বললেন, ‘‘বাংলাদেশের ছোট্ট একটা বন্দরনগরের গল্প এটি৷ রাকিব নামের এক কিশোর সেখানে একজন ‘প্রোজেকশনিস্ট'-এর কাজ কাজ করে সংসার চালানোর জন্য৷ তারপরও কিন্তু তার মনে কোনো দুঃখ নেই৷ বরং তার মেজাজ-মর্জি, পরিবারের সঙ্গে সম্পর্ক, ভাই-বোনের মধ্যকার বিরোধ – সবটাই আর পাঁচটা বাচ্চার মতোই৷ এটা সত্যিই অভিভূত করার মতো৷''

[No title]

This browser does not support the audio element.

তবে পুরস্কার পাওয়া ছাড়াও আরো বড় একটা কাজ করতে পেরেছে ‘রাকিব খান'৷ পরিচালক শাহীন দিল-রিয়াজের নিজের কথায়, ‘‘আগামীতে শুধু জার্মানি নয়, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও স্কুলের পাঠক্রমের মধ্যে থাকবে ‘রাকিব খান'৷ ক্লাসরুমের মধ্যেই ব্যবহার করা হবে ছবিটা৷ বাচ্চারা ‘রাকিব খান' দেখবে, ছবিটা নিয়ে আলোচনা করবে, তার সম্পর্কে লিখবে৷ এটা আমার জন্য একটি নতুন প্রাপ্তি তো বটেই!''

রুপালি পর্দায় রাকিবের গল্প

১০ বছরের কিশোর রাকিব পেশায় প্রোজেকশনিস্ট৷ সহজ করে বললে, প্রেক্ষাগৃহে সিনেমার ফিল্ম বদলানোর কাজ করে সে৷ এই কাজ করে রাকিবের প্রতিদিনের আয় গড়ে ২০ বা ২৫ টাকা৷ এই টাকা সে দিয়ে দেয় মাকে, সংসার চালাতে৷ বাবা-মা আলাদা থাকেন৷ তাই মা আর বড় ভাইকে নিয়েই রাকিবের সংসার৷ কখনো ভাইয়ের সঙ্গে খুনসুটি, মায়ের সঙ্গে ঝগড়া৷ সিনেমা চালিয়ে দিয়ে কখনো নিজেও বা রুপালি পর্দার জগতে চলে যায় সে৷ এভাবেই চলে রাকিবের দিন৷

পরিচালক শাহীন দিল-রিয়াজছবি: Lemme Film GmbH

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘রাকিব খান' ছবিটির একটা অংশ প্রদর্শন করা হয়৷ রাকিবের আদুরে কণ্ঠ, তার মান-অভিমান, চাওয়া-পাওয়া স্পষ্টত স্পর্শ করে উপস্থিত ছোট-বড় সকল দর্শকদের৷ জার্মানির অন্যতম চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক ক্রিস্টিয়ানে গ্রেফে বললেন, ‘‘রাকিব খান ছবিটির সবচেয়ে বড় দিক হলো এখানে পরিচালক শাহীন দিল-রিয়াজ ছবির কোনো অংশের কোনো ব্যাখা দেননি৷ বাংলাদেশের একটা গরিব পরিবার এবং সেই পরিবারের স্বার্থে একটি শিশুকে কাজ করতে দেখিয়ে কোনোভাবেই কোনো সহমর্মিতা আশা করেননি তিনি৷ ছবিটির মধ্যে দিয়ে আমরা এমন একটি শিশুর গল্প জানতে পারি, যে সংসারের নানা সমস্যা সত্ত্বেও জার্মান বাচ্চাদের মতোই স্বপ্ন দেখে, জীবনে এগিয়ে যেতে চায়৷ তাকে দেখে তার প্রতি আমাদের কখনই করুণা হয় না, বরং তার প্রতি সম্মানে আমাদের মাথা নত হয়ে যায়৷''

[No title]

This browser does not support the audio element.

রাকিব খান এখন পড়াশোনা করছে

‘‘আমরা ছবির শুটিং-এর সময়েই লক্ষ্য করছিলাম যে, প্রোজেকশনিস্ট হিসেবে কাজ করার কারণে রাকিবের পড়াশোনার ক্ষতি হচ্ছিল৷ কিন্তু সেই সময় তার উপার্জন করা অর্থের প্রয়োজন ছিল পরিবারে৷ তাই আমরা এই শর্তে ছবিটি শুরু করি যে, ছবি শেষ হলে আমরা একটা অনুদান দেব, যা দিয়ে সে দুই-তিন বছর তার পড়াশোনার খরচ চালাতে পারবে৷ আমি যতদূর জানি, রাকিব প্রোজেকশনিস্টের কাজ ছেড়ে দিয়েছে৷ সে পড়াশোনা করছে এবং পড়াশোনায় সে খুব ভালো হয়েছে৷ এখন খুব সম্ভবত সে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে৷''

বলা বাহুল্য, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন শাহীন দিল-রিয়াজ৷ তাঁর নির্মিত ‘লোহাখোর', ‘কোরান সন্তান', ‘জীবন জলেবেলে'-র মতো তথ্যচিত্রগুলো জার্মানির বিভিন্ন টেলিভিশনেও প্রদর্শিত হয়েছে৷ বর্তমানে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করছেন শাহীন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ