1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসি ম্যাজিক

২১ মার্চ ২০১২

গতকাল খেলায় আরেকটি হ্যাট্রিক করলেন লিওনেল মেসি৷ এবং তার সঙ্গে সঙ্গে সর্ব মোট ২৩৪টি গোল দিয়ে বার্সেলোনা সৃষ্টি করলো এক নতুন রেকর্ড৷

ছবি: picture alliance/Back Page Images

মঙ্গলবার বার্সেলোনার খেলা ছিল গ্রানাডার সঙ্গে৷ বার্সেলোনা ৫-৩ গোলে জিতেছে৷ আর মেসি একাই তিনটি গোল করেছেন৷ এ নিয়ে বার্সেলোনা পরপর ছয়বার লিগ জিতলো৷ এবং তার ফলে, চাপ বাড়লো রেয়াল মাদ্রিদের ওপর৷

মেসি ম্যাজিকের সামনে অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষছবি: dapd

বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা মেসি'র এই সাফল্যের প্রশংসা করেন৷ তিনি জানান, ‘‘আমরা মেসি'কে স্বাগত জানিয়েছি৷ সে খুব অল্প সময়ের মধ্যে এতগুলো গোল করেছে৷ অথচ মেসি'র বয়স মাত্র ২৪৷ সে যে শুধু সাধারণ গোল করছে না - তা কিন্তু নয়৷ দারুণ সব গোল আমাদের উপহার দিচ্ছে মেসি৷ আমার মনে হয় আমরা তাকে ফুটবলের মাইকেল জর্ডান বলে ডাকতে পারি৷''

মেসি'র আগে বার্সেলোনার সেজার রদ্রিগেজ সর্বোচ্চ গোলদাতা ছিলেন৷ আগে ধরে নেয়া হয়েছিল যে, তার আমলে বার্সেলোনা ২৩৫টি গোল করেছেন৷ পরে জানা যায়, ২৩৫টি নয় গোলের সংখ্যা ছিল ২৩২টি৷ এবার মেসি'র হ্যাট্রিক সেই রেকর্ডটিও ভেঙে ফেললো৷ বার্সেলোনার সংগ্রহে এখন গোলের সংখ্যা ২৩৫৷ স্বাভাবিকভাবেই, তার পেছনে রয়েছে মেসি'র সাম্প্রতিক এই হ্যাট্রিক৷

মেসি নিজে লিগের পক্ষে একাই ৩৪টি গোল করেছেন৷ এরপরেই রয়েছেন রেয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ