1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো সহিংস গাজা উপত্যকা

৯ আগস্ট ২০১৮

আবারো সহিংস হয়ে উঠেছে গাজা উপত্যকা৷ বুধবার রাতে সেখানে উপর্যুপরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন৷

ছবি: picture-alliance

ফিলিস্তিনি হামাস বাহিনীর রকেট বোমা হামলার জবাবে ইসরায়েল এই হামলা চালায়৷ প্রায় দেড়শ' রকেটের বেশিরভাগই খোলা জায়গায় পড়ে৷ তবে অন্তত দু'টি আঘাত হেনেছে গাজা থেকে মাইলখানেক দূরের ইসরায়েলি শহর স্ডেরটে৷ এতে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাবার জন্য পুরো শহরে রাতভর অ্যালার্ম বাজতে থাকে৷

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এ সব রকেট হামলায় অন্তত চারজন আহত হন৷ এর মধ্যে একজন থাই নারীও আছেন৷

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের পালটা হামলায় নিহতদের মধ্যে এনাস খামাশ নামের এক ২৩ বছর বয়সি নারী ও তাঁর ১৮ মাসের এর শিশুসন্তান রয়েছেন৷ ঐ নারীর স্বামী আহত হন৷ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, খামাশ গর্ভবতী ছিলেন৷

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, বিমান হামলায় এক হামাস সদস্যও নিহত হন৷ এছাড়া আহত হন আরো ১২ জন৷

দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ ও মিশরের অব্যাহত প্রচেষ্টার মাঝেই গত জুলাই থেকে এ নিয়ে তৃতীয়বার সহিংস হয়ে উঠেছে গাজা-ইসরাইল সীমান্ত৷

টানা এই উত্তেজনা আবারো উভয়পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে৷ ২০০৮ সাল থেকে এ পর্যন্ত এ সীমান্তে তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে তারা

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ১৪০টি হামাস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ এ সব ঘাঁটির মধ্যে হামাসের ব্যারাক ও অস্ত্র তৈরির কারখানাও রয়েছে৷

তাদের দাবি, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৫০টি রকেট হামলা চালায় হামাস৷ এর মধ্যে ২৫টি ইসরায়েলের এয়ার ডিফেন্স প্রতিহত করতে পারে৷

ওদিকে ইসরায়েলের বিমান হামলার সময় রাতভর গাজা উপত্যকায় ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়৷

জাতিসংঘের মধ্যপ্রাচ্যে সংঘাত বিষয়ক দূত নিকোলাই ম্লাদেনভ এক বিবৃতিতে এই হামলা-পালটা হামলায় গভীর শঙ্কা প্রকাশ করেন৷ তিনি উভয়পক্ষকে নিবৃত্ত থাকার আহ্বান জানান৷

মঙ্গলবারের একটি ঘটনাই এবারের উত্তেজনার কারণ৷ সেই ঘটনায় ফিলিস্তিনি সীমানার ভেতর হামাসের সামরিক শাখার দুই সদস্যকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী৷

ইসরায়েলের দাবি ছিল, তারা ইসরায়েলি সেনাসদস্যদের দিকে গুলি ছুঁড়ছিল৷ আর হামাসের দাবি ছিল, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশিক্ষণ চলছিল৷

ইসরায়েলের মিডিয়া অবশ্য পরে জানিয়েছে যে, দেশটির সেনাবাহিনী পরে তাদের ভুল বুঝতে পেরেছে যে, হামাস সদস্যরা তাদের দিকে গুলি করছিল না৷ এই ভুলের জন্য মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ার করে হামাস৷ পরে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তাদের বেসামরিক প্রকৌশলিদের ওপর হামলা করা হয়েছে৷ এর বদলা নিতে তারা হামাসের একটি পোস্টে ট্যাঙ্ক থেকে গুলি চালায়৷ এর জবাবেই হামাস রকেট হামলা ও ইসরায়েল বিমান হামলা করে৷

জেডএ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ