1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনফ্রান্স

আবার অভিবাসনপ্রত্যাশীদের ফেরাচ্ছে ইউরোপ

৪ অক্টোবর ২০২২

ইউরোপের দেশগুলো থেকে আবার ফেরানো হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের৷ ইউরোস্ট্যাট-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত ইইউ-এর ২৭ সদস্য দেশ থেকে প্রায় এক লাখ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে৷

Dänemark Asyl Symbolbild | Demo gegen Abschiebung
কোপেনহাগেনে প্রত্যাবাসনবিরোধী বিক্ষোভ (ফাইল ফটো)ছবি: Thibault Savary/AFP/Getty Images

সোমবার প্রকাশ করা ইউরোস্ট্যাট-এর পরিসংখ্যান আরো জানাচ্ছে, ওই চার মাসে ইইউভুক্ত দেশগুলো থেকে প্রত্যাবর্তনের নির্দেশ জারির হারও আগের তুলনায় বেড়েছে৷ 

মে থেকে আগস্ট মাসের মধ্যে ইউরোপের বাইরে থেকে আসা মোট ৯৬ হাজার ৫৫০ জনকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে৷  এর মধ্যে ২৩ হাজার ১১০জনকে ইতিমধ্যে নিজের দেশ, অথবা ইউরোপের অন্য একটি দেশে ফেরত পাঠানো হয়েছে৷.২০২১ সালে ওই চার মাসে এর চেয়ে শতকরা ১৫ ভাগ কম মানুষকে প্রত্যাবর্তনের নির্দেশ দেয়া হয়েছিল৷ ফেরত পাঠানো মানুষের  তখনচলতি বছরের তুলনায় ১১ ভাগ কম ছিল৷

কোন দেশ থেকে কতজন

চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীকে নিজ নিজ দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফ্রান্স৷ মোট ৩৩ হাজার ৪৫০ জনকে এ নির্দেশ দিয়েছে তারা৷ ফ্রান্সের পরে রয়েছে যথাক্রমে গ্রিস (৮ হাজার ৭৫০ জন), জার্মানি (৮ হাজার ২৭৫ জন) এবং ইটালি (৬ হাজার ২০ জন)৷ এ সময়ে ফ্রান্স থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ৩ হাজার ৫৯০ জন অভিবাসনপ্রত্যাশী৷  জার্মানি থেকেও ওই চার মাসে ২ হাজার ৭৬৫ এবং গ্রিস থেকে ১ হাজার ৭৭০ জনকে ফিরে যেতে হয়েছে৷

কোন দেশে বেশি ফিরছে

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত ইউরোপ থেকে সবচেয়ে বেশি ফেরানো হয়েছে আলবেনীয়দের৷ তাদের পর রয়েছে যথাক্রমে জর্জিয়া, রাশিয়া এবং তুরস্কের নাগরিকেরা৷

বৃদ্ধির আসল কারণ

বিশ্লেষকরা মনে করেন, মূলত করোনা মহামারি পরিস্থিতির উন্নতির কারণেই অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরানোর উদ্যোগ বাড়ছে৷ ২০২০ সাল, অর্থাৎ করোনা মহামারি শুরুর বছরের মে থেকে আগস্টের মধ্যে  মাত্র ৭৬০ জনকে দেশে ফিরিয়েছিল জার্মানি৷ তবে তার আগের বছর একই সময়কালে ফেরানো হয়েছিল ৯ হাজার ৯২০ জনকে৷

২০১৮ সালের গ্যালারিটি দেখুন :

 

এসিবি/ কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ