সম্প্রতি নর্দান আয়ারল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সবচেয়ে বেশি আসনে জিতেছে আয়ারল্যান্ডপন্থি দল শিন ফেইন৷ কিন্তু তাদের সঙ্গে সরকার গঠনে যেতে রাজি হচ্ছে না যুক্তরাজ্যপন্থি দল ডিইউপি৷
বিজ্ঞাপন
নির্বাচনে ৯০টি আসনের মধ্যে শিন ফেইন পেয়েছে ২৫টি আসন আর ডিইউপি পেয়েছে ২৫টি আসন৷
সরকারে যেতে ডিইউপি ২০২০ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে সই হওয়া ব্রেক্সিট চুক্তিতে থাকা নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বাতিলের দাবি জানিয়েছে৷
এই প্রটোকলে ইইউ থেকে ব্রিটেন চলে যাওয়ার পর নর্দার্ন আয়ারল্যান্ডের বাণিজ্যনীতি কী হবে, তা বলা আছে৷ আয়ারল্যান্ড দ্বীপে সীমান্ত নির্মাণ এড়াতে এই প্রটোকল করা হয়েছিল৷ উল্লেখ্য, আয়ারল্যান্ড দ্বীপের আয়ারল্যান্ড অংশটি ইইউর সদস্য৷ আর নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ৷
ডিইউ মনে করে নর্দান আয়ারল্যান্ড প্রটোকলের কারণে যুক্তরাজ্যের সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ডের সম্পর্ক দুর্বল হচ্ছে৷
কিন্তু শিন ফেইন ও তৃতীয় সর্বোচ্চ আসন (৯টি) পাওয়া অ্যালায়েন্স পার্টি (পুরো আয়ারল্যান্ড এক হওয়া প্রশ্নে তারা নিরপেক্ষ অবস্থান থাকে) ঐ প্রটোকলের পক্ষে আছে৷
যে জাদুময় জায়গায় হলো গেম অফ থ্রোনসের শ্যুটিং
পুরোনো সব দুর্গ, নুয়ে পড়া গাছে ঢাকা সর্পিল পথ, কিংবা কলকল বয়ে চলা বুনো ঝিরি, এমন সব মায়াময় জায়গায় শ্যুটিং হয়েছে বিখ্যাত টিভি সিরিজ গেম অফ থ্রোনস৷ এসব জাদুকরী জায়গার অনেকগুলোই নর্দার্ন আয়ারল্যান্ডে৷
ছবি: Courtesy of Tourism Northern Ireland
ক্যাসল ওয়ার্ড
যারা নিয়মিত ‘গেম অফ থ্রোনস’ দেখেন, তাদের স্টার্ক ফ্যামিলির উইন্টারফেল ফরট্রেসের সঙ্গে পরিচয় করিয়ে দেবার কিছু নেই৷ কিন্তু এই দুর্গটি আসলে কোথায়? নর্দার্ন আয়ারল্যান্ডের ওয়ার্ড ক্যাসলই হলো মুভি সিরিজটির উইন্টারফেল ফরট্রেস৷ পর্যটকদের জন্যও উন্মুক্ত৷ এমনকি সেখানে গিয়ে আপনি তির-ধনুক ছুঁড়তে পারবেন, কিংবা তলোয়ারের লড়াইয়েও অংশ নিতে পারবেন৷ রাজকীয় পোশাক আর ভোজও মিলবে৷
ছবি: Northern Ireland Tourism Board
অডলি’স ফিল্ড
ক্যাসল ওয়ার্ড থেকে একটু হেঁটে গেলেই মুভির আরেকটি লোকেশন৷ ল্যানিস্টারের বিরুদ্ধে লড়াইয়ের সময় অডলি’স ফিল্ডে ক্যাম্প বসান রব স্টার্ক৷ হুইস্পারিং উডে এই যুদ্ধে জেইমি ল্যানিস্টারকে আটকও করেন তিনি৷ কিন্তু এর কিছু পরই নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে ‘রেড ওয়েডিং’-এ মারা যান রব৷
ছবি: Northern Ireland Tourism Board
টলিমোর ফরেস্ট
অডলি’স ফিল্ড থেকে ঘন্টাখানেক গাড়ি চালিয়ে পৌঁছে যেতে পারেন টলিমোর ফরেস্টে৷ উইন্টারফেলের চারপাশের অনেক দৃশ্যের শ্যুটিং এখানে হয়েছে৷ স্টার্ক পরিবারের শিশুরা এখানেই ছায়া নেকড়ের বাচ্চাদের খুঁজে পায়৷ ‘গেম অফ থোর্নস’ ফ্যানদের জন্য এ জায়গাটি ভ্রমণের বিকল্প নেই৷
ছবি: Northern Ireland Tourism Board
ডার্ক হেজেস
ডার্ক হেজেসের মাঝের রাস্তাটি এমন নির্জন অবস্থায় দেখা রীতিমতো বিরল ব্যাপার৷ দিনের বেলায় পর্যটকদের গাড়ি ও বাসে ভর্তি হয়ে যায়৷ রাজার উত্তরে গমনের পথ এটি৷ বাবার মৃত্যুর পর আরিয়া এই পথেই সিটি অফ আয়রন থ্রোন থেকে পালিয়ে আসেন এবং তাঁর দীর্ঘ কষ্টকর যাত্রা শুরু হয়৷
ছবি: Courtesy of Tourism Northern Ireland
কুশেনডুন কেইভস
৪০ কোটি বছরের চরম আবহাওয়া আজকের আয়ারল্যান্ডের উত্তর উপকূলের এই কাঠামো দাঁড় করিয়েছে৷ তৈরি হয়েছে কুশেনডুনের গুহা৷ গেম অফ থ্রোনসের দ্বিতীয় সিজনে এটি একটি শ্যুটিং লোকেশন ছিল৷ এখানেই লাল ধর্মযাজিকা মেলিসান্দ্রে অন্ধকার ছায়ার জন্ম দেন, যে কিনা পরে রেনলি বারাথেওনকে হত্যা করে৷
ছবি: Northern Ireland Tourism Board
শিলানাভোগি ভ্যালি
বেলফাস্টের ৩০ কিলোমিটার উত্তরে ঘোড়ায় চড়া ডথরাকিদের বাড়ি৷ ছবিতে যে পাহাড়টি দেখা যাচ্ছে, সেটির নাম স্লেমিশ৷ শক্তিশালী হর্সলর্ডদের অনেকগুলো দৃশ্যের শ্যুটিং এখানে হয়েছে৷
ছবি: Courtesy of Tourism Northern Ireland
পোর্টস্টুয়ার্ট স্ট্র্যান্ড
নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের একটি পোর্টস্টুয়ার্ট৷ জেইমি ল্যানিস্টার ও সের ব্রোন মুভিতে যে কোস্ট অফ ডর্নে মার্টেল গার্ডদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার চিত্রধারণ করা হয়েছিল এখানেই৷
ছবি: Courtesy of Tourism Northern Ireland
বালিনটয়
বালিনটয়ের পোতাশ্রয়টি গেম অফ থ্রোনসের আয়রন দ্বীপপুঞ্জের মূল পাইক দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে৷ আশেপাশের গ্রামগুলোর কাছের সৈকতেও শ্যুটিং হয়েছে৷
ছবি: Northern Ireland Tourism Board
ল্যারিবেন
মুভিতে স্টর্মল্যান্ডসে ক্যাম্প বসান রেনলি বারাথিওন৷ ব্রিয়েনে অফ টার্থ এখানেই লোরাস টাইরেলকে একটি টুর্নামেন্টে পরাজিত করেন এবং রেনলি’স কিংসগার্ড খেতাব পান৷
ছবি: Courtesy of Tourism Northern Ireland
ডাউনহিল বিচ
এই দ্বীপের উত্তর দিকে খাড়া বাঁধের ওপর রয়েছে মুভির ড্রাগনস্টোন৷ একটি সফল বিদ্রোহের পর হাউস অফ টার্গারিয়েনের পূর্ববংশীয় আসনটি অল্প সময়ের জন্য বারাথেওনদের সম্পত্তি হয়ে যায়৷
ছবি: Northern Ireland Tourism Board
10 ছবি1 | 10
ডিইউপি সরকার গঠনে রাজি হচ্ছে না বলে সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ কিন্তু ডিইউপি নেতারা জনসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রটোকল বাতিল হলেই কেবল তারা সরকারে যোগ দেবেন৷
এই অবস্থায় আগামী মঙ্গলবার ব্রিটিশ সংসদে ব্রেক্সিট চুক্তি থেকে নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বাদ দেয়ায় প্রস্তাব উঠতে যাচ্ছে৷ তবে ব্রিটেন জানিয়েছে এই প্রটোকল নিয়ে ইইউর সঙ্গে আলোচনা ভেঙে গেলেই কেবল ব্রিটেন এককভাবে ঐ প্রটোকল বাতিলের সিদ্ধান্ত নেবে৷
এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভনি৷
ইইউ বলেছে তারা প্রটোকলের নিয়মকানুন সংস্কার করতে রাজি আছে৷
নর্দার্ন আয়ারল্যান্ডের সব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন একটি গ্রুপ হচ্ছে ‘নর্দার্ন আয়ারল্যান্ড বিজনেস ব্রেক্সিট ওয়ার্কিং গ্রুপ’৷ তারা বিশ্বাস করে প্রটোকল কার্যকর হতে পারে৷ তবে এতে পাঁচটি সম্ভাব্য পরিবর্তন আনলে তা আরও ভালো হবে বলে মনে করছে তারা৷
এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের গবেষণা বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের অর্থনীতির চেয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতি ভালো করছে৷ এর অন্যতম একটি কারণ নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে৷
আর্থার সুলিভান/জেডএইচ
দেখুন ২০২০ সালের ছবিঘর...
ইইউ-যুক্তরাজ্য ব্রেক্সিট বাণিজ্য চুক্তিতে যা আছে
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথ যতটা সম্ভব মসৃণ করতে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য৷ চলুন দেখে নেয়া যাক চুক্তির চুম্বক অংশগুলো....
ছবি: Getty Images/AFP/G. Kirk
শূন্য শুল্ক
যুক্তরাজ্য ইইউর বাজার ছাড়ার পর পণ্যের শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দেবে এই চুক্তি৷ এর ফলে ২০২১ সালের জানুয়ারিতেও দ্বিপাক্ষিক বাণিজ্য নির্বিঘ্নে চলবে, ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে৷ ওয়াইন, অর্গ্যানিকস, অটোমোটিভ ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোর জন্য কিছু বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে এ চুক্তিতে৷
ছবি: Aaron Chown/AFP/Getty Images
যাতায়াত
এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে অবাধ যাতায়াত, চাকরি, লেখাপড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা বা বসবাস করার সুযোগের অবসান হলো৷তবে সর্বোচ্চ ৯০ দিনের জন্য ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্যে যাওয়া আসার জন্য ভিসা লাগবে না৷ এছাড়া ইইউ বা যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দার যদি কোনো চাকরি, ব্যবসা বা অবসরভাতার মতো কোনো বিষয় কিংবা বাবা-মায়ের রেখে যাওয়া সম্পদ থাকে, সেগুলো তাদেরই থাকবে৷
ছবি: picture-alliance/empics/S. Parsons
বিমান চলাচল এবং নিরাপত্তাজনিত সহযোগিতা
যুক্তরাজ্যের যাত্রীবাহী বিমানগুলো ইউরোপীয় ইউনিয়নে আগের মতো মুক্তভাবে যাতায়াতের অধিকার হারাবে৷এখন থেকে দু পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিমানের নিরাপদ চলাচল, নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে৷
ছবি: Markus Mainka/picture alliance
ডাক্তার-ইঞ্জিনিয়ারদের স্বীকৃতির প্রশ্ন
ইইউ এবং যুক্তরাজ্যের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার এবং এমন আরো কিছু পেশাজীবী যে আগে অবাধ স্বীকৃতি পেতেন, সেই সুযোগ আর থাকবে না৷
ছবি: Maciek Musialek/NurPhoto/picture alliance
জ্বালানি সহযোগিতা
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীন জ্বালানি বাজার, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি এবং ইইউর এমিশন ট্রেডিং সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন৷
ছবি: Gareth Fuller/empics/picture alliance
বিজ্ঞান, গবেষণা
শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে এরাসমুস ইউনিভার্সিটি প্রোগ্রাম, গ্যালিলিও স্যাটেলাইট সিস্টেমসহ সব কর্মসূচি বন্ধ করবে যুক্তরাজ্য৷ তবে হরাইজন ইউরোপ, দ্য ইউরাটম রিসার্চ এবং ট্রেনিং প্রোগ্রামসহ ছয়টি কর্মসূচির সঙ্গে থাকবে ব্রিটেন৷
ছবি: Chris Ison/empics/picture alliance
ট্রাক যাতায়াত
যুক্তরাজ্যের ট্রাক আর আগের মতো অবাধে সীমান্ত পেরিয়ে ইইউ-তে আসতে পারবে না৷তবে একটি স্থান থেকে আরেকটি স্থানে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এই চক্তিতে৷