1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়তে পারে বায়ার্ন

২১ মার্চ ২০১৪

বুন্ডেসলিগায় এবার ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে জার্মানির বাভেরিয়া রাজ্যে অবস্থিত বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখ৷ কয়েকটি ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে দলটি৷

Bildergalerie FC Bayern
ছবি: Getty Images/Afp/Christof Stache

শনিবার মাইনৎস-এর বিরুদ্ধে ম্যাচে যদি বায়ার্ন জেতে এবং একই সময়ে বোরুসিয়া ডর্টমুন্ড এবং শাল্কে পয়েন্ট হারায়, তবেই ইতিহাস গড়তে পারে বায়ার্ন৷ গত মৌসুমে ছয়টি ম্যাচ বাকি থাকতেই শিরোপা জেতে দলটি৷ এবার সেই সংখ্যাটা হতে পারে আটটি ম্যাচ হাতে রেখেই৷

বলা যেতে পারে, টানা ৫০টি ম্যাচে অপ্রতিরোধ্য বায়ার্ন এখন বাতাসে ভাসছে৷ মাইনৎস-এর বিরুদ্ধেও গত তিনটি ম্যাচে জয়ী হয়েছে বায়ার্ন৷ আর প্রতিটিতেই জয় ছিল তিন গোলের ব্যবধানে৷ সবশেষ ২০১১ সালের ২৭শে নভেম্বর বায়ার্নের বিপক্ষে জিতেছিল মাইনৎস৷ তবে মাইনৎস-এর কোচ টোমাস টুখেল-এর হিসাবটা আবার ভিন্ন রকম৷ বায়ার্নের বিপক্ষে তাঁর জয়ের রেকর্ডটা ৩৩ শতাংশ৷ বুন্ডেসলিগার সব কোচের চেয়ে তাঁর রেকর্ডই সেরা৷

এদিকে, বায়ার্ন মিউনিখ ক্লাবের সাবেক ম্যানেজার ও প্রেসিডেন্ট উলি হ্যোনেস খুব শিগগিরই কারাভোগ করবেন৷ হয়ত এই সপ্তাহটাই কেবল মুক্ত থাকছেন তিনি৷ কর ফাঁকি দেওয়ায় তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল৷ বায়ার্ন টিমের সাফল্যের পেছনে উলি হ্যোনেসের অবদান অনেক৷

অন্যদিকে, ডর্টমুন্ড তাদের গত দুটি ম্যাচ হেরেছে৷ আর দুটিই নিজেদের মাঠে৷ লিগে ডর্টমুন্ডের পয়েন্ট এখন ৪৮, অবস্থান দ্বিতীয়৷ ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাল্কে৷

এপিবি/এসবি (এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ