1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার কলকাতায় খেলবে বায়ার্ন

২৭ অক্টোবর ২০১০

বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের এক তারকা-খচিত টিম নভেম্বর মাসে কলকাতায় ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে এক প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে৷

অলিভার কান তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতার মাঠেছবি: AP

১৭ই নভেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ৷ এই ম্যাচে যে অর্থ উপার্জন হবে, তার পুরোটাই যাবে একটি তহবিলে৷ কলকাতার পথশিশুদের কল্যাণে কাজ করছে একটি এনজিও, যার নাম ‘টোয়ার্ডস লাইফ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া'৷ তারাই পাবে এই অর্থ৷

বায়ার্ন দলের ১৬ জন প্রাক্তন তারকা এই ম্যাচে খেলবেন৷ ‘বায়ার্ন অলস্টার্স' টিমে অন্তত ৬ জন বিশ্বকাপ তারকাও থাকছেন৷ তাঁরা ১৫ই নভেম্বর কলকাতা পৌঁছচ্ছেন, দেশে ফিরছেন ১৮ই নভেম্বর৷ টিমে থাকছেন গোলকিপার রাইমন্ড আউমান ও ভাল্টার ইয়ুংহান্স৷ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আন্দ্রেয়াস ব্রেমে, অলিভার ক্রয়ৎসার, মার্কুস ম্যুনশ, হান্স ফ্ল্যুগার, স্টেফান রয়টার, মিশায়েল টারনাট৷ টিমের কোচ ভল্ফগাং ড্রেমলার৷

যুব ভারতী ক্রীড়াঙ্গনছবি: Picture-Alliance /newscom

এই নিয়ে বায়ার্ন মোট ৪ বার কলকাতায় খেলতে যাচ্ছে৷ ২০০৫ সালের ডিসেম্বর মাসে বায়ার্ন মিউনিখের দ্বিতীয় সারির টিম কলকাতার আইএফএ শিল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ এরপর ২০০৮ সালের মার্চ মাসে প্রথম সারির এক টিম নিয়ে গোলকিপার অলিভার কান তাঁর পেশাগত জীবনের শেষ আনুষ্ঠানিক ম্যাচটি খেললেন কলকাতার মাটিতে৷ এরপর ২০০৯ সালের জানুয়ারি মাসে বায়ার্নের দ্বিতীয় টিম এক প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে আবার কলকাতায় গিয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ