চলতি সপ্তাহেই দ্বিতীয়বার খুনের হুমকি দেওয়া হয়েছিল তাকে। তবে সালমান খান শুটিং বন্ধ করেননি।
বিজ্ঞাপন
তৃতীয়বার খুনের হুমকি দেওয়া হলো সালমান খানকে। এবার হুমকি ফোন এসেছে মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে। ফোনে দুই কোটি টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে, ওই টাকা সময়ের মধ্যে না দিলে খুন করা হবে সালমান খানকে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই খুনের হুমকি দেওয়া হয়েছিল সালমানকে। শুধু সালমান নন, এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশানকেও হুমকি দেওয়া হয়েছিল। বস্তুত, জিশানের অফিসেই ফোন আসে। সেখানে সালমান এবং জিশান দুইজনকেই খুন করা হবে হুমকি দেওয়া হয়। বলা হয়, বাবা সিদ্দিকির থেকেও খারাপ ভাবে মারা হবে তাদের।
সপ্তাহখানেক আগে জিশানের অফিসের বাইরেই বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। তিনজন আততায়ী গুলি করে খুন করে তাকে। তখনই সামনে আসে সালমানের নাম। এরপর একাধিকবার তাকে খুনে হুমকি দেওয়া হলো। সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তিনি শুটিংয়ে যাচ্ছেন।
মুম্বই শহরের এ কী দশা!
ভারী বর্ষণের ফলে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ মারা গেছেন ছ’জন৷ আসাম, বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশসহ দেশের ছয়টি রাজ্য প্লাবিত৷ আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের৷
ছবি: Reuters/S.Andrade
অচল বাণিজ্যিক রাজধানী
মঙ্গলবার সারাদিনই টানা বৃষ্টি হওয়ায় মুম্বইয়ের বেশিরভাগ রাস্তা ডুবে গেছে পানিতে৷ শহরের বিভিন্ন এলাকায় কোমর পর্যন্ত পানি জমে যায়৷ শহরের অনেক লোক অফিসে ও বন্ধুবান্ধবের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন৷ বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে শহরজুড়ে সৃষ্টি হয় অসহনীয় যানজটের৷ বৃষ্টির ধাক্কায় কার্যত অচল হয়ে পড়ে ভারতের বাণিজ্যিক রাজধানী৷
ছবি: Reuters/S.Andrade
স্বাভাবিকের চেয়ে ন’গুণ বৃষ্টি
মঙ্গলবার মুম্বইয়ের কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার৷ আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে মুম্বইয়ে একদিনে স্বাভাবিক যে পরিমাণ বৃষ্টি হয়, মঙ্গলবার তার চেয়ে ন’গুণ বেশি বৃষ্টি হয়েছে৷
ছবি: picture-alliance/AA/I.Shaikh
ব্যাহত যান চলাচল
শহরের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় অনেক স্থানে গাড়ি নষ্ট হয়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়৷ বাধাগ্রস্ত হয়েছে ট্রেন চলাচলও৷ গতকাল বিমানবন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকলেও আজ তা স্বাভাবিক হয়েছে৷ এ জলাবদ্ধতাকে ২০০৫ সালে মুম্বইয়ের বন্যার সঙ্গে তুলনা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/R. Kakade
স্কুল ছুটি
এই অবস্থার মধ্যে শহরের স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ পানি অপসারণ করে সড়কগুলো চলাচলের উপযোগী করতে কাজ করছে কর্তৃপক্ষ৷
ছবি: Reuters/S.Andrade
১২টি রাজ্যে সতর্কতা
প্রবল বর্ষণের ফলে নতুন করে ১২টি রাজ্যে বন্যা সতর্কতা জারি করেছে দিল্লির আবহাওয়া অফিস৷ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, দমন ও দিউ, রাজস্থান, কর্নাটক-সহ দেশের মোট ১২টি রাজ্যে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷
ছবি: picture-alliance/AA/I.Shaikh
নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে
আবহাওয়া অফিস বলছে, ঐ ১২টি রাজ্যের ১৪টি নদীর পানি বিপদন সীমার উপর দিয়ে বইছে৷ মাহি, সবরমতী, গোদাবরী, কৃষ্ণা, তাপি, বানাস নদী ৯০-৯৪ শতাংশ জলপূর্ণ৷ ভারী বৃষ্টিপাত শুরু হলে অল্প সময়েই উপচে পড়বে এ সব নদীর পানি৷ ফলে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই রাজ্যগুলিতে৷
ছবি: picture-alliance/dpa/R.Kakade
ছ’জনের মৃত্যু
মঙ্গলবার ঘরের বাইরে কাউকে না বেরনোর পরামর্শ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ প্রবল বৃষ্টিতে বাড়ি ধসসহ কয়েকটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের৷
ছবি: picture-alliance/AA/I.Shaikh
7 ছবি1 | 7
কারা দিচ্ছে হুমকি
বাবা সিদ্দিকি হত্যা এবং জিশান ও সালমানকে হুমকি দেওয়ার পিছনে লরেন্স বিশনোই গ্যাং জড়িত বলে মনে করা হচ্ছে। বিশনোই এখন জেলে। কিন্তু তার দলের সদস্যরা একাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
বাবা সিদ্দিকি হত্যার পর মুম্বই পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সেই গ্রেপ্তার চলাকালীনই মুম্বই পুলিশের কাছে একটি নোট পাঠানো হয়। তাতে বলা হয়, এরপর সালমানকে খুন করা হবে। বাঁচতে হলে তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে। নইলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।
ওই হুমকির পরেই সালমানের নিরাপত্তা অনেক বাড়ানো হয়। তারপর ফের জিশানের অফিসে খুনের বার্তা আসে। আর এবার হুমকি ফোন এলো পুলিশের দপ্তরে। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে ওরলি থানায় মামলা রুজু করেছে।
অন্যদিকে জিশানের অফিসে হুমকি ফোনের জন্য নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বিশনোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ এবিষয়ে কোনো কথা বলছে না।
সালমান বরাবরই বাবা সিদ্দিকির ঘনিষ্ঠ বলে পরিচিত। বিশনোই গ্যাং আবার বাবা সিদ্দিকির প্রতিযোগী। রাজস্থানে চিংকারা বা হরিণ মারার ঘটনার জন্যও বিশনোই গ্যাং সালমানের উপর রুষ্ট এমন শোনা যাচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কোনো তথ্য মুম্বই পুলিশ এখনো দেয়নি।