1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুলছে বার্লিনের রাষ্ট্রীয় অপেরা হাউস

৩০ নভেম্বর ২০১৭

বার্লিনের স্টাট্সওপ্যার তৈরি করিয়েছিলেন প্রাশিয়ার রাজা ‘বুড়ো ফ্রিৎস' আজ থেকে ২৭৫ বছর আগে৷ ঐতিহ্যমণ্ডিত ভবনটি নবকলেবরে দেখা দিচ্ছে ডানিয়েল বারেনবয়েমের সংগীত পরিচালনায়৷

Parsifal in der Statsoper Berlin
ছবি: Ruth Walz / Statsoper Berlin

হৈমন্তি সূর্যের আলোয় উদ্ভাসিত বার্লিন স্টাট্সওপ্যার, বার্লিনের রাষ্ট্রীয় অপেরা হাউস৷ উন্টার ডেন লিন্ডেন রাজপথটির উপর অবস্থিত ঐতিহাসিক অপেরা হাউসটি সাত বছর ধরে মেরামতির পর আবার খুলতে চলেছে – কাজ এখনও শেষ হয়নি৷ অপেরা হাউসের ভিতরে চলেছে রিহার্সাল: মহাকবি গ্যোটের ‘ফাউস্ট' নাটকের কিছু দৃশ্য নিয়ে সংগীতস্রষ্টা রব্যার্ট শুমান যে অপেরা লিখেছিলেন, তাই দিয়েই শুরু হবে বার্লিন স্টাট্সওপ্যার-এর নতুন জীবন৷

স্টাট্সওপ্যার-এর সংগীত বিভাগের মহাপরিচালক ডানিয়েল বারেনবয়েম-কে বহুদিন ধরে অপেক্ষা করতে হয়েছে এই মুহূর্তটির জন্য, কেননা অপেরা হাউসের মেরামতিতে অনেক বেশি সময় ও অর্থ লেগেছে৷ কিন্তু সে অপেক্ষা স্বার্থক হয়েছে, বলে বারেনবয়েম মনে করেন: ‘‘আওয়াজটা বাস্তবিক এত সুন্দর যে, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি৷ আমার কানে সেই আওয়াজ সর্বাঙ্গসুন্দর বলে মনে হয়েছে৷''

আবার খুলছে বার্লিনের রাষ্ট্রীয় অপেরা হাউস

02:43

This browser does not support the video element.

বার্লিন স্টাট্সকাপেল-এর ক্ল্যারিনেট বাদক মাটিয়াস গ্লান্ডার নতুন প্রেক্ষাগৃহে তাঁর যন্ত্রটি একবার বাজিয়ে দেখলেন৷ তিনিও মুগ্ধ: ‘‘হলটা যে কত বড়, তা দেখে আমি আশ্চর্য হয়ে যাই৷ দারুণ হল আর তার আওয়াজটাও দারুণ, আমরা এর মধ্যেই এখানে কয়েকবার প্র্যাকটিস করেছি – এখানকার অ্যাকাউস্টিক সত্যিই অসাধারণ৷'' 

‘ডের আল্টে ফ্রিৎস' বা বুড়ো ফ্রিৎস – প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রিডরিশ – ২৭৫ বছর আগে অপেরা হাউসটি তৈরি করান৷ ফেলিক্স মেন্ডেলসন-বার্টোল্ডি বা রিচার্ড ভাগনারের মতো কন্ডাক্টররা এখানে অর্কেস্ট্রা পরিচালনা করেছেন – ১৯৯১ সাল যাবৎ বারেনবয়েম যা করছেন৷

অক্টোবরের মাঝামাঝি থেকে অপেরা হাউসটি আবার দু'মাসের জন্য বন্ধ থাকবে – শেষ কিছু মেরামতির কাজ করা হবে৷ ডানিয়েল বারেনবয়েমের কাছে পুরো প্রকল্পটির গুরুত্ব অনেক: ‘‘আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতে চাই, যা শুধু বার্লিন কিংবা জার্মানির জন্যই নয়, গোটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে৷''

গেরো শ্লিস/মেলিসা হলরয়েড/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ