1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে নির্বাচন

২১ সেপ্টেম্বর ২০১৫

একদিকে একের পর এক নির্বাচনি সাফল্য, অন্যদিকে অস্থির মনোভাব৷ আগাম নির্বাচনে জয়ের পর আলেক্সিস সিপ্রাস যো কোন পথে এগোবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷

ছবি: Reuters/M. Karagiannis

আবার সবাইকে চমকে দিয়ে গ্রিসের নির্বাচনে জয়ী হলেন আলেক্সিস সিপ্রাস৷ অথচ কয়েকদিন আগে পর্যন্ত তিনি জনমত সমীক্ষায় পিছিয়ে ছিলেন৷ দেশে চরম সংকট সত্ত্বেও এত কম সময়ের মধ্যে এত বার জনগণের সমর্থন আদায় করা মোটেই সহজ নয়৷ তাঁর মতে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল৷

এবারের নির্বাচনের ফলাফলের বিভিন্ন দিক উঠে এসেছে টুইটার ব্যবহারকারীদের মন্তব্যে৷ যেমন অনেকে মনে করিয়ে দিয়েছেন, যে যথেষ্ট সংখ্যক মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি৷ তাই কাগজে-কলমে জয় সত্ত্বেও সিপ্রাস-এর প্রতি গ্রিসের মানুষের সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে৷

গ্রিসে একের পর এক গোলযোগ ঘটিয়েও আগাম নির্বাচন ডেকে সিপ্রাস যেভাবে জয়লাভ করলেন, তা সত্যি অসাধারণ বলে মনে করেন হল্গার চেপিৎস৷

জনমত সমীক্ষার ফলাফলেরই গ্রিসের নির্বাচনে সবচেয়ে বড় পরাজয় ঘটেছে বলে মনে করেন ইয়েন্স বাস্টিয়ান৷

ভোটের আরও বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইউরো-পন্থি দলগুলিরই জয় হয়েছে৷ আলেক্স আন্ড্রেউ মনে করেন, যারা গণভোটের ফলাফল নিজের পক্ষে টানতে চেয়েছে, ভোটাররা তাদের শাস্তি দিয়েছেন৷ গ্রিকরা আনুগত্যের অভাব পছন্দ করেন না৷

নির্বাচনে জয়লাভ করে সিপ্রাস এবার কী করবেন? নারা নজ মনে করেন, তিনি আবার বেলআউট চুক্তি গ্রহণের প্রশ্নে গণভোট আয়োজন করবেন৷ তারপর আবার পদত্যাগ করবেন৷

তবে মাক্সিম সবাইহি-র বিশ্বাস, যে সরকার ইউরোপের সঙ্গে বেলআউট কর্মসূচির শর্ত নিয়ে আলোচনা করেছেন, তারাই আবার পুনর্নির্বাচিত হয়ে সেই কর্মসূচির বাস্তবায়ন করবে৷ এটা সত্যি ইতিবাচক ঘটনা৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ