1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ‘‘গ্যালাকটিকো’’ এবং আবার উইলিয়ামস ভগিনীদ্বয়?

১ জুলাই ২০০৯

রিয়াল মাদ্রিদ বের্নাবো’তে প্রেজেন্ট করল তাদের আট নম্বর জার্সিধারীকে৷ উইম্বলডনে উইলিয়ামস সিস্টারদের দাপট কমার কোনো লক্ষণ নেই৷

রোনাল্ডো এবং কাকাছবি: AP

আবার ‘‘গ্যালাকটিকো'' এবং আবার উইলিয়ামস ভগিনীদ্বয়?


রিয়াল মাদ্রিদ বের্নাবো'তে প্রেজেন্ট করল তাদের আট নম্বর জার্সিধারীকে৷ উইম্বলডনে উইলিয়ামস সিস্টারদের দাপট কমার কোনো লক্ষণ নেই৷


মঙ্গলবার মাদ্রিদের বের্নাবো স্টোডিয়ামে ৫০,০০০ ফ্যানের সামনে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ‘‘গ্যালাকটিকো'' যুগের উদ্বোধন করলেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ৷ একেবারে হলিউডের কায়দায় শো৷ কাকা যেন কোনো পপ স্টার৷ ৬৭ মিলিয়ন ইউরো দিয়ে এ সি মিলানের কাছ থেকে কেনা কাকা যেন একটু জড়োসড়োই মনে হল৷ তবে সে ঠান্ডা মাথার ছেলে, পাকা কূটনীতিকের মতো কথা বলে৷ বলল, এটা তার পক্ষে একটি বিশেষ দিন এবং সে ক্লাবের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখে রেখে যেতে চায়৷ স্টেজ থেকে নেমে মাঠ প্রদক্ষিণ করে ফ্যানদের হাত নাড়া – সে সময়ে কাকা'র পাশে বডিগার্ড রাখতে হয়েছে৷ অথচ সে তো আর রিয়ালের নতুন তারকাপুঞ্জে উজ্জ্বলতম তারকা নয়৷ আগামী সোমবার পেরেজ প্রেজেন্ট করবেন বিশ্বরেকর্ড ট্রান্সফার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে৷ তার মূল্য ৯৩ মিলিয়ন ইউরো৷ রোনাল্ডোর প্রেজেন্টেশন টেলিভিশনে এবং ইন্টারনেটে লাইভ দেখানো হবে৷


এর মধ্যে ফুটবল কোথায়, এ-প্রশ্ন করে লজ্জা দেবেন না! আজকালকার ক্রিকেটেও তো চিয়ারলীডার থাকে৷


কাকা অবশ্য বলল, রোনাল্ডো থাকার ফলে দলে কোনো টেনশনের সৃষ্টি হবে না৷ তার রোনাল্ডোর সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই৷ ঐ দ্বিতীয় গ্যালাকটিকো নিয়ে হাইপেও কাকা'র আপত্তি আছে৷ তার অভিজ্ঞতা বলে, শুধু প্রতিভাধর প্লেয়ারদের দিয়ে কাজ হয় না৷ তাদের সকলের দলের জন্য জান দিতে হবে – বলল এই মৃদু, নম্র তরুণটি৷


উইম্বলডনে কিছুটা বোর হবার আশঙ্কা


উইলিয়ামস ভগিনীদ্বয়, ভিনাস এবং সেরিনা, যে'ভাবে জাঁকিয়ে বসে আছে৷ তবে বৃহষ্পতিবারের সেমিফাইনাল দুটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বলে ধরলে এক ধরণের উত্তেজনা বোধ করা যায়৷ বিশেষ করে পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভিনাস নামবে টপ সীড এবং একটিও গ্র্যান্ড স্ল্যাম না জিতেই বিশ্ব মহিলা টেনিসের পয়লা নম্বর বাছাই দিনারা সাফিনার বিরুদ্ধে৷ যদিও ইতিহাস উইলিয়ামস সিস্টারদেরই পক্ষে৷


ভিনাস এবং সেরিনা, দু'জনেই বার বার বলছে তাদের কঠিন পরিশ্রমের কথা৷ আর সাফিনা বলছে, ভিনাসকে তো রোমেও হারিয়েছিলাম৷


জার্মানির লাভ


মঙ্গলবারের কোয়ার্টার- ফাইনালে সাফিনা হারায় জার্মানির কিশোরী সাবিনে লিসিচকি'কে, তিন সেটে৷ প্রথম সেটটাই টাই ব্রেকে নিয়েছিল লিসিচকি৷ বিশ্বের ৪১ নম্বর বাছাই সে৷ কোয়ার্টার ফাইনালে উঠেছে ৩২ নম্বর বাছাই আনা চাকভেটাডজে, ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সোয়েতলানা কুজনেৎসোভা এবং ন'নম্বর বাছাই কারোলিন ভজনিয়াজকি'কে হারিয়ে৷ – এই মেয়েটিকে চোখে না রেখে উপায় নেই৷


প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ