1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু সম্মেলন

৭ নভেম্বর ২০১৩

আগামী সপ্তাহে পোল্যান্ডের ওয়ারশ'তে জাতিসংঘের আয়োজনে শুরু হচ্ছে বার্ষিক জলবায়ু সম্মেলন৷ কার্বন নির্গমন কমাতে ২০১৫ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোই লক্ষ্য৷ তবে বিশ্লেষকরা বলছেন, এবারও হয়ত হতাশই হতে হবে৷

Berlin/ Bundesumweltminister Peter Altmaier (CDU, hinten, M.) haelt am Montag (16.07.12) im Axica Kongress- und Tagungszentrum in Berlin vor Teilnehmern die Eroeffnungsrede zum Petersberger Klimadialog. Umweltpolitiker aus rund 30 Staaten kommen in Berlin zu der zweitaegigen Konferenz ueber den internationalen Klimaschutz zusammen. Auf dem Treffen sollen neue Ideen und Partnerschaften besprochen werden. (zu dapd-Text) Foto: Axel Schmidt/dapd
ছবি: dapd

অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা এবং সাগরে পানির উচ্চতা বাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা৷ ২০০৯ সালে জাতিসংঘের সে সময়কার প্রধান জলবায়ু কর্মকর্তা ইভো ডি বুয়ার বলেছিলেন, বিশ্ব বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে তা ভয়াবহ৷ ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত সে বছরের সম্মেলনেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি বিশ্ব নেতারা৷

তবে সেবার ঠিক হয়েছিল, ২০১৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধে একটি চুক্তি সই করা হবে, যার বাস্তবায়ন শুরু হবে ২০২০ সাল থেকে৷ এর মাধ্যমে বন্যা, দাবদাহ, খরা এবং সাগরের পানির উচ্চতা কমানো সম্ভব হবে৷ আগামী ১১ থেকে ২২ নভেম্বর এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এতে অংশ নেবেন ২০০টি দেশের প্রতিনিধিরা৷

অবশ্য যুক্তরাষ্ট্র কিছুটা হলেও এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে৷ গত বছর যুক্তরাষ্ট্রে কার্বন নির্গমনের হার ১৮ বছরের মধ্যে সবচেয়ে কম ছিল৷ তবে সমস্যা সমাধানে বারবার প্রতিশ্রুতি দিলেও অনেক উন্নত দেশ অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে৷ এছাড়া সেই মন্দা কাটাতে কারখানাগুলোর কাজ বাড়ছে৷ ফলে কার্বন নিঃসরণ আরো বেড়ে যাচ্ছে৷ বৈদ্যুতিক চুল্লি এবং গাড়ির সংখ্যা বাড়াও একটা কারণ৷

ভারতে দরিদ্র জনগোষ্ঠী কম দামে উচ্চ দূষণ সৃষ্টিকারী কয়লা ব্যবহার করছে৷ ফলে সেদেশে বায়ুদূষণ বাড়ছে৷

‘অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস'গুলোর প্রধান মার্লেন মোসেস জানালেন, যা করা দরকার তা দ্রুত এবং জরুরি ভিত্তিতে করতে হবে৷ এই গ্রুপের সদস্য দেশগুলোর আশংকা সাগরের পানির উচ্চতা বাড়লে দ্বীপ রাষ্ট্রগুলো ডুবে যাবে৷ বৈশ্বিক উষ্ণতার কারণে যেসব গরিব রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেয়ারও আহ্বান জানান তিনি৷

এর আগে ১৯৯৭ সালে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কিয়োটো প্রটোকলের ব্যাপারে জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা একমত হলেও পরে সেটা কার্যকর হয়নি৷ কেননা যুক্তরাষ্ট্র সেটাতে অংশ নেয়নি৷

এখন দেখার বিষয়, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের আলোচকরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি ধরনের চুক্তিতে পৌঁছান৷ আগামী বছরগুলোতে কি ধরনের পদক্ষেপ নিলে তাঁরা লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সম্মেলনে সেটাও ঠিক করতে হবে তাঁদের৷

এপিবি/জেডএইচ (এপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ