চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্যোগেও কাজ হয়নি৷ জার্মানির ট্রেন চালকদের ইউনিয়ন জিডিএল জানিয়ে দিয়েছে, এবার ১০৯ ঘণ্টার ধর্মঘট চলবে৷ সোমবার পর্যন্ত ধর্মঘট চললে জনজীবনে দুর্ভোগ বাড়বে৷
বিজ্ঞাপন
এতে আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে সাত কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে৷
গত সেপ্টেম্বর থেকে প্রায় নিয়মিত বিরতিতেই ট্রেন ধর্মঘট চলছে জার্মানিতে৷ শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধি এবং সপ্তাহে কাজ ২ ঘণ্টা কমানোর দাবি আদায়ের জন্য এর আগে পাঁচবার ধর্মঘট পালন করেছেন জার্মান রেল কোম্পানি ডয়চে বান-এর ট্রেন চালকরা৷ বুধবার বিকেল তিনটায় আবার ট্রেন চালকরা কর্মস্থল ছেড়ে যান৷ আবার ধর্মঘট কর্মসূচি পালন করলে সাধারণ জনগণের দুর্ভোগ চরমে উঠবে, আর্থিক ক্ষতিও হবে ব্যাপক- এসব বিষয় বিবেচনায় নিয়ে ট্রেন চালকদের প্রতি ধর্মঘট না করে নতুন করে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করার অনুরোধ জানিয়েছিলেন আঙ্গেলা ম্যার্কেল৷ ট্রেন চালকদের ট্রেড ইউনিয়ন জিডিএল-এর নেতাদের উদ্দেশে জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘আলোচনায় বসে এমন উপায় বের করুন যাতে দেশের ন্যূনতম ক্ষতি হয়৷'' কিন্তু তাঁর এ অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে৷ জিডিএল নেতা ভেসেলস্কি সোমবার পর্যন্ত ১০৯ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্তে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘‘জার্মান রেলওয়ে যেভাবে চাইছে তা মেনে নিয়ে আমরা আমাদের মৌলিক অধিকার ছেড়ে দেব না৷''
জার্মানিতে ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত
আমাদের দেশে অহরহ ধর্মঘটের কথা শোনা যায়৷ মনে হতে পারে বিদেশে হয়ত ধর্মঘট হয় না৷ কিন্তু জার্মানিতে চলছে রেল ও বিমান ধর্মঘট৷ ফলে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ৷
ছবি: Reuters/Kai Pfaffenbach
বিমান ধর্মঘট
ট্রেনচালকদের ধর্মঘট শেষ না হতেই জার্মানির বিমান পরিবহণ সংস্থা লুফৎহানসার পাইলটরা সোমবার থেকে ৩৫ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়৷
ছবি: Reuters/Wolfgang Rattay
ফ্লাইট বাতিল
পাইলটদের ধর্মঘটের কারণে সোমবার ১,৪৫০টি ও মঙ্গলবার ২,৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে৷ উড়োজাহাজ সংস্থাটি তাদের পেনশন ব্যবস্থা পরিবর্তনের যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে পাইলটদের এ ধর্মঘট চলছে৷
ছবি: Reuters/Ina Fassbender
অবসরের বয়স
লুফৎহানসা কর্মীদের অবসর নেয়ার বয়স বর্তমানের ৫৫ বছর থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ প্রতিষ্ঠানের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রমিক ইউনিয়ন৷
ছবি: Reuters/Michael Dalder
ধর্মঘটে সংহতির আহ্বান
পাইলটদের ইউনিয়ন ‘ফেরাইনিগুং ককপিট’ (ভিসি) লুফৎহানসার সাশ্রয়ী শাখা জার্মান উইংসে থাকা তাদের সদস্যদের ধর্মঘটে যাওয়ার আহ্বান জানায়৷ এ প্রসঙ্গে লুফৎহানসার এক বিবৃতিতে বলা হয়, এপ্রিলের পর থেকে এ পর্যন্ত মোট আটবার ধর্মঘট করা হয়েছে৷
ছবি: Reuters/Ina Fassbender
যাত্রীদের ভোগান্তি
পাইলটদের নতুন করে ডাকা ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১,৬৬,০০০ যাত্রী৷ লুফৎহানসার পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল এক-তৃতীয়াংশ ফ্লাইট পরিচালনা করতে পারবে৷
ছবি: Getty Images
ট্রেন ধর্মঘট
শুক্রবার জার্মান ট্রেন চালকদের ইউনিয়ন জিডিএল ৫০ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়৷ শনিবার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত চলে এই ধর্মঘট৷ ফলে আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল৷ যাত্রীদের পড়তে হয়েছিল ভয়াবহ ভোগান্তিতে৷
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte
ট্রেনের বিকল্প যখন বাস
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক এ ধর্মঘটে সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা বিপাকে পড়েছিলেন৷ ট্রেন ধর্মঘটের কারণে অনেকেই বিকল্প হিসেবে বেছে নেন দূরপাল্লার বাস৷
ছবি: picture-alliance/dpa/M. Reichel
যানজটের আশঙ্কা
আশঙ্কা ছিল ট্রেন ধর্মঘটের কারণে সড়কপথে চাপ বাড়বে৷ ফলে রাস্তায় যানজটের আশঙ্কা ছিল৷ এছাড়া ১১টি রাজ্যে হেমন্তের ছুটি চলছে৷ তবে যতটা আশঙ্কা করা হয়েছিল, রাস্তায় ততটা চাপ চোখে পড়েনি৷
ছবি: picture-alliance/dpa
সুনসান প্ল্যাটফর্ম
ধর্মঘটের ঘোষণা দেয়ার পর থেকেই শনিবারে প্ল্যাটফর্মগুলো জনমানবশূন্য হয়ে পড়ে৷ তবে বিদেশি যাত্রীদের কয়েকজনকে মালপত্র নিয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/T. Hase
বেশি বেতন, ওভার-টাইম কম
জিডিএল বেতনভাতা ৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে৷ সেইসাথে সপ্তাহে কর্মঘণ্টা কমিয়ে ৩৭ ঘণ্টা করার দাবি জানিয়েছে৷ এছাড়া ওভার-টাইম কমানোর দাবিও জানানো হয়েছে৷
ছবি: Getty Images/Sean Gallup
স্বাভাবিক অবস্থায় ফেরা
সোমবার রেল ধর্মঘট শেষ হওয়ার পর ইউনিয়ন থেকে জানানো হয়েছে আপাতত কোনো ধর্মঘট দেয়ার পরিকল্পনা তাদের নেই৷ কেননা জার্মান সরকার ইউনিয়নের বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করে আইন তৈরির কথা ভাবছে৷
ছবি: Reuters/Kai Pfaffenbach
11 ছবি1 | 11
এদিকে ডয়চে বান-এর কর্মকর্তা উলরিশ ওয়েবার জানিয়েছেন, তারা জিডিএল-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছেন৷ তবে মামলা করেও হয়তো খুব একটা লাভ হবেনা৷ উলরিশ জানান, এ পর্যন্ত অতীতের প্রত্যেকটি মামলায় আদালতের রায় কর্মীদের পক্ষেই গেছে৷
ট্রেন না চললেও বাস এবং ট্রাম অবশ্য চলছে৷ বাস স্টপ, ট্রাম স্টপে সকাল থেকেই প্রচুর ভীড়৷ ট্রেন চলাচল বন্ধ থাকায় দূরের যাত্রীরা পড়েছেন মহাসংকটে৷ মালবাহী ট্রেনও বন্ধ৷ এ কারণে ব্যবসারও ক্ষতি হচ্ছে প্রচুর৷ জিডিএল চারদিনেরও বেশি সময়ের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ৷ জার্মানির শিল্প প্রতিষ্ঠানের সংগঠন এই ধর্মঘটকে ‘দায়িত্বহীন' বলে অভিহিত করেছে৷