1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ট্রেন ধর্মঘটের কবলে জার্মানি

৬ নভেম্বর ২০১৪

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্যোগেও কাজ হয়নি৷ জার্মানির ট্রেন চালকদের ইউনিয়ন জিডিএল জানিয়ে দিয়েছে, এবার ১০৯ ঘণ্টার ধর্মঘট চলবে৷ সোমবার পর্যন্ত ধর্মঘট চললে জনজীবনে দুর্ভোগ বাড়বে৷

Deutschland Bahn Bahnstreik zwei Frauen in Dortmund
ছবি: Reuters/I. Fassbender

এতে আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে সাত কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে৷

গত সেপ্টেম্বর থেকে প্রায় নিয়মিত বিরতিতেই ট্রেন ধর্মঘট চলছে জার্মানিতে৷ শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধি এবং সপ্তাহে কাজ ২ ঘণ্টা কমানোর দাবি আদায়ের জন্য এর আগে পাঁচবার ধর্মঘট পালন করেছেন জার্মান রেল কোম্পানি ডয়চে বান-এর ট্রেন চালকরা৷ বুধবার বিকেল তিনটায় আবার ট্রেন চালকরা কর্মস্থল ছেড়ে যান৷ আবার ধর্মঘট কর্মসূচি পালন করলে সাধারণ জনগণের দুর্ভোগ চরমে উঠবে, আর্থিক ক্ষতিও হবে ব্যাপক- এসব বিষয় বিবেচনায় নিয়ে ট্রেন চালকদের প্রতি ধর্মঘট না করে নতুন করে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করার অনুরোধ জানিয়েছিলেন আঙ্গেলা ম্যার্কেল৷ ট্রেন চালকদের ট্রেড ইউনিয়ন জিডিএল-এর নেতাদের উদ্দেশে জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘আলোচনায় বসে এমন উপায় বের করুন যাতে দেশের ন্যূনতম ক্ষতি হয়৷'' কিন্তু তাঁর এ অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে৷ জিডিএল নেতা ভেসেলস্কি সোমবার পর্যন্ত ১০৯ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্তে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘‘জার্মান রেলওয়ে যেভাবে চাইছে তা মেনে নিয়ে আমরা আমাদের মৌলিক অধিকার ছেড়ে দেব না৷''

এদিকে ডয়চে বান-এর কর্মকর্তা উলরিশ ওয়েবার জানিয়েছেন, তারা জিডিএল-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছেন৷ তবে মামলা করেও হয়তো খুব একটা লাভ হবেনা৷ উলরিশ জানান, এ পর্যন্ত অতীতের প্রত্যেকটি মামলায় আদালতের রায় কর্মীদের পক্ষেই গেছে৷

ট্রেন না চললেও বাস এবং ট্রাম অবশ্য চলছে৷ বাস স্টপ, ট্রাম স্টপে সকাল থেকেই প্রচুর ভীড়৷ ট্রেন চলাচল বন্ধ থাকায় দূরের যাত্রীরা পড়েছেন মহাসংকটে৷ মালবাহী ট্রেনও বন্ধ৷ এ কারণে ব্যবসারও ক্ষতি হচ্ছে প্রচুর৷ জিডিএল চারদিনেরও বেশি সময়ের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ৷ জার্মানির শিল্প প্রতিষ্ঠানের সংগঠন এই ধর্মঘটকে ‘দায়িত্বহীন' বলে অভিহিত করেছে৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ