জার্মানির এসিপিডি দল পর পর দু'বার রাজ্য নির্বাচনে খারাপ ফল করায় চ্যান্সেলর শলৎসের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে৷ ইউক্রেন সংকটের মাঝে এমন আস্থার অভাব সরকারি জোটের উপর প্রভাব ফেলতে পারে৷
বিজ্ঞাপন
জার্মানির চ্যান্সেলর হবার পর ওলাফ শলৎস মাত্র একটি রাজ্যে নিজের এসপিডি দলের জয়ের স্বাদ পেয়েছেন, তাও ক্ষুদ্র ও জনবিরল সারলান্ডে দলের নেতার জনপ্রিয়তাকেই সেই সাফল্যের কারণ হিসেবে স্বীকার করা হয়েছে৷ উত্তরের শ্লেসভিক হলস্টাইন রাজ্যে রক্ষণশীল সিডিইউ দলের নেতাও নিজস্ব জনপ্রিয়তার বলে এসপিডি-কে হারিয়েছেন৷ কিন্তু রোববার জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ায় এসপিডি দলের ভরা়ডুবির জন্য শলৎসকেই আংশিক দায়ী করা হচ্ছে৷ নির্বাচনি প্রচারে তার পোস্টার, জনসভায় তার জ্বালাময়ী ভাষণ, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে তার ঘনিষ্ঠতা সত্ত্বেও এসপিডি দলের রেকর্ড মাত্রার খারাপ ফলাফল এসেছে৷ তবে রাশিয়া, বিশেষ করে পুটিনের সঙ্গে এসপিডি দলের অতীত দহরম মহরমও ভোটারদের বিরক্তির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে৷ জনমত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ভুল প্রমাণিত করে আবার বিপুল নির্বাচনি সাফল্য পেয়েছে রক্ষণশীল সিডিইউ দল৷
সমালোচকরা বলছেন, ইউক্রেন সংকটের মাঝে শক্ত হাতে দেশের হাল ধরা এবং জনসাধারণের সামনে নিজস্ব অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন শলৎস৷ অথচ তাঁরই জোট সরকারের প্রধান শরিক সবুজ দল ক্ষমতায় থেকে ভোটারদের আরও আস্থা অর্জন করছে৷ রোববারের রাজ্য নির্বাচনে বিপুল ভোট পেয়ে ভবিষ্যৎ সরকারের ‘কিংমেকার' হয়ে উঠেছে তারা৷ সরকারের তৃতীয় শরিক উদারপন্থি এফডিপি দল এসপিডি-র মতোই খারাপ ফল দেখিয়ে আবার চাপের মুখে পড়েছে৷ উত্তরের লোয়ার স্যাক্সনি রাজ্যে আসন্ন নির্বাচনে শলৎসের এসপিডি ও উদারপন্থি এফডিপি দল ভালো ফল করতে না পারলে বার্লিনে সরকারি জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে৷ চ্যান্সেলর হিসেবে শলৎসের কর্তৃত্বও দুর্বল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে৷
পর পর দুটি রাজ্যে পরাজয়ের ফলে জার্মানির সংসদের উচ্চ কক্ষ বুন্ডেসরাটে এসপিডি দলের ক্ষমতা কমে যেতে পারে৷ সংসদের দুই কক্ষেই আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী ইউনিয়ন শিবির আরও জোরালো প্রতিরোধ করতে পারে৷ বিশেষ করে দুটি রাজ্যে জয়ের স্বাদ পেয়ে চাঙ্গা বোধ করছেন সিডিইউ দলের নতুন নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস৷ দেশের সংকটের সময়ে সরকারের সঙ্গে সহযোগিতার প্রাথমিক আশ্বাস সত্ত্বেও তিনি শলৎসের নীতির বিরুদ্ধে বার বার সরব হচ্ছেন৷
নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে নির্বাচনি বিপর্যয় সত্ত্বেও ক্ষমতায় ফেরার আশা ছাড়ছে না এসপিডি দল৷ সবুজ দলের সহায়তায় আগামী রাজ্য সরকারের অংশ হবার স্বপ্ন দেখছেন দলের সাধারণ সম্পাদক কেভিন ক্যুনার্ট৷ তাঁর মতে, ভোটাররা বিদায়ী সরকারি জোটের বিরুদ্ধে ভোট দেওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ ভালেন নামের এক গবেষণা সংস্থাও এসপিডি ও সবুজ দলের জোট সরকারের প্রতি ভোটারদের সমর্থন রয়েছে বলে বিশ্লেষণ করেছে৷ অন্যদিকে সিডিইউ নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী হেন্ডরিক ভ্যুস্টও সবুজ দল বা এসপিডি-র সঙ্গে জোট সরকার গড়ার চেষ্টা চালাবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷
এসবি/এসিবি (ডিপিএ, এপি)
এক নজরে জার্মানির ১৬ রাজ্য
এক শতকে দুই বিশ্বযুদ্ধ, নাৎসিবাদের উত্থান, দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কয়েক দশক পর পুনরেকত্রীকরণ, নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে জার্মানি৷ এখন ইউরোপের নেতৃত্বে থাকা দেশটিতে রয়েছে ১৬টি রাজ্য৷
ছবি: Reuters/F. Bensch
বাডেন-ভ্যুর্টেমব্যার্গ
দক্ষিণ-পশ্চিম জার্মানির এ রাজ্যটিতে ফ্রান্স এবং সুজারল্যান্ডের সঙ্গে সীমান্ত রয়েছে৷ সুবিশাল ব্ল্যাক ফরেস্ট এবং হাইডেলবার্গ দুর্গের ধ্বংসাবশেষ দেখতে অনেকের পছন্দ এই রাজ্য৷ রাজ্যের রাজধানী স্টুটগার্ট৷
বাভারিয়া
জার্মানির সবচেয়ে বড় রাজ্য বাভারিয়ার রাজধানী মিউনিখ৷ দেশটির ভূখণ্ডের প্রায় পাঁচ ভাগের এক ভাগ জুড়ে এ রাজ্য৷ জার্মানির অন্য সব অঞ্চলের তুলনায় বাভারিয়ার সংস্কৃতি বেশ আলাদা, এমনকি ভাষাও৷ আল্পসের সৌন্দর্য দেখতে, বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্ট দেখতে বাভারিয়া আসতেই হবে৷
বার্লিন
জার্মানির রাজধানী বার্লিন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিম ও পূর্বে ভাগ করা হয় জার্মানি৷ বার্লিন ওয়ালের মাধ্যমে ভাগ হয় বার্লিনও৷ কিন্তু বহু সংস্কৃতির সংমিশ্রণে এখন বার্লিনকে মনে করা হয় জার্মানির সবচেয়ে পরিবর্তনশীল এলাকা হিসেবে৷ রাজধানী হিসেবে বার্লিন পেয়েছে রাজ্যের মর্যাদা৷
ব্রান্ডেনবুর্গ
রাজধানী বার্লিনকে ঘিরে অবস্থিত ব্রান্ডেনবুর্গ রাজ্য৷ বেশ কিছু চোখ ধাঁধানো প্রাসাদ, রোমান সভ্যতার ধ্বংসাবশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এ রাজ্য জুড়ে৷ ব্রান্ডেনবুর্গের রাজধানী পটসডাম৷
ব্রেমেন
জার্মানির সবচেয়ে ছোট রাজ্য ব্রেমেন৷ জনসংখ্যার দিক দিয়েও সবচেয়ে ছোট এটি৷ তবে ঐতিহ্যের দিক দিয়ে অন্য কোনো রাজ্যের চেয়ে কম নয় এটি৷ মাত্র দুটি শহর রয়েছে রাজ্যটিতে- ব্রেমেন এবং ব্রেমারহাভেন৷
হামবুর্গ
উত্তর জার্মানির এই শহরটিও পেয়েছে রাজ্যের মর্যাদা৷ শুধু বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাই নয়, স্ক্যান্ডিনেভিয়ায় ও নর্ডিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রাখে এই বন্দরনগরীটি৷
হেসে
হেসে রাজ্যের রাজধানী ভিসবাডেন৷ রাজ্যের সবচেয়ে বড় শহর ফ্রাঙ্কফুর্ট৷ জার্মান সাহিত্যিক ইয়োহান ভল্ফগাঙ ফন গ্যোয়েটের জন্ম এই শহরেই৷
লোয়ার সাক্সনি
নর্থ সি বা উত্তর সাগরের পাড়ে অবস্থিত এই রাজ্য৷ রাজ্যটির রাজধানী হানোফার৷ ছড়িয়ে থাকা সমুদ্রসৈকতের কারণেই অনেক জার্মানের কাছে ছুটি কাটানোর জন্য এই রাজ্যটি পছন্দের৷
মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়া
বাল্টিক সাগরের পাড়ে অবস্থিত এ রাজ্যটির রাজধানী শ্ভেরিন৷ রাজ্যটির সাগরপাড়ে এত বেশি রিসোর্ট রয়েছে, মজা করে রাজ্যটিকে মাঝেমধ্যে বার্লিনের বাথটাবও বলা হয়৷
নর্থ রাইন-ওয়েস্টফালিয়া
নানা সংস্কৃতির সফল সম্মীলন ঘটেছে এ রাজ্যে৷ এ রাজ্যের রাজধানী ড্যুসেলডর্ফ৷ বিভক্ত জার্মানিতে পশ্চিম জার্মানির রাজধানী বন শহরও এই রাজ্যেই অবস্থিত৷
রাইনলান্ড-পালাটিনেট
প্রতিবেশী তিন দেশ বেলজিয়াম, ফ্রান্স ও লুক্সেমবার্গের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের৷ রাজ্যটির রাজধানী মাইনৎস৷ জার্মানির সবচেয়ে বড় ওয়াইন প্রস্তুতকারক অঞ্চলগুলোর অন্যতম এটি৷
সারলান্ড
রাজ্যটির মধ্য দিয়ে বয়ে যাওয়া সার নদীর নাম অনুসারে নামকরণ হয়েছে এ রাজ্যের৷ লুক্সেমবার্গ ও ফ্রান্সের সঙ্গে সীমান্তে এ রাজ্য অবস্থিত৷ ফরাসি ও জার্মান সংস্কৃতির মিলন ঘটেছে এ রাজ্যে৷ এর রাজধানীর নাম সারব্র্যুকেন৷
শ্লেভিগ-হোলশ্টাইন
ডেনমার্ক সীমান্তে অবস্থিত জার্মানির এ রাজ্য৷ রাজ্যটির দুই পাশে রয়েছে দুই সাগর- একদিকে উত্তর সাগর, অন্যদিকে বাল্টিক সাগর৷ এ রাজ্যের রাজধানী কিল৷
সাক্সনি-আনহাল্ট
এ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য৷ এক রোমান সম্রাটের সমাধি, প্রাচীন দুর্গ ও প্রাসাদ এবং মার্টিন লুথারের জন্মস্থানও এই রাজ্যে৷
সাক্সনি
সাক্সনি-আনহাল্ট রাজ্যের পাশেই অবস্থিত সাক্সনি রাজ্য৷ পূর্ব জার্মানির এ রাজ্যটি বিভক্ত জার্মানির সমাজতান্ত্রিক অংশে ছিল৷ পোল্যান্ডের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যটির, রাজধানী ড্রেসডেন৷
ঠুরিঙ্গিয়া
ভার্টবুর্গ, ভাইমার, গ্যোটে, গ্রোপিয়াসসহ নানা বিখ্যাত জার্মানের সঙ্গে জড়িয়ে আছে পূর্ব জার্মানির রাজ্য ঠুরিঙ্গিয়ার নাম৷ রাজ্যের রাজধানীর নাম এরফুর্ট৷