1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

আবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পুটিনের

৬ জুন ২০২৪

এক বিরল সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিলেন৷

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
সংবাদ সম্মেলনে পুটিন দাবি করেছেন, পশ্চিমা বিশ্ব চাইলে দুই বা তিন মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতোছবি: Mikhail Metzel/REUTERS

রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা ঘটলে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিলেন তিনি৷

ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলার ছাড়পত্র পাওয়ার ফলে যুদ্ধের গতিপ্রকৃতি যে বদলে যেতে পারে, মস্কোয় সেই আশঙ্কা বেড়ে চলেছে৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের আরো গভীরে হামলা হলে তিনি অ্যামেরিকা ও ইউরোপের খুব কাছে অন্যান্ত দেশেও প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারেন৷ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির উচ্চপদস্থ সম্পাদকদের সঙ্গে প্রথম সাক্ষাতে পুটিন এমন হুঁশিয়ারি দিয়েছেন৷ তিনি আরো বলেন, যে রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না, পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল৷

আপাতত অ্যামেরিকা ও ইউরোপের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেনকে কিছু শর্ত মেনে চলতে হচ্ছে৷ খারকিভের উপর রাশিয়ার হামলার প্রেক্ষাপটে সীমান্তের ঠিক অপর প্রান্তে রাশিয়ার লক্ষ্যবস্তুর উপর কিছু পশ্চিমা অস্ত্র প্রয়োগের ছাড়পত্র পেয়েছে রাশিয়া৷ পুটিন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, ইউক্রেন যদি আরো শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানে, সে ক্ষেত্রে পশ্চিমা বিশ্বও রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে৷ বিশেষ করে অ্যামেরিকার অ্যাটাক্যামস এবং ব্রিটেন ও ফ্রান্সের মিসাইল সিস্টেম হামলার সময়ে ধ্বংস করা হবে বলে তিনি হুমকি দেন৷ পুটিন বলেন, উন্নত মিসাইল ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের সামরিক বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ ও লক্ষ্যবস্তু বাছাইয়ের কাজে জড়িত থাকেন৷ সে কারণে মস্কোও বিশ্বের যে কোনো প্রান্তে ‘অপ্রতিসম' পদক্ষেপ নিতে পারে৷ মার্কিন সেনাবাহিনী অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে৷

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের মনে ইউক্রেন সম্পর্কে কোনো আগ্রহ নেই৷ তারা নিজের দেশের মহিমায় আগ্রহী৷ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের পরোয়া না করে পুটিন বলেন, অ্যামেরিকা ভেতর থেকেই নিজেকে এবং নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা  পুড়িয়ে দিচ্ছে৷ বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি৷ তবে জো বাইডেন বা ট্রাম্প, যিনিই অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হোন না কেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তনের আশা করছেন না পুটিন৷ রাশিয়ার প্রেসিডেন্ট বাইডেনকে লেখা এক চিঠির উল্লেখ করে দাবি করেন, যে পশ্চিমা বিশ্ব চাইলে দুই বা তিন মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতো৷ ওয়াশিংটন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করলেই নাকি শান্তি ফেরানো সম্ভব হতো৷ তিনি আরো দাবি করেন, ইউক্রেনের হাতে ১,৩০০-রও বেশি রুশ সৈন্য বন্দি রয়েছে৷ রাশিয়া ৬,৪০০-রও বেশি ইউক্রেনীয় সৈন্যকে যুদ্ধবন্দি করেছে৷

এসবি/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ