কাশ্মীরের কুলগামে খুন হলেন বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য সাজাদ আহমেদ খান্ডে। এই নিয়ে একমাসের মধ্যে কাশ্মীরে চারজন বিজেপি নেতাকে খুন করা হলো।
বিজ্ঞাপন
দুই দিন আগেই খুন হয়েছেন কুলগামের এক বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য আরিফ আহমেদ। একই এলাকায় আবার এক বিজেপি নেতাকে মারল সন্ত্রাসীরা। সাজাদ ছিলেন জেলার বিজেপি সহ সভাপতি। তাঁর বাড়ির কাছেই তাঁকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটা নতুন সন্ত্রাসবাদী গোষ্ঠী রেসিসটেন্স ফ্রন্ট এই হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, জইশ, লস্কর এবং হিজবুল মুজাহিদিন কর্মীদের নিয়ে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।
বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে এমন দিনে, যেদিন জম্মু ও কাশ্মীরের জন্য নতুন লেফটানান্ট গভর্নর নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বাসভাজন নেতা মনোজ সিনহাকে নতুন লেফটানান্ট গভর্নর করা হয়েছে। ২০১৪ থেকে ১৯ পর্যন্ত মনোজ সিনহা মোদী মন্ত্রিসভায় ছিলেন। তাঁকে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর দেখভাল করার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন মোদী। এমনকী তাঁকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করার কথাও ভাবা হয়েছিল। পরে অবশ্য যোগী আদিত্যনাথ সেখানে মুখ্যমন্ত্রী হন।
কাশ্মীরে গুলিতে নিহত দাদা, বেঁচে গেল নাতি
ভারতের জম্মু ও কাশ্মীরের সোপোর শহরে বুধবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর সৈনিকদের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের মাঝে পড়ে যায় একটি গাড়ি৷ তাতে সেই গাড়ির একজন মারা গেলেও প্রাণে বেঁচে যায় তাঁর তিন বছরের নাতি৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Mattoo
মসজিদের কাছেই মর্মান্তিক ঘটনা
সিআরপিএফ সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, স্থানীয় এক মসজিদের কাছে সিআরপিএফের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়৷এর মাঝেই গাড়ি থেকে নেমে পালাতে উদ্যোগী হন চালক৷ কিন্তু শেষ রক্ষা হলো না৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo
সাম্প্রতিক আরেক ঘটনা
কিছুদিন আগে কাশ্মীরের অনন্তনাগ অঞ্চলে সিআরপিএফ-এর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে ৬ বছরের একটি ছেলের মৃত্যু হয়৷
ছবি: picture-alliance/AP Photo/M. Khan
শোকস্তব্ধ পরিবার
বুধবারের ঘটনায় নিহত ব্যক্তির শরীরের ওপর বসে কাঁদতে দেখা যায় তাঁর তিন বছর বয়সি নাতিকে৷ সেই দৃশ্যের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে৷ ছবিতে নিহত বাশির আহমেদের পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে৷
ছবি: AFP/T. Mustafa
শিশুটি এখন নিরাপদ আশ্রয়ে
বেঁচে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছে কাশ্মীর পুলিশ৷ পুলিশ তাকে মায়ের কাছে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই৷ ছবিতে সে হাসিমুখে স্বজনের কোলে৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Mattoo
প্রশ্নের মুখে কাশ্মীরে নাগরিক জীবন
তিন বছরের শিশুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগামাধ্যমে শুরু হয় জম্মু ও কাশ্মীরে সাধারন মানুষের জীবনের নিরাপত্তা নিরাপত্তা নিয়ে আলোচনা৷ অনেকেই অভিযোগের আঙুল তোলেন কাশ্মীর পুলিশের দিকে৷ তাদের বক্তব্য, যে পুলিশ গুলি চালায়, তারাই পরে শিশুকে রক্ষা করে, আবার তারাই কাঁদতে থাকা শিশুর ভিডিও ছড়ায়৷ ওপরের ছবিতে মৃত বাশিরের জানাজার দৃশ্য৷
ছবি: Getty Images/AFP/T. Mustafa
5 ছবি1 | 5
মনোজ সিনহা কম কথা বলেন। কিন্তু কড়া প্রশাসক হিসাবে তাঁর খ্যাতি আছে। তাঁর পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে মনোজ সিনহার ওপর ভরসা করেন মোদী।
এক বছর আগে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুইটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। কিন্তু এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে গোলমাল চলছে। প্রায়ই বিজেপি নেতাদের খুন করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীও আক্রান্ত হচ্ছে। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশিও চলছে। সবমিলিয়ে পরিস্থিতি উত্তেজক। এই পরিস্থিতিতে মনোজ সিনহাতেই আস্থা রাখলেন মোদী।