1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার বেপরোয়া আওয়ামী লীগ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৮ নভেম্বর ২০১৬

আাওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মধ্যে আবারো বেপরোয়া ভাব৷ সংখ্যালঘু নির্যাতন থেকে মুক্তিযোদ্ধা নির্যাতন – সব ক্ষেত্রেই এদের নাম আসছে৷ ঢাকায় এক সাংবাদিককে পুড়িয়ে হত্যার চেষ্টার সময়ও আ. লীগের নাম ব্যবহার করা হয়৷

বাংলাদেশে সহিংসতা
ছবি: picture-alliance/dpa

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০শে অক্টোবর সংখ্যালঘুদের ওপর হামলার পর সারাদেশেই সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে৷ ঐ ঘটনার পর অন্তত আরো ছয়টি হামলার ঘটনা ঘটে সারাদেশে৷ এছাড়া নাসিরনগরে ৩০শে অক্টোবরের হামলার পর আরো দু'দফা হামলার ঘটনা ঘটে৷ সেই হামলার ঘটনায় এটা স্পষ্ট যে, এর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জড়িত৷ এই হামলায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ তারা হামলার দিন সকালে কর্মীদেরসহ লাঠিসোটা নিয়ে ধর্ম অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেন৷ সেই সমাবেশ থেকেই হামলা চালানো হয়৷

মাহবুব উল আলম হানিফ

This browser does not support the audio element.

তবে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হলেও এখনো তাদের আইনের আওতায় নেয়া হয়নি৷ শুধু তাই নয়, নাসিরনগরের সংসদ সদস্য এবং মৎস্যমন্ত্রী ছায়েদুল হক এখনো তাদের প্রটেকশন দিয়ে যাচ্ছেন৷ মঙ্গলাবারও তিনি নাসিরনগরে এক সমাবেশে বলেন, ‘‘তিলকে তাল করা হয়েছে, মাত্র চার-পাঁচটি বাড়িতে হামলা হয়েছে৷''

এদিকে ঝিনাইদহে ৬৫ বছরের এক মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল৷ ঐ মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে৷ মুক্তিযোদ্ধার নাম মোক্তার আহমেদ মৃধা৷ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি৷ জেলা আওয়ামী লীগের সদস্য৷ ১৮ই অক্টোবর সন্ধ্যার দিকে শৈলকুপার কবিরপুরে জাকির মেডিকো নামে একটি ওষুধের দোকানের সামনে প্রথমে তার ছেলে খোরশেদ মৃধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়৷ এরপর ভিতরে বসা মুক্তার আহমেদ মৃধাকে নির্মম নির্যাতন করা হয়৷ তারা এখন ঢাকায় চিকিৎসাধীন আছেন৷

মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা

This browser does not support the audio element.

আহত মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা ডয়চে ভেলেকে জানান, ‘‘আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইয়ের ক্যাডাররা আমার ওপর হামলা চালায়৷ আমার অপরাধ আমি টেন্ডার জমা দিয়েছিলাম৷'' তিনি জানান, এখন হামলাকারীরা সবাই আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷

তিনি আক্ষেপ করে আরো বলেন, ‘‘মুক্তিযোদ্ধা হিসেবে এই নির্যাতনের শিকার হওয়ার আগে আমার মরে যাওয়া ভালো ছিল৷'

এদিকে রবিবার পুরনো ঢাকা অবৈধ পলিথিন কারখানা নিয়ে রিপোর্ট করতে দিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান এবং ক্যামেরাম্যান শাহীন আলম৷ শাকিল হাসানের গায়ে  কোরোসিন ঠেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়৷ শাহীন ডয়চে ভেলের কাছে অভিযোগ করেন, ‘‘হামলাকারী বলে আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ জন্ম দেই৷ সাংবাদিক মারলে কিছু হয় না৷''

তিনি আরো অভিযোগ করেন, ‘‘ঘটনাস্থল থেকে থানা পায়ে হেঁটে ১০ মিনিটের পথ হলেও পুলিশ আসে দেড় ঘণ্টা পর৷ আর এখনো অপরাধীরা আটক হয়নি৷''

শাকিল হাসান

This browser does not support the audio element.

এছাড়া ঢাকার গুলিস্তানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা দুই ছাত্রলীগ নেতা সাব্বির রহমান ও আশিকুর রহমান দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি৷ সংবাদমাধ্যমে লেখালেখির কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা হলেও তারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে৷ জানা গেছে, তারা নাকি এখনো এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় আছে৷

এ সব বিষয় নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই ঘটনাগুলোকে এক করে দেখলে চলবে না৷ নাসিরনগরের ঘটনা তারাই ঘটিয়েছে, যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে৷ যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়৷ যারা হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটিয়েছে৷''

তাঁর কথায়, ‘‘ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা নির্যাতনের বিষয়টিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সাংবাদিক নির্যাতনসহ অন্য ঘটনায়ও আইনি ব্যবস্থা শুরু হয়ে গেছে৷''

বন্ধুরা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ