1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ব্যর্থ ম্যার্কেল, ইইউ নেতাদের মতবিরোধ প্রকাশ্যে

১ জুলাই ২০১৯

সারারাত আলোচনা করেও ইইউ শীর্ষ নেতারা ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারলেন না৷ ইউরোপীয় নেতা হিসেবে জার্মান চ্যান্সেলরের দুর্বলতা আবার স্পষ্ট হয়ে উঠলো৷

EU-Gipfel in Brüssel | Angela Merkel, Bundeskanzlerin
ছবি: Reuters/Y. Herman

সাধারণত ঐকমত্যের ভিত্তিতেই ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়৷ ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন ও সদস্য দেশগুলির সরকার পরস্পরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এমন পদক্ষেপ নেয়, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং যার অনুমোদন নিয়ে সমস্যা হবে না৷ কিন্তু এবারের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের পর সহজে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না৷ ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় পার্লামেন্টের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদগুলির জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অচলাবস্থা কিছুতেই কাটছে না৷ রবিবার বিশেষ শীর্ষ সম্মেলনেও ইইউ নেতারা কোনো সমাধানসূত্র স্থির করতে পারেননি৷ ফলে সারা রাত ধরে তর্কবিতর্কের পর সোমবার সকালেও কোনো সিদ্ধান্ত জানা গেল না৷

এই সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইউরোপের কিছু শীর্ষ নেতা জাপানের ওসাকা শহরে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে সমাধানসূত্রের একটা খসড়া প্রস্তুত করেছিলেন৷ ‘সুশি চুক্তি' হিসেবে পরিচিত সেই আপোশ অনুযায়ী প্রধান রাজনৈতিক শিবিরগুলিকে সন্তুষ্ট রাখতে পদ বণ্টনের ক্ষেত্রে একটা রফা স্থির হয়েছিল৷ এর আওতায় ইইউ-র ২৮টি সদস্য দেশ নেদারল্যান্ডসের সামাজিক গণতন্ত্রী নেতা ফ্রান্স টিমারমান্সকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করবেন বলে স্থির করা হয়েছিল৷ এর বদলে রক্ষণশীল দলের প্রার্থী মানফ্রেড ভেবার ইইউ পার্লামেন্টের প্রধান হতে পারবেন৷ ইইউ সদস্য দেশগুলির পরিষদের প্রধান হিসেবে উদারপন্থি শিবিরের কোনো প্রার্থীকে বাকিরা মেনে নেওয়া হবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলএই বোঝাপড়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন৷

রবিবার রাতে ম্যার্কেল রক্ষণশীল শিবিরের সামনে এই প্রস্তাব পেশ করার পর অনেক নেতাই সরাসরি সেটি প্রত্যাখ্যান করেন৷ তাঁদের যুক্তি, সমর্থন কমে গেলেও ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীল শিবিরেরই জয় হয়েছে৷ তাই কমিশনের প্রেসিডেন্ট পদে অন্য কোনো শিবিরের প্রার্থী মেনে নেওয়া সম্ভব নয়৷ তাঁদের এই ‘বিদ্রোহ' মূল সম্মেলনের সময় পিছিয়ে দিতে বাধ্য করে৷ প্রায় ৩ ঘণ্টা পর শীর্ষ নেতাদের নৈশভোজ শুরু হয়৷ তারপর ভোররাত পর্যন্ত দরকষাকষি চলতে থাকে৷ উল্লেখ্য, ২৮টি দেশের মধ্যে কমপক্ষে ২১ দেশের সরকার প্রধানের সমর্থন পেলে তবেই কোনো প্রার্থীর মনোনয়ন পরের ধাপে পৌঁছতে পারে৷ 

জাপানে ম্যার্কেল একটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছিলেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের রীতি নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, শেষ পর্যন্ত তিনি সেই অবস্থান থেকে সরে যেতে রাজি হন৷ কিন্তু রক্ষণশীল শিবিরের বাকি নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই ‘রফা' করে শেষ পর্যন্ত কোনো লাভ হলো না৷ বিশেষ করে হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো দেশ এমন প্রচেষ্টার ফলে ক্ষুব্ধ হয়েছে৷ ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিমারমান্স এই সব দেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে৷ ইউরোপীয় নেতা হিসেবে ম্যার্কেলের কর্তৃত্বও কতটা দুর্বল হয়ে পড়েছে, এই ঘটনা সেই বাস্তব আবার তুলে ধরলো৷

সোমবার সকালে শীর্ষ নেতারা ঐকমত্যের উদ্দেশ্যে আবার মিলিত হচ্ছেন৷ কমিশন, পরিষদ ও পার্লামেন্টের প্রধান ছাড়াও পররাষ্ট্র বিষয়ক প্রধান ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের পদে প্রার্থী চূড়ান্ত করতে হবে৷ আরও বিলম্ব হলে ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে সংঘাতের আশঙ্কা রয়েছে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ