1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ভারত-পাকিস্তান বাগযুদ্ধ

শামিল শামস/এসি১৪ জুন ২০১৫

গত কয়েক মাস কিছুটা শান্ত থাকা দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যেন বাক্যের ঝঞ্ঝনা শুরু হয়েছে৷ কিন্তু তা-তে কোনো পক্ষের লাভ হচ্ছে কি?

Grenze Patrouille Indien Pakistan
ছবি: dapd

তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, তাঁর দেশ ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের পরিত্রাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে৷ অপরদিকে পাকিস্তানের চিরকালের অভিযোগ যে, ভারত ঢাকার বিচ্ছিন্নতাবাদী প্রয়াসকে প্রেরণা এবং মদত দিয়েছিল৷ বিশেষজ্ঞরা এবার বলছেন যে, বাংলাদেশে মোদীর সর্বাধুনিক মন্তব্য পাকিস্তানের অভিযোগকেই আরো জোরদার করেছে – অপরদিকে বাঙালিদের নিজস্ব সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ গত বুধবার সেনেটে বলেন যে, মোদীর মন্তব্য পাকিস্তানের ‘‘ভেঙে যাওয়ায়'' ভারতের সংশ্লিষ্ট থাকার স্বীকৃতি৷ সেনেটে অন্যান্য মন্ত্রীরা পশ্চিমের বালুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নতুন দিল্লির সমর্থন ও সাহায্যের কথা বলেন৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফছবি: Reuters

লাহোরের রাজনৈতিক কর্মী ইদ্রিস আহমেদ ডয়চে ভেলেকে বলেন: ‘‘(মোদীর মন্তব্য) সম্পূর্ণ অপ্রয়োজনীয়৷ এ কথা বলে তিনি ঢাকার কোনো উপকার করেননি৷ তিনি সম্ভবত বলতে চেয়েছিলেন যে, ভারত বাংলাদেশের সংগ্রামে নৈতিক ও রাজনৈতিক সাহায্য দিয়েছে৷ কিন্তু এর ফলে ইসলামাবাদে যুদ্ধপন্থিরাই উৎসাহ পাবে৷''

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার ভারতের একটি সংবাদপত্রকে বলেন: ‘‘ভারতের প্রধানমন্ত্রী খোলামনে বলেছেন যে, ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে৷ এর অর্থ পাকিস্তানে হস্তক্ষেপ নয়, কেননা বন্ধু প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, যার স্বাধীনতা ঘোষণা করা হয় ১৯৭১ সালের ২৬শে মার্চ৷ কাজেই এটি একটি তৃতীয় দেশের বিরুদ্ধে যুদ্ধে এক দেশের আরেক দেশের প্রতি সমর্থন৷''

ওদিকে ভারতের তথ্য ও সম্প্রচার উপমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বুধবার বলে বসেছেন যে, ভারত ‘‘আমাদের বাছাই করা স্থান এবং সময়ে ‘শল্যচিকিৎসা মূলক' আক্রমণ চালাবে'' – যার পটভূমিতে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মিয়ানমারে অবস্থানকারী বিদ্রোহীদের বিরুদ্ধে আন্তঃ-সীমান্ত আক্রমণ৷ ‘‘পশ্চিমে গোলযোগের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে,'' রাঠোর সেই সংবাদ সম্মেলনে বলেন৷ প্রশ্নটা ছিল: ভারত পাকিস্তান সীমান্তে অনুরূপ আক্রমণ চালাতে পারে কিনা৷

পাকিস্তানের প্রতিক্রিয়াও আসে দ্রুত৷ স্বরাষ্ট্রমন্ত্রী চৌধরি নিসার আলি খান বৃহস্পতিবার বলেন: ‘‘আমাদের সামরিক বাহিনী যে কোনো বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে পুরোপুরি সক্ষম এবং ভারতীয় নেতাদের দিবাস্বপ্ন দেখা বন্ধ করা উচিত৷'' ভারতের পাকিস্তানকে মিয়ানমারের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় – তিনি আরো যোগ করেন৷ পাকিস্তানের সেনাপ্রধান রহিল শরিফও ভারতকে ‘‘পাকিস্তানের ওপর কুনজর'' দেওয়া সম্পর্কে সাবধান করে দেন৷

এই নতুন বাগযুদ্ধ থেকে শুধু উভয় দেশের সামরিক বাহিনী, অস্ত্রশিল্প, উগ্র জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় উগ্রপন্থিরা লাভবান হবে, বলে ইদ্রিস আহমেদ মনে করেন: ‘‘ভারতীয় রাজনীতিকরা কা-র উপকার করার চেষ্টা করছেন? (পাকিস্তানের) প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেসামরিক সরকারের নিশ্চয় নয়৷ তাঁরা পাকিস্তানের সেনাবাহিনীর হর্তাকর্তা এবং তাঁদের তাঁবেদার ইসলামপন্থিদের দেশে বিদ্বেষ ও যুদ্ধবাজ পরিবেশ সৃষ্টি করার সুযোগ এনে দিচ্ছেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ