হোয়াইট হাউস থেকে বিদায় নেবার পর প্রকাশ্যে তাঁকে বেশি দেখা যায়নি৷ এবার নিজের শহর শিকাগোয় ছাত্রছাত্রীদের সঙ্গে অন্তরঙ্গ আলাপে মেতে উঠলেন বারাক ওবামা৷ পরোক্ষভাবে ট্রাম্প প্রসঙ্গও উঠে এলো৷
বিজ্ঞাপন
উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পরঅ্যামেরিকায় যখন বিহ্ললতার ছায়া নেমে এসেছে, প্রেসিডেন্ট ওবামা তখনও ভবিষ্যৎ সম্পর্কে আশা না ছাড়ার পরামর্শ দিচ্ছিলেন মানুষকে৷ এবার ট্রাম্প প্রশাসনের ১০০ দিন পূর্তির ঠিক আগে প্রায় একই সুর শোনা গেল ওবামার কণ্ঠে৷
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর বার্তা হলো, হাত গুটিয়ে বসে থাকলে কিছু হবে না৷ বিশেষ করে তরুণ প্রজন্মকে হাল ধরতে এগিয়ে আসতে হবে৷ সমাজ ও রাজনীতির ক্ষেত্রে তাদের সক্রিয় হতে হবে৷ বর্তমান রাজনৈতিক বিভাজনের সময় এমনটা অত্যন্ত জরুরি৷
শিকাগো বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রায় ৪০০ দর্শকের সামনে ওবামা তাঁর স্বভাবসিদ্ধ রসিকতা করতে ছাড়েননি৷ প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘‘আমি চলে যাবার পর কী কী হয়েছে?'' পরে এক ছাত্র যখন স্মৃতিচারণ করে বলেন যে, ওবামা প্রেসিডেন্ট হবার সময়ে তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন, তখন ওবামা হেসে বলেন, তিনি তাহলে বেশ বুড়ো হয়ে গেছেন৷ সেলফি সম্পর্কে তরুণ-তরুণীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, তাঁর ছাত্রজীবনে এমন ঢালাওভাবে ছবি তোলার সুযোগ থাকলে এবং সে সব ছবি প্রকাশিত হলে তিনি সম্ভবত প্রেসিডেন্ট হতে পারতেন না৷
শুধু পরামর্শ ও উপদেশ নয়, প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ওবামা এখনও সমাজে অবদান রাখতে চান৷ ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে তিনি কাজ করার আগ্রহ দেখিয়েছেন৷ তারা দায়িত্ব গ্রহণ করে বিশ্বে পরিবর্তন আনতে চাইলে তিনি সাহায্য করবেন৷ শিকাগো শহরে ‘ওবামা সেন্টার' গড়ে তোলা হচ্ছে, যেখানে তরুণ প্রজন্মকে সক্রিয় করে তোলার কাজ হবে৷
সোমবারের ভাষণে তিনি ওয়াশিংটনের ক্ষমতাকেন্দ্রে কিছু সমস্যারও উল্লেখ করেন৷ বিশেষ করে রাজনীতি জগতে ‘টাকার গরম' এমন মাত্রায় পৌঁছেছে, তার ফলে ঐকমত্য কঠিন হয়ে উঠছে৷ বিশেষ কিছু মহল তাদের স্বার্থ চরিতার্থ করতে ওয়াশিংটনে আধিপত্য করে চলেছে বলে মনে করেন ওবামা৷
উল্লেখ্য, আগামী মাসে ওবামা বার্লিনে ব্রান্ডেনবুর্গ তোরণের সামনে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের এক অনুষ্ঠানে ভাষণ দেবেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গেও আলোচনা করবেন তিনি৷
সংগীতপ্রেমী প্রেসিডেন্ট ওবামা
শুধু শোনাই নয়, মাঝেমধ্যে প্রতিভা দেখাতে গান গাইতেও দেখা গেছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে৷ ছবিঘরে সংগীতের প্রতি ওবামার ভালোবাসার কথা থাকছে৷
ছবি: Getty Images/A. Guerrucci-Pool
বিয়ন্সে আর জে জেড
এই দম্পতির বেশ ভক্ত ওবামা৷ ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ নেয়ার অনুষ্ঠানে গেয়েছিলেন বিয়ন্সে৷ আর তাঁর ব়্যাপার স্বামী জে জেড সম্পর্কে ২০০৮ সালে ওবামা বলেছিলেন, তিনি তাঁর ভক্ত৷ ‘‘আমি মোৎসার্ট পছন্দ করি - কিন্তু আমি কানিয়ের গানও পছন্দ করি৷ আর জে জেড’এর একজন ভক্ত আমি,’’ বলেছিলেন ওবামা৷
ছবি: R. Carr/Getty Images
যে নারী ওবামাকে কাঁদিয়েছেন
বিয়ন্সের মতো সোল সংগীতের কিংবদন্তি অ্যারেথা ফ্রাংকলিনও ২০০৯ সালে ওবামার শপথ গ্রহণ অনুষ্ঠানে গান গেয়েছিলেন৷ ২০১৫ সালের ডিসেম্বরে কেনেডি সেন্টারে ফ্রাংকলিনের গান ওবামার চোখে পানি এনে দিয়েছিল৷
ছবি: AP
আইপড আর স্পোটিফাই প্লে-লিস্ট প্রকাশ
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ওবামা আইপড প্লে-লিস্ট প্রকাশ করেছিলেন৷ তাতে বব ডিলান, ব্রুস স্প্রিংস্টিন, জে জেড, মাইলস ডেভিসদের গান ছিল৷ ২০১২ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর আরেকটি আইপড প্লে-লিস্ট প্রকাশ করেছিলেন ওবামা৷ এরপর ২০১৫ সালে সুইডিশ স্ট্রিমিং সেবা স্পোটিফাইতে দুটি প্লে-লিস্ট প্রকাশ করেন৷
ছবি: picture-alliance/AP Photo/J.C. Hong
শুধু পুরনো নয়, নতুনও
জ্যাজ ট্রাম্পেটার মাইলস ডেভিস, অ্যারেথা ফ্রাংকলিন, নিনা সিমোন ও বিলি হলিডে ওবামার প্লে-লিস্টে নিয়মিত জায়গা পেয়েছেন৷ তবে তাঁদের ছাড়াও হালের ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে, মার্কিন গায়ক জাস্টিন টিম্বারলেক ও জন লিজেন্ডকেও পছন্দ করেন ওবামা৷
ছবি: picture-alliance/akg-images/Binder
ওবামা, দ্য পারফর্মার
সোল, জ্যাজ, রক আর ব়্যাপের ভক্ত ওবামা ২০১২ সালে এক অনুষ্ঠানে মার্কিন সোল গায়ক আল গ্রিনের উপস্থিতিতে তাঁরই একটি গান ‘লেটস স্টে টুগেদার-’এর কিছু অংশ গেয়ে শোনান৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: dapd
ওবামা আর বি.বি. কিং
২০১২ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস ব্লুজ ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন বি.বি. কিং৷ অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিংয়ের সঙ্গে ‘সুইট হোম শিকাগো’ গানে অংশ নেন ওবামা৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: picture alliance/dpa/Bloomberg/A. Harrer
‘অ্যামেজিং গ্রেস’
২০১৫ সালে সাউথ ক্যারোলাইনার সেনেটর ক্লেমেন্টা পিন্কনি গুলিতে নিহত হন৷ তাঁকে সম্মান জানানোর অনুষ্ঠানে ছিলেন ওবামা৷ এক পর্যায়ে তিনি খ্রিষ্টান ধর্মীয় গান ‘অ্যামেজিং গ্রেস’ গেয়ে ওঠেন৷ ভিডিওটি সেই সময় ভাইরাল হয়েছিল৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Getty Images/Joe Raedle
টিভি শোতে ওবামা
জিমি ফ্যালনের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘টুনাইট শো’তে দুবার গেছেন ওবামা৷ সাধারণ নাগরিকদের সঙ্গে মিশতে প্রাইম টাইমে প্রচারিত এই ধরণের অনুষ্ঠানে প্রায়ই অংশ নিতেন ওবামা৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Reuters/J. Ernst
রোজ গার্ডেনে ব়্যাপ
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার হ্যামিল্টনের জীবন নিয়ে করা মিউজিক্যাল ‘হ্যামিল্টন’ এর স্রষ্টা লিন-মানুয়েল মিরান্ডা৷ ২০১৬ সালে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ওবামার সাফল্যগুলো নিয়ে তাৎক্ষণিকভাবে ব়্যাপ করেছিলেন তিনি৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: YouTube/The White House
সংগীত উৎসবে গমন
অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতো ওবামাও হোয়াইট হাউসে কয়েকবারই সংগীত উৎসবের আয়োজন করেছেন৷ তবে ২০১৬ সালে তিনি স্ত্রী মিশেল ওবামাসহ টেক্সাসের প্রখ্যাত এসএক্সএসডাব্লিউ সংগীত উৎসবে গিয়েছিলেন৷ তাঁরা যেদিন সেখানে যান, সেদিন মার্কিন ফোক রক ব্যান্ড ‘দ্য লুমিনিয়ার্স’ তাদের ‘স্টাবর্ন লাভ’ গানটি গেয়ে শোনায়৷ ২০১৫ সালে ওবামার প্লে-লিস্টে গানটি স্থান পেয়েছিল৷ গানটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: picture alliance/AP Photo
মেয়েকে ‘হ্যাপি বার্থডে’
২০১৬ সালের ৪ জুলাই ছিল ওবামার মেয়ে মালিয়ার ১৮ তম জন্মদিন৷ সেদিন এক অনুষ্ঠানে সবার সঙ্গে তিনি ‘হ্যাপি বার্থডে’ গেয়ে ওঠেন৷ ভিডিও দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷