1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার মাঠে র‌্যাব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ জুলাই ২০১৪

নানা সমালোচনার মুখে এক মাসের বেশি সময় বিরতির পর আবারও নিয়মিত টহল-তল্লাশিতে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)৷ র‌্যাব জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই তারা এবার টহল তল্লাশিতে সক্রিয় হচ্ছেন৷

ছবি: Getty Images/AFP

গত এপ্রিলে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর তিন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর চরম সমালোচনার মুখে পড়ে এলিট ফোর্স৷ তিন কর্মকর্তা এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন৷ নারায়ণগঞ্জের ঘটনার পর র‌্যাবের কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় ওঠে৷ অনেকে র‌্যাব বিলুপ্তির দাবি তোলেন৷ কেউ কেউ র‌্যাব সংস্কারের কথাও বলেছেন৷

এ অবস্থায় র‌্যাব গত ২৬শে মে থেকে রাজধানীসহ সারা দেশে নিয়মিত সড়ক টহল-তল্লাশি বন্ধ করে দেয়৷ তখন র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানিয়েছিলেন, র‌্যাব তার নির্ধারিত দায়িত্বের বাইরে কোনো কাজ করবে না৷ টহল-তল্লাশি তাদের দায়িত্বের আওতায় পরে না৷'

কিন্তু বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে র‌্যাবকে আবারও মাঠে নামতে হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাব আগের মতো নিয়মিত টহল-তল্লাশিতে অংশ নেবে ৷

র‌্যাব মহাপরিচালক মোখলেসুর বৃহস্পতিবার রহমান বলেন, ‘‘রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবকে নিয়মিত টহল-তল্লাশিতে অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশের পর থেকেই রাজধানীসহ সারা দেশে র‌্যাবের সদস্যরা টহল ও তল্লাশিতে মাঠে নেমেছেন৷''

তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে জানান, ‘‘র‌্যাবের ব্যাপক সংস্কার প্রয়োজন৷ প্রয়োজন জবাবদিহিতার আওতায় আনা৷ শুধু নারায়ণগঞ্জের ঘটনা নয়, র‌্যাবের বিরুদ্ধে যত অভিযোগ আছে তার স্বাধীন তদন্ত প্রয়োজন৷ তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া খুবই জরুরি৷'' তিনি আরও বলেন, এ সব করা না হলে র‌্যাবের বিরুদ্ধে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা কমবে না৷ সাধারণ মানুষ এই বাহিনীকে গ্রহণ করবে না৷ তিনি মনে করেন, ‘‘এসব না করে র‌্যাবকে যে আবার পুরো মাত্রায় সক্রিয় করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে র‌্যাবের দুষ্কর্ম আরো বাড়বে৷'' তিনি বলেন, ‘‘মনে হচ্ছে নারায়ণগঞ্জের ঘটনা ছাড়া অন্য যে সব ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ আছে, তার আর তদন্ত হবে না৷''

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর তিন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর চরম সমালোচনার মুখে পড়ে এলিট ফোর্সছবি: Getty Images/AFP

এদিকে মানবাধিকার সংস্থা ‘অধিকার'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গত ছয় মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে ১০৮ জন৷ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড়ে প্রতি মাসে ১৮ জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হন৷

তাদের মধ্যে ৩৯ জন পুলিশের হাতে, ১৪ জন র‌্যাবের হাতে এবং যৌথ বাহিনীর হাতে ৮ জন নিহত হন৷ অধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সব কর্মকাণ্ডের জবাবদিহিতা এবং দায়মুক্তি রোধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ