1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে সুরঞ্জিত

২২ মে ২০১২

এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনায় এক মাসেরও বেশি সময় নিভৃতে থেকে আবারো রাজনীতিতে সরব হলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত৷ মন্ত্রণালয়ের তদন্তে তাঁকে নির্দোষ বলার পর তিনি আজই প্রকাশ্য কোন সভায় রাজনৈতিক কথা বললেন৷

ছবি: DW

নিজের এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ তখনই তিনি বলেন, এটি তাঁর রাজনীতিরও যাত্রাবিরতি৷ এরপর তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেও হয়ে ওঠেন নিভৃতচারী৷ তবে মন্ত্রণালয়ের তদন্তে তাঁকে নির্দোষ বলার পর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী অনুমতি দিলে আবারো রাজনীতিতে ফিরে আসতে চান বলে জানান সুরঞ্জিত৷ আর মঙ্গলবার তিনি ঢাকায় আওয়ামী মৎসজীবীদের এক সমাবেশে আবার প্রকাশ্যে এলেন৷ কথা বললেন রাজনীতি নিয়ে৷

তিনি বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানান৷ তিনি বলেন, তাঁর দল সব সময়ই সংলাপের পক্ষে৷ বিএনপি আলোচনায় না এসে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাচ্ছে৷ তাঁরা যদি আলোচনায় সন্তুষ্ট না হন, সমস্যা সমাধানে আদালতে যেতে পারেন৷

এদিকে মন্ত্রণালয়ের তদন্ত শেষ হলেও ৭০ লাখ টাকা নিয়ে দুদকের তদন্ত শেষ হয়নি৷ দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী জানান, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত'র এপিএস-এর ড্রাইভার আলী আজমের সঙ্গে কথা না বলা পর্যন্ত তদন্ত শেষ হবেনা৷ তাঁরা তাঁর বক্তব্য নেয়ার চেষ্টা করছেন৷ তদন্ত শেষ হওয়ার আগে কাউকেই নির্দোষ বলা যাবেনা৷ তিনি জানান, রেলের নিয়োগ বাণিজ্য নিয়েও তাঁরা তদন্ত করছেন৷ দুদক জানায়, দু'টি তদন্তেই তারা সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সঙ্গে কথা বলবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ