1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর উপর হামলা

১৪ এপ্রিল ২০১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী আইএস-এর এক সুড়ঙ্গের নেটওয়ার্কের উপর হামলা চালিয়েছে৷ এর আগে অ্যামেরিকা এত বড় আকারের বোমা প্রয়োগ করেনি৷ আফগানিস্তান সংক্রান্ত নীতি নিয়ে প্রশ্ন উঠছে৷

মার্কিন বোমা
ছবি: picture-alliance/ZUMA Wire/US Air Force

ক'দিন আগেও ‘জিবিইউ-৪৩' অথবা ‘এমসি-১৩০' শব্দগুলি সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল৷ গত কয়েক ঘণ্টায় সবাই জেনে গেছে যে, প্রথমটি একটি বোমা, দ্বিতীয়টি এক সামরিক বিমানের নাম, যেখান থেকে বোমাটি ফেলা হয়৷ ১১ টন বিস্ফোরকসহ ৯,৭৯৭ কিলোগ্রাম ওজনের এই বোমা সবচেয়ে বড় ‘অ-পারমাণবিক' অস্ত্র হিসেবে পরিচিত৷ তার ডাকনাম ‘দ্য মাদার অফ অল বম্বস'৷ ২০০৩ সালে এই অস্ত্র পরীক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম কোনো সংঘাতের সময়ে এই বোমা প্রয়োগ করল৷ সুড়ঙ্গ ধ্বংসের কাজে এই বোমা অত্যন্ত কার্যকর হিসেবে পরিচিত৷

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে তথাকথিত ইসলামিক স্টেটের শক্তি বেড়ে চলেছে৷ পাকিস্তান সীমান্তের কাছে আচিন জেলায় পাহাড়ের গুহা ও সুড়ঙ্গের এক নেটওয়ার্ক ব্যবহার করে তারা যাতায়াত করে আসছিল৷ তাদের গতিবিধি বন্ধ করতে এমন মারাত্মক বোমা প্রয়োগ করলো মার্কিন সামরিক বাহিনী৷ উল্লেখ্য, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস-এর বিরুদ্ধে অভিযানে এক মার্কিন সৈন্য নিহত হয়৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে অত্যন্ত সফল হিসেবে বর্ণনা করেছেন৷ তবে এই বোমা হামলার ফলে আইএস-এর কতটা ক্ষতি হয়েছে, তা পুরোপুরি স্পষ্ট নয়৷ ট্রাম্প প্রশাসন এই হামলাকে তাদের দৃঢ় সংকল্পের প্রমাণ হিসেবে তুলে ধরতে চাইছে৷ তবে আফগানিস্তান সংক্রান্ত সার্বিক নীতির কোনো রূপরেখা এখনো তুলে ধরা হয়নি৷

সিরিয়া ও ইরাকে কোণঠাসা আইএস আফগানিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তালেবানের সঙ্গে তাদের সংঘাতের ঘটনাও ঘটেছে৷ তবে মার্কিন সূত্র অনুযায়ী, ২০১৬ সালের শুরুতে তাদের প্রায় ৩,০০০ যোদ্ধা থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৬০০ থেকে ৮০০-য় দাঁড়িয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ