1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার লাদেনের হুমকি টেপ, লক্ষ্য যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারি ২০১০

ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের ওপর আরও হামলা হবে৷ লাদেনের নতুন অডিও টেপ এমন হুমকি শোনাল, সেইসঙ্গে দাবি, বিমানে অন্তর্বাস বোমা পাঠিয়েছিল আল কায়েদাই৷

ওসামা বিন লাদেনছবি: AP

কোথায় কবে কীভাবে এল নতুন টেপ

ওবামার প্রতি ওসামা৷ এই নামের টেপ যথারীতি পাঠানো হয়েছে আরব দুনিয়ার সংবাদমাধ্যম আল জাজিরায়৷ অডিও টেপের বক্তা আর কেউ নয়, ওসামা বিন লাদেন৷ এখনও সঠিকভাবে জানা যায় নি কন্ঠস্বরের মালিক ওসামা স্বয়ং কিনা, তবে ধারণা করা হচ্ছে এই কন্ঠও লাদেনেরই হবে৷

কী বলছে টেপ

বলছে বড়দিন বা ২৫ ডিসেম্বরে ডেট্রয়েটগামী মার্কিন যাত্রীবাহী বিমানে অন্তর্বাস বোমা পাঠিয়েছিল লাদেনই৷ মানে আল কায়েদা৷ সেই বিমানে নাইজিরিয় নাগরিক উমার ফারুক আব্দুল মুত্তালাব নামের এক যুবক তার অন্তর্বাসে বোমা বেঁধে বিমানে উঠে যায়৷ বিস্ফোরণ ঘটানোর চেষ্টাও করে৷ কিন্তু বোমা ঠিকমত ফাটে নি৷ লাদেনের বক্তব্য, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব বন্ধ না করলে অ্যামেরিকায় আবারও হামলা হবে৷ প্যালেস্টাইনে শান্তি ফিরে না এলে, সেখানে নিরাপত্তা না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না মার্কিন জনগণকে৷ বারবার হামলা করা হবে৷ যেমন চেষ্টা হয়েছিল পঁচিশ ডিসেম্বর৷ এমন চলতেই থাকবে৷ আলাদা করে উমার ফারুক আব্দুল মুত্তালাবকে ‘নায়ক' বলেও বর্ণনা করা হয়েছে৷ তাকে তুলনা করা হয়েছে ৯/১১-র হামলাকারীদের মতই নির্ভীক হিসেবে৷

উমার ফারুক আব্দুল মুত্তালাব অন্তর্বাসে বোমা বেঁধে বিমানে উঠেছিল গত ২৫ ডিসেম্বরছবি: AP

এই টেপ হুমকির প্রতিক্রিয়া

হোয়াইট হাউজের সিনিয়র অ্যাডভাইজার ডেভিড অ্যাক্সেলরড এই টেপ প্রসঙ্গে বলেন,

ধারণা করছি এই টেপ ওই লাদেনেরই৷ তার বক্তব্যও একই৷ গণহত্যার হুমকি দিয়েছে সে আগের মতই ওই টেপেও৷ লক্ষ্যণীয় বিষয়, এই উদ্যোগে ইসলামের নাম নিয়ে লাদেন যাদের হত্যা করেছে, তাদের অধিকাংশই আসলে লাদেনেরই ধর্মের মানুষ৷ নিহতদের অধিকাংশই মুসলিম৷ লাদেন একজন খুনি৷ তার বিরুদ্ধে অভিযান আমরা থামাবো না৷ এবং অ্যামেরিকানদের আল কায়েদার সন্ত্রাস থেকে আমরা অবশ্যই রক্ষা করব৷ প্রতিক্রিয়া দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র অ্যান্ডি ডেভিড৷ তাঁর মতে, লাদেনের এই হুমকি নতুন কিছু নয়৷ তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, লক্ষ্যণীয় বিষয় হল বিমানে অন্তর্বাস বোমার যে ব্যর্থ ষড়যন্ত্র হয়েছিল, তা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে করা হয়নি৷ ওই যুবক বিমানে ওঠে অ্যামস্টারডাম থেকে৷ ডেট্রয়েট যাচ্ছিল বিমানটি৷ অর্থাত পাশ্চাত্ত্য বিশ্ব থেকে পাশ্চাত্ত্য বিশ্বেই হামলার চেষ্টায় এখন নিজেদের ফোকাস করছে আল কায়েদা৷ এই নতুন দিকটি সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ