1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের ফাঁদে দেশ

সমীর কুমার দে, ঢাকা৮ মে ২০১৩

আবার হরতালের ফাঁদে দেশ৷ বুধ ও বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, যাতে সমর্থন দিয়েছে হেফাজতে ইসলাম৷ আর রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম নিজেই৷

ছবি: Reuters

এই তিন দিন হরতালের মাঝে দু'দিনের সাপ্তাহিক ছুটির কারণে মোট পাঁচদিন বন্ধ থাকবে অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান৷ বাংলাদেশে এখন হরতাল মানে সহিংসতা, বাস-ট্রেনে আগুন, ভাঙচুর৷ হরতালের আগের দিন প্রতিযোগিতা করে যানবাহনে আগুন দেয়ার সংস্কৃতি কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ হরতাল শুরুর আগের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে যানবাহনে আগুন দেয়া শুরু হয়েছে৷ আর এ দিন ভোরে চট্টগ্রাম রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন দেয়া হয়৷ ট্রেনের এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাশকতা উল্লেখ করে রেলওয়ে পুলিশের পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শিবিরের এহসান ও মিটু নামের দু'জনকে আটক করা হয়েছে৷ এখন চলছে জিজ্ঞাসাবাদ৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা তো হরতাল দিতে চাই না৷ কিন্তু সরকারের আচরণে বাধ্য হয়ে হরতাল দিতে হচ্ছে৷'' বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া শনিবারের সমাবেশ থেকে কোনো কর্মসূচী না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন৷ কিন্তু সরকার তাঁর সে আল্টিমেটারে ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করেনি৷ বরং আরো উল্টোপাল্টা কথা বলেছে৷

হরতাল মানেই সহিংসতাছবি: Reuters

এর আগে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দিনই হরতাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে৷ হেফাজতে ইসলামীর নেতা-কর্মীর ওপর নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে৷ নিহত হেফাজতে কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে৷

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এভাবে হরতাল দিয়ে দাবি আদায় হবে না৷ প্রধানমন্ত্রী তো তাদের আলোচনায় বসার কথা বলেছেন৷ কিন্তু তারা আসলে আলোচনায় বসতে চায় না৷ রাজপথে জ্বালাও পোড়াও করে ধ্বংসযজ্ঞ চালাতে চায়৷ দেশের মানুষ শান্তিতে থাকুক তারা সেটা পছন্দ করে না৷ দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাক, তাও তারা পছন্দ করে না৷ তাই কোনো ইস্যু ছাড়াই দিনের পর দিন হরতাল দিয়ে জনগণের জীবনযাত্রাকে ব্যহত করে যাচ্ছে বিএনপি৷ এটা দেশের মানুষ মেনে নেবে না৷''

এদিকে, বুধবার হরতাল শুরুর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়৷ রেলওয়ে পুলিশের পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম ডয়চে ভেলের কাছে দাবি করেছেন, হেফাজতের লোকজন ও শিবির কর্মীরা এই ট্রেনে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে৷ তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘণ্টাখানের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে৷ তিনি জানান, ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে৷ পেট্রোল ঢেলে বগিগুলোতে আগুন দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে৷ সকাল ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল৷ এ ঘটনায় পূর্বাঞ্চল রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

ওদিকে, মঙ্গলবার রাতে রাজধানীতে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়৷ কারওয়ান বাজারে বাসে আগুন দেওয়ার সময় দুষ্কৃতকারী যুবককে আটক করা হয়েছে৷ সন্ধ্যা ছয়টার দিকে কারওয়ান বাজারের আন্ডারপাসের পাশে মিরপুর থেকে ছেড়ে আসা ইটিসি ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক যুবক৷ আগুন দিয়ে পালানোর সময় চালকের সহকারীসহ অন্য লোকজন যুবককে ধরে ফেলে৷ পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়৷ ওই যুবকের নাম নাম রাসেল৷

ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্য এসে আগুন নিভিয়ে ফেলেন৷ তবে ওই যুবকের পুরো পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি৷ সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি অফিসের পাশে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়৷ মিছিলটি বিএনপি কার্যালয়ের পাশের সিটি ব্যাংকের সামনে পৌঁছানোর পর, একটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়া হয়৷ পরে পুলিশ ধাওয়া দিলে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা পালিয়ে যান৷ পুলিশ কাউকে আটক করতে পারেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ