1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের দলেই সমর্থনের অভাব

১৮ জুলাই ২০১৭

হোয়াইট হাউস ও সংসদের দুই কক্ষের উপর নিয়ন্ত্রণ সত্ত্বেও ‘ওবামাকেয়ার'-এর বিকল্প চালু করতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প৷ এই অবস্থায় বিরোধী ডেমোক্র্যাটিক দলের সঙ্গে সহযোগিতার জন্য চাপ বাড়ছে৷

ওবামাকেয়ার বাতিল করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প
ছবি: Reuters/C. Barria

পারলে পূর্বসূরি বারাক ওবামার প্রায় সব সিদ্ধান্তই বাতিল করতে উৎসাহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ‘ওবামাকেয়ার' বা গণস্বাস্থ্য বিমা বাতিল করে তার জায়গায় নতুন ব্যবস্থা চালু করতে গিয়ে পর পর দু'বার ধাক্কা খেলেন তিনি৷ নতুন আইনের খসড়ার প্রতি নিজের রিপাবলিকান দলের সব সংসদ সদস্যের সমর্থনআদায় করতে ব্যর্থ হলেন তিনি৷ এ অবস্থায় তাঁকে বাধ্য হয়ে পিছু হটতে হলো৷ জনমত সমীক্ষায়ও এই খসড়ার বিরোধিতা স্পষ্ট হয়ে উঠেছে৷

বলা বাহুল্য, এই ব্যর্থতা ট্রাম্প প্রশাসনের চরম অস্বস্তির কারণ হয়ে উঠেছে৷ কারণ, সংসদের উভয় কক্ষে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও প্রেসিডেন্টের ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না৷ দু-দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ ২০১০ সালে বারাক ওবামা স্বাস্থ ব্যবস্থায় সংস্কারের পর থেকেই রিপাবলিকান দল সেটি বাতিল করার অঙ্গীকার করে আসছে৷ শুধু তাই নয়, ক্ষমতায় আসার পর প্রথম ৬ মাসে কোনো গুরুত্বপূর্ণ আইনই কার্যকর করাতে পারেনিট্রাম্প প্রশাসন৷ 

‘ওবামাকেয়ার'-এর বিকল্প হিসেবে ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা চালু করতে চেয়েছিল, তার ফলে ১ কোটি ৮০ লক্ষ থেকে ২ কোটি ৩০ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্য বিমা হারাতে চলেছিলেন বলে কংগ্রেসের বাজেট দফতর পূর্বাভাষ দিয়েছিল৷ এমন প্রেক্ষাপটে রিপাবলিকান দলের কয়েকজন সংসদ সদস্যও জনরোষের ভয়ে তাঁদের সমর্থন জানাতে সাহস পাননি৷ ডেমোক্র্যাটিক দলের নেতা বার্নি সান্ডার্স ট্রাম্প প্রশাসনের এই ব্যর্থতার দিনে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন৷

ব্যর্থতা সত্ত্বেও ট্রাম্প প্রকাশ্যে শান্ত থাকার চেষ্টা করছেন৷ এক টুইট বার্তায় তিনি মার্কিন কংগ্রেসের উদ্দেশ্যে নতুন করে ‘ওবামাকেয়ার'-এর বিকল্প খোঁজার আহ্বান জানিয়েছেন৷ এমনকি বিরোধী ডেমোক্র্যাটিক দলকেও সেই উদ্যোগে শামিল হবার ডাক দিয়েছেন তিনি৷

রিপাবলিকান দলের অভিজ্ঞ সংসদ সদস্য জন ম্যাককেন ‘একলা চলো রে' মনোভাব ছেড়ে বিরোধী ডেমোক্র্যাটিক দলের সঙ্গে মিলে গণস্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের ডাক দিয়েছেন৷

সেনেটে ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমার-ও সেই সম্ভাবনায় সায় দিয়েছেন৷ তবে তিনি সাধারণ মানুষের স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনো আপোশ মানতে রাজি নন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ