1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাভেরিয়ায় আবারো সন্ত্রাসী হামলা

২৫ জুলাই ২০১৬

জার্মানির বাভেরিয়া রাজ্যে আবার হামলা৷ রবিবার রাতে এক সিরীয় শরণার্থী আন্সবাখ শহরে আত্মঘাতী হামলা চালিয়েছে৷ চরম ইসলামপন্থি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সে এই কাজ করেছে কিনা, পুলিশ সেটা খতিয়ে দেখছে৷

আন্সবাখে ঠিক যেখানে হামলা হয়েছিল
ছবি: picture-alliance/dpa/D. Karmann

'Syrian asylum seeker' behind Ansbach bomb blast

01:12

This browser does not support the video element.

মাত্র কয়েক দিনের ব্যবধানেই জার্মানির বাভেরিয়া রাজ্য একের পর এক হামলার শিকার হয়েছে৷ ভ্যুর্ৎসবুর্গ শহরের কাছে আফগান তরুণের কুড়াল নিয়ে হামলা, মিউনিখে বন্দুকধারীর হামলার পর রবিবার রাতে আন্সবাখ শহর বড় এক অঘটন থেকে রক্ষা পেয়েছে৷

উল্লেখ্য, রবিবার বিকালেই বাভেরিয়ার প্রতিবেশী বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের রয়েটলিঙেন শহরে ২১ বছর বয়স্ক এক সিরীয় শরণার্থী চাপাতি দিয়ে এক নারীকে হত্যা করেছে৷ তবে এক্ষেত্রে তারা পরস্পরকে চিনতো বলে পুলিশ জানিয়েছে৷ ফলে এটা সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলে পুলিশের ধারণা৷

আন্সবাখ শহরের কেন্দ্রস্থলে খোলা আকাশের নীচে এক সংগীত উৎসব চলছিল৷ রাত দশটা নাগাদ আততায়ী টিকিট ছাড়াই সেখানে প্রবেশ করতে চাইছিল৷ বাধার মুখে পড়ে সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়৷ ফলে ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তবে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সে সময়ে সেখানে প্রায় ২,৫০০ মানুষ সমবেত হয়েছিলেন৷

আততায়ী ২৭ বছর বয়স্ক এক সিরীয় শরণার্থী৷ বছর দুয়েক আগেই রাজনৈতিক আশ্রয়ের জন্য তার আবেদন খারিজ হয়ে যায়৷ তাই সে চরম অবসাদে ভুগছিল৷ দু-দু'বার আত্মহত্যার চেষ্টা করে বিফল হয় সে৷ মাদক সংক্রান্ত অপরাধ ও অন্যদের হুমকি দেওয়ার কারণে আগেই সে পুলিশের নজরে পড়েছিল৷ হত্যার চেষ্টার কারণে তার বিরুদ্ধে মোট ১২টি অভিযোগ ছিল৷ তবে চরম ইসলামপন্থি ভাবধারার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা তা স্পষ্ট নয়৷ পুলিশ তদন্তে এই বিষয়টিও খতিয়ে দেখছে৷

বাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা খুবই দুঃখজনক যে একজন শরণার্থী এমন হামলা চালালো৷ এ দেশে থাকার সুযোগ পেয়েও কেউ এই মাত্রায় সেই সুযোগের অপব্যবহার করতে পারে, সেটা জেনে তিনি অত্যন্ত মর্মাহত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ কট্টর ইসলামপন্থি আদর্শে উদ্বুদ্ধ হয়ে আততায়ী হামলা চালিয়েছে, এমন আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ