1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর নতুন টার্গেট মিশর

১০ এপ্রিল ২০১৭

ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়ে তথাকথিত ইসলামিক স্টেট এবার আঘাত হানলো মিশরে৷ দুই গির্জার উপর হামলা চালিয়ে তারা নিজেদের শক্তির প্রমাণ দেবার চেষ্টা করলো৷ দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷

মিশরে হামলা
ছবি: Reuters/M. Abd el Ghany

আলেক্সান্ড্রিয়া ও টান্টা শহরে কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের দুই গির্জার উপর আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস৷ পবিত্র ‘পাম সান্ডে' উপলক্ষ্যে সেই দুই গির্জায় বিশেষ প্রার্থনাসভা চলছিল৷ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে৷ আলেক্সান্ড্রিয়ার সেন্ট মার্ক্স ক্যাথিড্রালে হামলার সময়ে কপটিক সম্প্রদায়ের পোপ প্রার্থনাসভা পরিচালনা করছিলেন৷ তাঁর অবশ্য কোনো ক্ষতি হয়নি৷ ভবিষ্যতেও এমন হামলার হুমকি দিয়েছে আইএস৷

উল্লেখ্য, মিশরে সংখ্যালঘুদের উপর আইএস এর আগেও হামলা চালিয়েছে৷ গত বছরের ২৮শে ডিসেম্বর কায়রো শহরের একটি গির্জায় আত্মঘাতী হামলায় ২৮ জন নিহত হয়েছিল৷ সিনাই উপদ্বিপে আইএস ক্রমশ তাদের শক্তি বাড়িয়ে চলেছে৷ লাগাতার হামলার জের ধরে খ্রিষ্টানরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে৷

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি সন্ত্রাসবাদের মোকাবিলার স্বার্থে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, এই সংগ্রাম দীর্ঘ ও বেদনাদায়ক হতে চলেছে৷

পোপ ফ্রান্সিস এই হামলার নিন্দা করেছেন৷ আগামী ২৮ ও ২৯শে এপ্রিল তিনি মিশর সফরে আসছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করে বলেছেন, তাঁর বিশ্বাস মিশরের প্রেসিডেন্ট আল-সিসি পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন৷

জোরালো সামরিক অভিযানের মুখে একের পর এক এলাকা হারিয়ে ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়েছে আইএস৷ এই অবস্থায় তারা অন্যান্য অঞ্চলে সক্রিয় হয়ে নিজেদের বার্তা তুলে ধরে আরও অনুগামী আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ